পৃষ্ঠাসমূহ

শুক্রবার, ১১ মে, ২০১৮

স্যাটেলাইট বাংলাদেশ

স্যাটেলাইট বানিয়েছে কারা?
- ফ্রান্সের কোম্পানি
উৎক্ষেপন করছে কারা?
-অামেরিকা
অরবিট ভাড়া দিয়েছে কারা?
-রাশিয়ার কোম্পানি
পরিচালনা হবে কোথা থেকে?
-অামেরিকা থেকে
দেশে কারা দেখবে?
- দরবেশ বাবার বেক্সিমকো(বিটিঅারসি না কিন্তু!)
কোন দেশের উপর দিয়ে প্রদক্ষিন করবে?
-চীন, লাওস, থাইল্যান্ড, মায়ানমার,জাপান।
অবস্থান?
- ১১৯.১ ডিগ্রি দ্রাগিমাংশে
বাংলাদেশ থেকে কত ডিগ্রিতে স্যাটেলাইটের অবস্তান?
-৩০ ডিগ্রি
-দেশের  ক্রেডিট কি?
প্রকল্পের সুযোগে অাওয়ামীলীগের ব্যাংক ভরা!!

এ লস প্রজেক্টের মাধ্যমে কোটি কোটি টাকার দুর্নিতি করবে কারা? 
- অাওয়ামী লীগ
অামাদের টাকায় করা লস প্রজেক্টের ক্রেডিট নিবে কে?
-জয়

রাষ্ট্রের হাজার কোটি টাকায় কেনা স্যাটেলাইটে জাতীয় পতাকা না থেকে  আওয়ামী লীগের শ্লোগান থাকবে। একটি স্যাটেলাইটের মেয়াদকাল ১৫ বছর। সুতরাং  লাভ - লোকসান এ সময়ের মধ্যেই বের করতে হবে। বর্তমানে দেশের স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল, ব্যাংক, মোবাইল নেটওয়ার্ক অপারেটর, ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানসহ  এ জাতিয় সেবা দানকারী প্রতিষ্ঠানগুলো ভাড়া বাবদ প্রতিবছর বিদেশি বিভিন্ন  কোম্পানিকে প্রায়  ১৪ মিলিয়ন মার্কিন ডলার দিতে হয়। স্যাটেলাইট না থাকলে ১৫ বছরে যেখানে মোট  খরচ হবে ২১০ মিলিয়ন ডলার, সেখানে এই স্যাটেলাইটের পিছনে খরচ হচ্ছে  ৩৭৫ মিলিয়ন ডলার +  রক্ষণাবেক্ষণ + নিয়ন্ত্রন+ রাশিয়ান কোম্পানির অরবিট ভাড়া + অরবিটাল  ইনসিওরেন্স। তাহলে এটির উদ্দেশ্য কি? 
এ স্যাটেলাইটটি তত্বাবদায়ক সরকার ২০০৮ সালে প্রকল্প গ্রহন করে যা অাওয়ামী লীগ সরকার বাস্তবায়ন করছে, তবে  ১৫ বছর মেয়াদ শেষ হওয়ার পরও  লস থাকবে প্রায় ৭০০ কোটি টাকা!!!

অামাদের তরুনদের অবদান কি এ স্যাটেলাইটে?
অনেক অবদান.........
অাসুন  না জেনে ফেসবুকে অভিনন্দন জানাই !!
অাসুন প্রশ্ন ফাঁস করে মেরুদণ্ডহীন মেধাবী বানাই
অাসুন চাকরির জন্য রাস্তায় দাঁড়িয়ে গুলি খাই
অাসুন ৭০ টাকায় চাল খাই!
অাসুন ফ্লাইওভার খাই!
অাসুন স্যাটেলাইট খাই!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন