পৃষ্ঠাসমূহ

সোমবার, ১৫ জুলাই, ২০১৯

ট্রান্সফরমার এর প্রশ্নের উত্তর

সাধারণ নলেজঃ
১। ট্রানসফরমার প্রাইমারী এবং সেকেন্ডী কয়েলের KVA এর  পাওয়ার সর্বদা সমান থাকে।

২। ট্রানসফরমার উভয়  কয়েলের ভোল্টেজ এবং কারেন্টের পরিমাণ তাদের প্যাঁচ সংখ্যা এবং সাইজের উপর নির্ভর করে।

৩। ট্রানসফরমার হাই ভোল্টেজ সাইডে বা প্রাইমারী সাইডে  কয়েলের প্যাঁচ সংখ্যা বেশি এবং কারেন্ট কম থাকায় ওয়্যার চিকন থাকে।

৪ লো ভোল্টেজ সাইডে বা সেকেন্ডারী সাইডে প্যাঁচ সংখ্যা কম এবং কারেন্ট বেশি হওয়ার কারনে ওয়্যার মোটা হয়।

1 টি মন্তব্য: