পৃষ্ঠাসমূহ

শনিবার, ২২ ডিসেম্বর, ২০১৮

ট্রান্সফরমার কি?

Transformer কি?
ট্রান্সফরমার একটি স্থির অ্যাপারেটাস (Apparatus)। এর সাহায্যে ফ্রিকোয়েন্সিকে ঠিক রেখে বৈদ্যুতিক শক্তিকে এক সার্কিট হতে অন্য সার্কিটে স্থানান্তর করা যায়, তাকে ট্রান্সফরমার বলে। ট্রান্সফরমারের দুইটি ওয়াইন্ডিং থাকে। যথা-প্রাইমারি ওয়াইন্ডিং ও সেকেন্ডারি ওয়াইন্ডিং। ট্রান্সফরমার এর প্রাইমারি এবং সেকেন্ডারি ওয়াইভিং ওয়াইন্ডিং এর মধ্যে কোন সরাসরি ইলেকট্রিক্যালি কোন সংযোগ থাকে না। কিন্তু ম্যাগনেটিক্যালি সংযোগ থাকে। ট্রান্সফরমার ল্যামিনেটেড আয়রন কোরের সমন্বয়ে গঠিত। এই আয়রন কোরগুলো সিলিকন স্টীলের হয়ে থাকে। ট্রান্সফরমার এর অনেক সুবিধা আছে। এর মধ্যে কোন ঘুরন্ত অংশ নাই। কাজেই রক্ষণাবেক্ষণের খরচ অনেক কম এবং কার্যদক্ষতা অনেক বেশি হয়। একটি ট্রান্সফরমার এর কার্যদক্ষতা ৯৯% হইয়া থাকে।বড় বড় ট্রান্সফরমার-এর রেটিং KVA ও MVA দ্বারা প্রকাশ করা হয়ে থাকে।
যে ওয়াইন্ডিং-এ অল্টারনেটিং ফ্লাক্স উৎপন্ন হয় তাকে প্রাইমারি ওয়াইন্ডিং বলে। কিংবা যে ওয়াইন্ডিং বিদ্যুৎ সরবরাহ লাইনের সংগে সংযুক্ত করা হয় তাকেও প্রাইমারি ওয়াইন্ডিং বলে। আবার যে ওয়াইন্ডিং এ অল্টারনেটিং ফ্লাক্সের দ্বারা ভোল্টেজ উৎপন্ন হয় তাকে সেকেন্ডারি ওয়াইন্ডিং বলে। অর্থাৎ যে ওয়াইন্ডিং গ্ৰাহকের বৈদ্যুতিক শক্তি সরবরাহ করে থাকে তাকে সেকেন্ডারি ওয়াইন্ডিং বলে।
ট্রান্সফরমার এর মূলতত্ত্বঃ
ট্রান্সফরমার মিউচুয়্যাল ইলেকট্রো ম্যাগনেট ইন্ডাকশন তত্ত্বের উপর কাজ করে থাকে। অল্টারনেটিং ভোল্টেজ প্রাইমারি ওয়াইন্ডিং এ সরবরাহ করার ফলে প্রাইমারি ওয়াইন্ডিং এ অল্টারনেটিং কারেন্ট সারকুলেটিং হতে থাকে। এ কারেন্ট কোরের মধ্যে অল্টারনেটিং ফ্ল্যাক্স উৎপন্ন করে থাকে। এই ফ্লাক্স প্রসারণ ও ভেঙ্গে পড়ার ফলে ওয়াইন্ডিং টার্নকে কর্তন করার কারণেই প্রাইমারি ওয়াইন্ডিং-এ অল্টারনেটিং ভোল্টেজ উৎপন্ন হয়।
প্রাইমারি ওয়াইন্ডিং-এ উৎপন্ন ভোল্টেজ সাপ্লাই ভোল্টেজ এর সমান। এই অল্টারনেটিং ফ্লাক্স সেকেন্ডারি ওয়াইন্ডিং-এর সাথে সংযুক্ত থাকায় ফ্যারাডের তড়িৎ চুম্বকীয় আবেশের তত্ত্বানুযায়ী তড়িৎ চাপের সৃষ্টি হয়। ট্রান্সফরমার - সেকেন্ডারি কয়েলে যে ভোল্টেজ উৎপন্ন হয় তাকে Mutual induction emf বলে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন