পৃষ্ঠাসমূহ

মঙ্গলবার, ১৬ জুলাই, ২০১৯

MCCB স্ট্যান্ড ফর মোলডেড কেস সার্কিট ব্রেকার।

MCCB স্ট্যান্ড ফর মোলডেড কেস সার্কিট ব্রেকার।
MCCB সাধারনত সিংগেল,ডাবল, ট্রিপল এবং বিশেষ ক্ষেত্রে ফোর পোল বিশিস্ট হয়ে থাকে।
MCCB’র রেটেড কারেন্ট রেন্জ: 10-2500 Amps মধ্যে হয়।
MCCB’র ইন্টাররুপটিং (ব্রেকিং ক্যাপাসিটি) রেটিং রেন্জ: 10kA- 250kA হয়।
MCCB’র ট্রিপিং বৈশিষ্ট্য গুলি ফিক্সড করা থাকে না, তাই প্রয়োজনে পরিবর্তন বা এডজাস্টমেন্ট করা যায়।
MCCB’র ওভারলোড ট্রিপিংয়ের জন্য থার্মাল অপারেশন এবং তাত্ক্ষণিক (শর্ট সার্কিট) ট্রিপংয়ের জন্য ম্যাগনেটিক অপারেশন সিস্টেম এ্যাকটিভেট হয়ে সার্কিটে সুরক্ষা দিয়ে থাকে।
MCCB উচ্চ ক্ষমতা রেটিং এবং উচ্চ শক্তি সম্পন্ন সার্কিটের জন্য উপযুক্ত, যেখানে স্বাভাবিক কারেন্ট 100 Amps চেয়ে বেশী।
MCCB সাধারনত শুধু বাণিজ্যিক শিল্প কারখানায় ব্যবহৃত হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন