পৃষ্ঠাসমূহ

শনিবার, ২৬ আগস্ট, ২০২৩

ব্রিদার এর কাজ কি?

ব্রিদার কি বা কি ভাবে কাজ করে
উত্তর ১
এর মধ্যে সিলিকা জেল থাকে। ট্রান্সফরমারের ভিতরের তেল যখন গরম হয়ে যায় তখন এই ব্রিদার দিয়ে বাতাস টেনে ভিতরের তেলকে ঠান্ডা করে। বাতাসে থাকা জলীয়বাষ্প যেন তেলের সাথে মিশে না যায় তার জন্য ব্রিদারের ভিতর সিলিকা জেল ব্যবহার করা হয়।
উত্তর ২
ব্রিদার। যখন লোড বে‌ড়ে যায় তখন ট্রান্সফরমা‌রের তে‌ল গরম হয় এবং তে‌লের আয়তন বে‌ড়ে যায় এবং ভেত‌রের বাতাস বাই‌রে আ‌সে। আবার যখন লোড কম থা‌কে তখন তেল ঠান্ডা হয় এবং তে‌লের আয়তন ক‌মে যায় ফ‌লে বাই‌রের বাতাস ভেত‌রে প্র‌বেশ ক‌রে। বাই‌রের বাতাস প্র‌বেশ করার সময় বাতা‌সের জ্বলীয় বাষ্প যা‌তে ভেত‌রে প্র‌বেশ কর‌তে না পা‌রে তার জন্য এটি ব্যবহার করা হয়।
এর ম‌ধ্যে দানাদার জি‌নিস গু‌লো সি‌লিকা‌জেল যা জ্বলীয় বাষ্প‌কে শোষন ক‌রে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন