পৃষ্ঠাসমূহ

বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০১৯

Motor কে পুরে যাওয়ার হাত থেকে রক্ষা করার জন্য Star Delta করা হয়। কিন্তু প্রশ্ন হলো DOL কেন করা হয় ?

৫ কিলোওয়াটের উপরের মোটরের জন্য স্টার ডেলটা ব্যবহার করা হয়। আর ৫ কিলোওয়াটের কম মোটরের জন্য ডল (DOL=Direct On Line)  সার্কিট ব্যবহার করা হয়।  ৫ কিলোওয়াটের চেয়ে বড় মোটর দিয়ে সাধারনত ভারী কাজ করা হয় তাই এর ফুল পারফরমেন্স পাওয়ার জন্য ডেল্টা কানেকশন করা হয়। ডেল্টা কানেকশনে যেহেতু কারেন্ট বেশি নেয় সেজন্য মোটরের স্টার্টিং এর সময় যেন কয়েল পুড়ে না যায় তাই স্টার কানেকশন করা হয়। পরে মোটর রানিং হয়ে গেলে ডেল্টা কানেকশন করা হয়।
অপরদিকে ৫ কিলোওয়াটের নিচের মোটরগুলো দিয়ে সাধারণত ভারী কাজ করা হয় না। যার কারনে মোটর স্টার্টিং এর সময় কয়েল পুড়ে যাওয়ারও আশংকা কম থাকে। তাই ডল কানেকশন করা হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন