পৃষ্ঠাসমূহ

শনিবার, ২৯ জুন, ২০১৯

ট্রানসমিশন লাইনে হাই ভোল্টেজ প্রেরণ করা হয় কারনঃ


১। লাইন লস কম হয়।
২। লাইনের দক্ষতা বৃদ্ধি পায়।
৩। লাইনের ভোল্টেজ ড্রপ কম হয়।
৪। রেগুলেশন উন্নত হয়।
৫। কম আয়তনের লাইন পরিবাহীর প্রয়োজন হয়।
৬। পাওয়ার ট্রানসমিশন খরচ কম হয়।
৭। লাইন কারেন্টের মান কম হয় ইত্যাদি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন