এই ব্লগটি সন্ধান করুন
অবদানকারী
বুধবার, ২৭ ফেব্রুয়ারী, ২০১৯
মঙ্গলবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১৯
Code No Meaning:
NYA বলতে বুঝায় পিভিসি ইন্সুলেশনযুক্ত সিঙ্গেল কোর ক্যাবল।
NYIFY বলতে বুঝায় পিভিসি ইন্সুলেশনযুক্ত সিঙ্গেল এবং পিভিসি শীথেডযুক্ত চেপ্টা ক্যাবল।
NYMT বলতে বুঝায় পিভিসি ইন্সুলেশনযুক্ত এবং পিভিসি শীথেডযুক্ত ক্যাবল যার মধ্যে স্টীল তারের সাপটিং থাকে।
NYY বলতে বুঝায় পিভিসি ইন্সুলেশনযুক্ত এবং পিভিসি শীথেডযুক্ত ক্যাবল ।
BYA বলতে বুঝায় পিভিসি ইন্সুলেশনযুক্ত এবং নন শীথেডযুক্ত সিঙ্গেল কোর ক্যাবল।
BYFY বলতে বুঝায় পিভিসি ইন্সুলেশনযুক্ত এবং পিভিসি শীথেডযুক্ত চেপ্টা ক্যাবল।
IYAL বলতে বুঝায় পিভিসি ইন্সুলেশনযুক্ত নন শীথেড সিঙ্গেল কোর ক্যাবল।
IYYL বলতে বুঝায় পিভিসি ইন্সুলেশনযুক্ত এবং পিভিসি সিঙ্গেল কোর ক্যাবল।
IYFL বলতে বুঝায় পিভিসি ইন্সুলেশনযুক্ত এবং পিভিসি শীথেডযুক্ত চেপ্টা ক্যাবল।
শনিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১৯
আবেশ মোটর কাকে বলে ?
আবেশ মোটর বা ইনডাকশন মোটর : পরিবর্তী তড়িৎ প্রবাহ দ্বারা চালিত এক প্রকার বৈদ্যুতিক মোটর। এই মোটরের রোটরে তড়িচ্চুম্বকীয় আবেশের মাধ্যমে শক্তি সরবরাহ করা হয় বলে এর নাম আবেশ মোটর দেয়া হয়েছে। এর কোন ব্রাশ নেই এবং এটি বেশ শক্তিশালী মোটর বলে শিল্প-কারখানায় আবেশ মোটরের, বিশেষ করে পলিফেজ আবেশ মোটরের, বহুল ব্যবহার রয়েছে। পরিবর্তী কম্পাঙ্ক চালকের (variable frequency drive) সাহায্যে আবেশ মোটরের গতি সহজেই নিয়ন্ত্রণ করা যায়।
শুক্রবার, ২২ ফেব্রুয়ারী, ২০১৯
RPM কী?
RPM কী?
What is RPM?
আমরা অনেকেই ভূল করে মেশিনের Speed কে RPM বলে থাকি।
আসলে Speed আর RPM কি এক জিনিস?
কখনোই না।
RPM এর Full meaning হচ্ছে Revolution per minute.
অর্থাৎ প্রতি মিনিটে কোন বস্তুর ঘুর্ণন সংখ্যা।
শুধু সুইডিং, পিচ ফিনিশ এবং ব্রাশ মেশিনের ড্রামের, হাইড্রো এক্সট্রাকটর RPM হিসাব করা হয়।
অপর দিকে,
কোন বস্তু একক সময়ে যে দুরত্ব অতিক্রম করে তাকে দ্রুতি বা Speed বলে।
দ্রুতির একক ms-1
কিন্তু টেক্সটাইলের মেশিন গুলোতে এক মিনিটে অতিক্রান্ত দুরত্ব কে মিটারে প্রকাশ করা হয়।
যেমন m/min.
মেশিনের Main drive Speed 30 m/min থাকলে ১ মিনিটে ৩০ মিটার কাপড় অতিক্রম করবে।
আবার গাড়ীতে ১ ঘন্টার অতিক্রান্ত দুরত্বকে কিলোমিটারে প্রকাশ করা হয়।
যেমন km/hr.
অর্থাৎ Speed এর ক্ষেত্রে সময় Fixed দুরত্ব Available.
মোটকথা
RPM নির্ভর করে যে সব মেশিন এর মেইন ফাংশন টা নির্ভর করে রোলার এর রেভুলোশন এর উপর (ব্রাশ, সুইডিং,পিচ, হাইড্রো এক্সট্রাক্টর, উইন্স রোলার ) আর মেশিন স্পিড নির্ভর করে ফিডিং এবং টেকয়াপ রোলার এর চেইন এর স্পিড এর উপর ( স্টেনটার, কম্পেক্টিং ,ড্রায়ার)
একটি মোটর দুই ধরনের সাপ্লাই ভোল্টেজ দিয়ে চলে
=সিনক্রোনাস মোটর।
১। স্টেটর -এসি
২। রোটর -ডিসি
সিনক্রোনাস মোটরের ঘুর্নন সৃষ্টি হয়
= স্টেটর এবং রোটর টর্কের আন্তঃ ক্রিয়ার ফলে।
অপেন ডেল্টা পদ্ধতির অপর নাম
=ভি-ভি পদ্ধতি।
সব সময় লোড সমান থাকে
=পাওয়ার ট্রানসফরমারে।
রোটর পোল স্টেটর পোল সমান থাকে
=সিনক্রোনাস মোটরে।
মঙ্গলবার, ৫ ফেব্রুয়ারী, ২০১৯
Computer shortcut key
মাইক্রোসফট ওয়ার্ডের সকল কিবোর্ড শর্টকাট
Ctrl + A = সিলেক্ট অল।
Ctrl + B = টেক্সট বোল্ড।
Ctrl + C = কোন কিছু কপি করা।
Ctrl + D = ফন্ট পরিবর্তনের ডায়ালগ বক্স প্রদর্শন করা।
Ctrl + E = সেন্টার এলাইনমেন্ট করা।
Ctrl + F = কোন শব্দ খোঁজা বা প্রতিস্থাপন করা।
Ctrl + G = গো টু কমান্ড।
Ctrl + H = রিপ্লেস কমান্ড।
Ctrl + I = টেক্সট ইটালিক।
Ctrl + J = টেক্সট জাস্টিফাইড এলাইনমেন্ট করা।
Ctrl + K = হাইপারলিংক তৈরী করা।
Ctrl + L = টেক্সট লেফট এলাইনমেন্ট করা।
Ctrl + M = ইনভেন্ট দেয়ার জন্য।
Ctrl + N = নতুন কোন ডকুমেন্ট খোলার জন্য।
Ctrl + O = পূর্বে তৈরী করা কোন ফাইল খোলার জন্য।
Ctrl + P = ডকুমেন্ট প্রিন্ট।
Ctrl + Q = প্যারাগ্রাফের মাঝে স্পেসিং করার জন্য।
Ctrl + R = টেক্সটকে রাইট এলাইনমেন্ট করা।
Ctrl + S = ফাইল সেভ।
Ctrl + T = ইনডেন্ট পরিবর্তন করার জন্য।
Ctrl + U = টেক্সট আন্ডারলাইন।
Ctrl + V = টেক্সট পেষ্ট করার জন্য।
Ctrl + W = ফাইল বন্ধ করার জন্য।
Ctrl + X = ডকুমেন্ট থেকে কিছু কাট্ করার জন্য।
Ctrl + Y = রিপিট করার জন্য।
Ctrl + Z = আন্ডু বা পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা।
Alt+0131= ƒ (টাকা)
Alt+0165= ¥ (ইয়েন)
Alt+0177= ± (যোগবিয়োগ)
Alt+0215= × (গুণ)
