পৃষ্ঠাসমূহ

শুক্রবার, ৪ জানুয়ারী, ২০১৯

ক্যাপাসিটর বনাম ড্রাই সেল

ক্যাপাসিটর এর কাজ কি প্রশ্নটি করা হলে সবাই বলবে চার্জ সঞ্চয় করে রাখা। এখন আমার প্রশ্ন যদি ইহা চার্জ সঞ্চয় করে তাহলে আমি কি ইহাকে ব্যাটারীর বিকল্প হিসেবে ব্যবহার করতে পারব? যদি না পারি তাইলে কেন পারা যাবে না?

আমরা সবাই জানি ব্যাটারি (ড্রাই সেল) হল ইলেক্ট্রোকেমিক্যাল সেল। এখানে মূলত ক্যামিকাল রিয়েকশন এর দরুণ পটেলশিয়াল এনার্জি বা বিভব শক্তি উৎপন্ন হয়। তাই ইহার ডিসচার্জিং টাইম অনেক বেশি। তাই লোডকে বেশি সময় ধরে পাওয়ার সঞ্চালন করতে পারে।

কিন্তু ক্যাপাসিটর এ পটেলশিয়াল এনার্জি বা ভোল্টেজ তৈরি হয় ডাইইলেক্ট্রিক ফিল্ড তৈরি হওয়ার মাধ্যমে। আর ডিসচার্জিং টাইম (RC) ও অনেক কম। তাই এর মাধ্যমে লোড পরিচালনা সম্ভবপর নয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন