পৃষ্ঠাসমূহ

সোমবার, ২৫ মার্চ, ২০১৯

ইন্টারলক কাকে বলে

সংক্ষেপে বললে একটি নিদৃষ্ট সময় পর পর  অভ্যন্তরীণ স্য়ংক্রিয় বা ম্যানুয়াল পদ্ধতিতে সার্কিটের কোন একটি নিদৃষ্ট অংশকে বন্ধ করে অপর একটি অংশ চালু  হয়! আর এইভাবে ক্রমাগত চালু / বন্ধ, বন্ধ /চালু হয় যে পদ্ধতিতে তাহাকেই ইন্টারলক বা রিভার্স - ফরোয়ার্ড বলে!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন