পৃষ্ঠাসমূহ

শুক্রবার, ১২ অক্টোবর, ২০১৮

Engr ak azad

জানার জন্য

১। AC ওয়েভে কখন সর্বোচচ পজিটিভ ও নেগেটিভ  মান পৌঁছায়?
উঃ ক। পজিটিভ -৯০°
      খ। নেগেটিভ -২৭০°।

২। পলি ফেজ সিস্টেমের ভোল্টেজ বা কারেন্ট গুলোর ফেজ ডিফারেন্স কত ডিগ্রি?
উঃ ৬০°।

৩। পলি ফেজ সিস্টেমের স্টার কানেকশনে কি কি ভোল্টেজ পাওয়া যায়?
উঃ ক।ফেজ ভোল্টেজ
      খ। লাইন ভোল্টেজ।

৪। তিন ফেজ অলটারনেটর এ স্টার কানেকশন কেন করা হয়?
উঃক। কয়েল পরিমান কম লাগে।
     খ। ইনসুলেশন খরচ কম লাগে
     গ। নিউট্রাল তার ব্যবহার করে ৩ ফেজ লোডের পাশাপাশি সিংগেল ফেজ লোড পরিচালনা করা যায়।

৫। রেফ্রিজারেটরের হ্রদপিনড বলা হয় কাকে?
  উঃ কমপ্রেসর কে।

৬। লিফটে কারের ওজনকে ভারসাম্য করার জন্য কি ব্যবহার করা হয়?
  উঃ কাউনটার ওয়েট।

৭। লিফটের ক্যাবল কোথায় লাগানো থাকে?
  উঃ সাপোটিং কার এবং কাউন্টার ওয়েটিং এর সাথে।

৮। একটি পাওয়ার সাব সার্কিটের লোড কত?
  উঃ ৩০০০ ওয়াট বা ১৫ এ্যামপিয়ার।

৯। সব চেয়ে কম খরচে আর্থিং করা হয়  কিসে?
  উঃ রড আর্থিং।

১০। আর্থিং এর জন্য  তামার তারের ডায়া কত হওয়া উচিৎ?
  উঃ ১২ থেকে ১৫ মিমি।

১১। জেনারেটর রেটিং KVA হলে ব্যাটারি রেটিং কি?
  উঃ Ah.

১২। ট্রানসমিশন লাইনের শুরুতে কি ব্যবহার করা হয়?
  উঃ স্টেপ আপ ট্রানসফরমার।

১৩। মোটরের সুইচ নির্ধারন করা কিসে?
  উঃ সটার্টিং কারেনটের উপর।

১৪।  একটি অলটারনেটর কে অনেক সময় কি বলে?
  উঃ সিনক্রোনাস জেনারেটর।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন