পৃষ্ঠাসমূহ

শনিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১৯

আবেশ মোটর কাকে বলে

আবেশ মোটর কাকে বলে ?

আবেশ মোটর বা ইনডাকশন মোটর : পরিবর্তী তড়িৎ প্রবাহ দ্বারা চালিত এক প্রকার বৈদ্যুতিক মোটর। এই মোটরের রোটরে তড়িচ্চুম্বকীয় আবেশের মাধ্যমে শক্তি সরবরাহ করা হয় বলে এর নাম আবেশ মোটর দেয়া হয়েছে। এর কোন ব্রাশ নেই এবং এটি বেশ শক্তিশালী মোটর বলে শিল্প-কারখানায় আবেশ মোটরের, বিশেষ করে পলিফেজ আবেশ মোটরের, বহুল ব্যবহার রয়েছে। পরিবর্তী কম্পাঙ্ক চালকের (variable frequency drive) সাহায্যে আবেশ মোটরের গতি সহজেই নিয়ন্ত্রণ করা যায়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন