পৃষ্ঠাসমূহ

বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০১৯

RCCB এর কার্যপ্রণালী

RCCB এর কার্যপ্রণালী

একটি RCCB এর অভ্যন্তরে ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল দ্বারা গঠিত toroidal core CT ব্যবহার করাহয় উক্ত

তে তিনটি ওয়াইন্ডিং থাকে দুটি প্রাইমারি ওয়াইন্ডিং এবং অবশিষ্ট তৃতীয় ওয়াইন্ডিংটি সেকেন্ডারী ওয়াইন্ডিং।

প্রাইমারি ওয়াইন্ডিং দুটির একটি লাইভ লাইন (ফেজ ওয়্যার) এর সাথে এবং অপরটি নিউট্রাল ওয়্যারের সাথে এমনভাবে স্থাপন করা হয় যাতে লাইভ লাইন দ্বারা আঘাত কারেন্ট লোড এর মধ্যে দিয়ে প্রবাহিত হয় নিউট্রাল ওয়্যার দ্বারা ফিরে যাওয়ার সময় প্রাইমারি ওয়াইন্ডিং দুটির একটি অপরটির বিপরীতমুখী ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে।
যেহেতু স্বাভাবিক অবস্থায় লাইভ লাইন দ্বারা আগত কারেন্ট এবং নিউট্রাল ওয়্যার দ্বারা নির্গত কারেন্ট সমান থাকে (Interms of kirchhoff's current law) সেহেতু উক্ত ম্যাগনেটিক ফিল্ড দ্বয় একটি অপরটিকে ক্যান্সেল করে দেয় ফলে সামগ্রিকভাবে ruseltant magnetic field শূন্য হয় আর তাই সেকেন্ডারী ওয়াইন্ডিং এ (তৃতীয় ওয়াইন্ডিং) কোন প্রকার emf আবিষ্ট হয় না। কিন্তু যখন লাইভ লাইন এবং নিউট্রাল ওয়্যারের আগত ও নির্গত কারেন্টের মধ্যে পার্থক্য সৃষ্টি হলে ruseltant magnetic field শূন্য হয় না, যার ফলে সেকেন্ডারী ওয়াইন্ডিং এ emf আবিষ্ট হয়।
প্রাইমারি ওয়াইন্ডিং দ্বয়ের মধ্যে আগত ও নির্গত কারেন্টের পার্থক্য যখন 30mA (রেটিং অনুযায়ী সেন্সিং কারেন্ট) অতিক্রম করে তখন সেকেন্ডারিতে পর্যাপ্ত ভোল্টেজ আবিষ্ট হয় যাহা একটি ট্রিপিং মেকানিজম কে ট্রিপ করার জন্য সামর্থ্য অর্জন করে এবং ট্রিপ করে দেয়, ফলে লোড 
তখন সোর্স থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।
এখানে উল্লেখ্য যে সিঙ্গেল ফেজ এর ক্ষেত্রে তিনটি ওয়াইন্ডিং, থ্রি ফেজ এর ক্ষেত্রে চারটি ওয়াইন্ডিং যাহার তিনটি প্রাইমারি ওয়াইন্ডিং এবং একটি (চতুর্থটি) সেকেন্ডারী ওয়াইন্ডিং।
কোন প্রকার ভুল থাকলে গঠনমূলক সমালোচনা আশা করছি।

কমেন্ট করে জানাবেন

বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০১৯

Star connection দিয়ে অতিরিক্ত কারেন্ট অবদমন করা যায়?

আজ জানব কিভাবে star connection দিয়ে অতিরিক্ত কারেন্ট অবদমন করা যায়????

একটি ডিভাইস ডেল্টা কানেকশন এ যে পরিমাণ কারেন্ট draw করে তার তুলনায় অনেক কম পরিমাণ কারেন্ট নেয় স্টার কানেকশন এ। এই জন্যই ইন্ড্রাস্ট্রিতে মোটর কে স্টার ডেল্টা কানেকশন দিয়ে চালু করা হয়। 
ধরলাম, আমার কাছে  15 KW এর একটা মোটর আছে। আমি এতে 400 volt supply দিব। 
এখন এই শর্তে আমি আপনাদের স্টার কানেকশন & ডেল্টা কানেকশন এ কি পরিমাণ কারেন্ট নিবে সেটা হিসেব করে দেখাব। 
ধরলাম শুরুতে স্টার কানেকশন দেয়া হল। 
আমরা জানি, স্টার কানেকশন এর ক্ষেত্রে লাইন ভোল্টেজ ফেইজ ভোল্টেজ এর 1.732 গুণ 
তাহলে, লাইন ভোল্টেজ VL = 1.732 x 220 = 400 volt (approx)

এবার তাহলে, লোড কারেন্ট  
IL = 15000/(1.732 x 400 x 0.8)  = 27 Amps 

এবার যদি এটাতে ডেল্টায় কানেকশন দেয়া হয় তাইলে লাইন ভোল্টেজ ফেইজ ভোল্টেজ এর ই সমান হবে। 
অর্থাৎ,  VL = Vp = 400 volt 

এক্ষেত্রে লোড কারেন্ট  IL = 15000/(400 x 0.8) = 46 Amps. 

অর্থাৎ, দেখা যাচ্ছে ডেল্টা কানেকশন এ মোটর টি স্টার এর তুলনায়  1.7 গুণ বেশি কারেন্ট নিচ্ছে।
আর এই জন্যই মোটর চালু হবার সময় স্টার কানেকশন দেয়া হয়। কিছু সময় পরে ডেল্টা করা হয়। সেসব কথা বিস্তারিতভাবে star delta, DOL starter নিয়ে আলোচনার সময় বলা হবে অন্যদিন।