Alt+Ctrl+T= ™ (ট্রেডমার্ক)
Alt+ Ctrl+R= ® (রেজিষ্টার্ড)
Alt+0163= £ (লীরা)
Alt+0128= € (পাউন্ড)
Alt+0247= ÷ (ভাগ)
Alt+248/0186= º (ফারেনহাইট)
F1 key ( সাহায্য পাওয়ার জন্য
F2 key (রিনেম বা পুনর্নাম নির্ধারন)
F3 key (সার্চ )
F4 key ( ঠিকানা বা এড্রেস বার দেখা )
F4 key (সক্রিয় তালিকা থেকে আইটেমগুলো দেখা )
F5 key ( রিফ্রেস/ বিদ্যমান উইন্ডো আপডেট করা)
F6 key ( ডেস্কটপ বা বিদ্যমান উইন্ডোর আইটেমগুলোতে ঘুরাফিরা করা)
F10 key (সক্রিয় প্রোগ্রামের মেনু বার সক্রিয় করার জন্য ) Computer key Shortcut-
CTRL+A (একই উন্ডোর সবকিছু একসাথে বাছাই বা সিলেক্ট করার জন্য)
CTRL+C (কপি করুন)
CTRL+X (কাট করুন)
CTRL+V ( পেস্ট করুন )
CTRL+Z (আগের অবস্থায় ফিরে যান)
CTRL+SHIFT (শর্টকাট তৈরি করা)
CTRL+RIGHT ARROW (ইনসার্শন পয়েন্ট কে পরের শব্দে নেয়া)
CTRL+LEFT ARROW ((ইনসার্শন পয়েন্ট কে পূর্বের শব্দে নেয়া)
CTRL+DOWN ARROW (ইনসার্শন পয়েন্ট কে পরের অনুচ্ছেদে নেয়া)
CTRL+UP ARROW ((ইনসার্শন পয়েন্ট কে পূর্বের অনুচ্ছেদের প্রথমে নেয়া)
CTRL+TAB (বিদ্যমান ট্যাবগুলো নড়াচড়া করা)
CTRL+ESC (স্টার্ট মেনুতে ফিরে যাওয়া )
CTRL+SHIFT+TAB (ট্যাবগুলোতে ঘুরাফিরা করার জন্য)
CTRL+SHIFT with any of the arrow keys (টেক্সটকে হাইলাইট করা)
SHIFT+TAB ( অপশনগুলোর পেছনে যাওয়া)
SHIFT with any of the arrow keys ( একই উইন্ডোতে একসাথে অনেকগুলো আইটেমকে বাছাই বা সিলেক্ট করা)
SHIFT+DELETE (বাছাইকৃত উপাদানগুলো permanently মুছে ফেলা)
SHIFT+F10 ( বাছাইকৃত আইটেমগুলোর জন্য শর্টকাট মেনু দেখা
ALT+ENTER ( বাছাইকৃত আইটেম এরপ্রোপার্টিজ দেখা )
ALT+F4 ( চলমান কোন প্রোগ্রাম বা বিদ্যমান উইন্ডো বন্ধ করা )
Mission Iba Mba DUপেইজের সৌজন্যে
ALT+SPACEBAR ( বিদ্যমান উইন্ডোর শর্টকাট ওপেন করা )
ALT+TAB ( চলমান প্রোগ্রামগুলোতে মুভ করা )
ALT+ESC ( চলমান প্রোগ্রামগুলোতে ঘুরাফিরা )
ALT+SPACEBAR ( বিদ্যমান উইন্ডোর জন্য সিস্টেম মেনু )
ALT+Underlined letter in a menu name ( সংশ্লিষ্ট মেনু দেখা )
Dialog Box (কীবোর্ড শর্টকাট)
BACKSPACE ( আগের মেনুতে ফিরে যাওয়া)
ESC ( সম্প্রতিক কাজ শেষ করা )
Accessibility Keyboard Shortcuts
HOME (সক্রিয় উইন্ডোর উপরে যাওয়া)
END ( সক্রিয় উইন্ডোর উপরে যাওয়া)
Windows Logo +U (ইউটিলিটি ম্যানাজার অন করা )
SHIFT five times (স্টিকি কী অন বা অফ করা )
Right SHIFT for eight seconds ( ফিল্টার কী অন বা অফ করা )
Left ALT+left SHIFT+PRINT SCREEN (হাই কন্ট্রাসট অন বা অফ করা )
Left ALT+left SHIFT+NUM LOCK ( মাউস কী অন বা অফ করা )
NUM LOCK for five seconds (টুগল কী অন বা অফ করা )
NUM LOCK+Asterisk sign (*) (নির্বাচিত ফোল্ডারের মধ্যের সব সাব-ফোল্ডার দেখা )
NUM LOCK+Plus sign (+) (নির্বাচিত ফোল্ডারের সকল কন্টেন্ট দেখা )
NUM LOCK+Minus sign (-) (নির্বাচিত ফোল্ডারটি minimize করা
Mission Iba Mba DU
পেইজের সৌজন্যে, একবার ঘুরে আসুন ভাল লাগলে পেইজটি দেখতে পারেন, THANKS
উইন্ডোজ ১০’র কিবোর্ড শর্টকাট
Windows key + A : অ্যাকশন সেন্টার খুলবে।
Windows key + C : করটানা কণ্ঠ নির্দেশনার জন্য তৈরি হবে।
Windows key + I : সেটিংস অ্যাপ্লিকেশন খুলবে।
Windows key + S: করটানা চালু হবে।
Windows key + Tab টাস্ক ভিউ দেখা যাবে।
Windows key + Ctrl + D :নতুন ভার্চুয়াল ডেস্কটপ তৈরি হবে।
Windows key + Ctrl + F4 :চালু থাকা ভার্চুয়াল ডেস্কটপ বন্ধ হবে।
Windows key + Ctrl + left or right arrow : ভার্চুয়াল ডেস্কটপ বদলাবে।
সাধারণ শর্টকাট
Windows key (উইন্ডোজ ৭ ও পরের সংস্করণ) : স্টার্টমেন্যু খুলবে/বন্ধ হবে।
Windows key + X (উইন্ডোজ ৮.১ ও ১০) : স্টার্ট বোতামে ডান কিক করলে যে মেন্যু আসে, তা দেখা যাবে।
Windows key + left or right arrow (উইন্ডোজ ৭ ও পরের সংস্করণ) : চালু থাকা উইন্ডোর ডানে-বাঁয়ের পর্দাজুড়ে দেখা যাবে।
Windows key + E (উইন্ডোজ ৭ ও পরের সংস্করণ) : দ্রুত ফাইল এক্সপ্লোরার চালু করে ফাইলপত্রের কাজ করা যাবে।
Windows key + L (উইন্ডোজ ৭ ও পরের সংস্করণ) : ডেস্কটপ লক করা যাবে।
Alt + PrtScn (উইন্ডোজ ৭ ও পরের সংস্করণ) : চালু থাকা উইন্ডোর স্ক্রিনশট নেওয়া যাবে, কিপবোর্ডে কপি করা যাবে। Windosw key + Print Screen (উইন্ডোজ ৮.১ ও ১০) : ডেস্কটপের পুরো পর্দার ছবি (স্ক্রিনশট) নেওয়া যাবে। এ গুলো জমা হবে Computer Picture screen shots folder
#shovo
রবিবার, ৩ ফেব্রুয়ারী, ২০১৯
জেনে রাখা ভালো....
কাঠা বিঘা একক কানি গন্ডা,পরিমাপ...!!
১ কাঠা = ৭২০ বর্গফুট = ৮০ বর্গগজ
১ কাঠা = ৬৬.৮৯ বর্গমিটার
১ কাঠা = ১.৬৫ শতাংশ
১ কাঠা = ১৬ ছটাক
১ কাঠা = ৩২০ বর্গহাত
২০ কাঠা = ১ বিঘা
৬০ কাঠা = ১ একর
১৪৮২০ কাঠা = ১ বর্গকিলোমিটার
১৪৮.২ কাঠা = ১ হেক্টর
কানি পরিমাপক
১ কানি = ১৭২৮০ বর্গফুট = ১৬১৯ বর্গমিটার = ৪০০০০ বর্গলিংক = ৮০ করা
১ কানি = ৭৬৮০ বর্গহাত = ১৯৩৬ বর্গগজ = ১২০ শতাংশ
১ কানি = ২০ গন্ডা = ৪০ একর
১ কানি = ২০ গন্ডা=৪০০০০ বর্গলিংক
১ কানি = ২৪ কাঠা
বিঘা পরিমাপক
১ বিঘা = ৩৩ শতাংশ = ১ পাকি
১ বিঘা =২০ কাঠা
১ বিঘা = ৬৪০০ বর্গহাত
১ বিঘা = ৩৩০০০ বর্গলিংক
১ বিঘা = ১৬০০ বর্গগজ
১ বিঘা = ১৪৪০০ বর্গফুট = ১৩৩৮ বর্গ মিটার
১ বিঘা = ১৬ গন্ডা ২ করা ২ ক্রান্তি
৩ বিঘা = ১ একর (মোটামুটি) = ১৬০০ বর্গইয়ার্ড
৭৪১ বিঘা=১৪৮২০ কাঠা=১০৬৭০৪০০ বর্গফুট =৯৯১৬৭২ বর্গমিটার= ১বর্গকিলোমিটার=
২৪৭একর
৭.৪১বিঘা=১৪৮.২কাঠা=১০৬৭০৪ বর্গফুট =৯৯১৩ বর্গমিটার=১ হেক্টর=২.৪৭একর
জেনে নিন খতিয়ান, পর্চা, চিটা, দখলনামা, বয়নামা, জমাবন্দি, দাখিলা, হুকুমনামা, জমা খারিজ, মৌজা কি?
পাকি পরিমাপক
১ পাকি = ১ বিঘা = ৩৩ শতাংশ
১ পাকি = ২০ কাঠা = ৩৩ শতাংশ
শতাংশ নির্ণয়ের সুত্র
১.৬৫ শতাংশ = ১ কাঠা = ১৬৫ অযুতাংশ =৭২০ বর্গফুট (মোটামুটি)
১ শতাংশ = ১ শতক = ৪৩৫.৬ বর্গফুট (মোটামুটি)
১ শতাংশ = ১০০ অযুতাংশ = ১০০০ বর্গলিংক
৩৩ শতাংশ = ১ পাকি = ১ বিঘা = ২০ কাঠা
১ শতাংশ =১৯৩.৬ বর্গহাত
২৪৭.১০৫ শতাংশ = ১ আয়ের
একর পরিমাপক
১ একর = ১০ বর্গচেইন = (৬৬*৬৬০) = ৪৩৫৬০ বর্গফুট
১ একর = ১০০ শতক = ৪৩৫৬৯ বর্গফুট
১ একর = ১০০ শতক = ১০০০০০ বর্গলিংক
১ একর = ১৯৩৬০ বর্গহাত
১ একর = ৪৮৪০ বর্গগজ
১ একর = ৪০৪৭ বর্গ মিটার = ০.৬৮০ হেক্টর
৬৪০ একর = ১ বর্গমাইল
১ একর = ৩ বিঘা ৮ ছটাক
১ একর = ৬০.৫ কাঠা
১ একর = ২ কানি ১০ গন্ডা ( ৪০ শতক কানি অনুসারে)
২৪৭ একর = ১ বর্গকিলোমিটার
হেক্টর পরিমাপক
১ হেক্টর=২.৪৭একর
১ হেক্টর = ৭.৪১বিঘা
১ হেক্টর = ১৪৮.২কাঠা
১ হেক্টর = ১০৬৭০৪ বর্গফুট
১ হেক্টর = ১০০০০ বর্গমিটার =৯৯১৩ বর্গমিটার
১ হেক্টর = ১১৯৬০ বর্গগজ
১ হেক্টর = ১.৪৭ একর
১ আয়ের = ২৮.৯ বিঘা
১ হেক্টর = ১৪৭.১০৫ শতক
১ হেক্টর = ৪৭৮৯.৫২৮ বর্গহাত
১ হেক্টর = ১০৭৬৩৯ বর্গফুট
১ হেক্টর = ১১৯৫৯.৮৮২ বর্গগজ
১ হেক্টর = ৭.৪৭৪ বিঘা
১ হেক্টর = ১০০ আয়ের
গন্ডা পরিমাপক
১ গন্ডা = ৪ করা= ৮৬৪ বর্গফুট = ৬ বিঘা
২০ গন্ডা = ১ কানি = ৪০০০০ বর্গলিংক = ১ ছতাক
১ গন্ডা = ৩৮৪ বর্গহাত
১ গন্ডা = ৯৬.৮ বর্গগজ
১ গন্ডা = ৮০.২৫ বর্গমিটার
চেইন পরিমাপক
১ চেইন = ৬৬ ফুট = ১০০ লিংক = ৮৮ হাত
১ চেইন = ২২ গজ = ২০.১২ মিটার = ৭৯২ ইঞ্চি
১০ বর্গচেইন = (৬৬*৬৬০) = ৪৩৫৬০ বর্গফুট= ১ একর
১ বর্গচেইন = ১০০০০০ বর্গলিংক = ১ একর
১০ বর্গচেইন = ১৯৩৬০ বর্গ হাত
করা পরিমাপক
১ করা = ৩ কানি = ২১৬ বর্গফুট
১ করা = ২৪.২ বর্গগজ
১ করা = ২০.০৬ বর্গমিটার
৪ করা= ৮৬৪ বর্গফুট = ১ গন্ডা
১ করা = ৯৬ বর্গহাত
১ কানি = ৭২ বর্গফুট = ২০ তিল
৩.৬ বর্গফুট = ১ তিল
১ করা = ৪ কাক
লিংক পরিমাপক
২০০০ বর্গলিংক = ৪ করা = ১ গণ্ডা
৫০০ বর্গলিংক = ৩ কান্তি = ১ করা
ক্রান্তি তিল পরিমাপক
১ ক্রান্তি = ১৬০.৬৬ বর্গলিংক = ২০ তিল = ৬.৬৮ বর্গ মিটার
৮.৩৩ বর্গলিংক = ১ তিল = ১.৬ বর্গহাত
১ ক্রান্তি = ৩২ বর্গহাত
১ তিল = ০.৩৩৪ বর্গমিটার = ০.৪০ বর্গগজ
১ ক্রান্তি = ২০ তিল = ৮.০৬ বর্গগজ
ধুল পরিমাপক
1 কন্থ = 6 ডন্ট = ৭২ বর্গফুট
1 ধন্ধ = ৭ ধুল = ১২ বর্গফুট
১ ধুল = ৩০ রেনু = ১.৭১ বর্গফুট
১ রেনু = ০.০৫৭ বর্গফুট
৮ হাত নল
12 নল * 10 নল = 120 বর্গনল।
ধন্যবাদ 😊
ভাইবা প্রশ্ন
এই প্রশ্ন গুলি সরকারী,বেসরকারী রিটেন,ভাইভা দেওয়া অনেক বড় ভাই,ছোট ভাই,অনেক গুলি ইইই বই, FB group, Google, Practically……….সংগ্রহ করা ।
আপনাদের মতামতই হতে পারে নতুনদের পথ চলার পাথেয় ।
অনেক অনেক মতামত আশা করছি……………।।
PLC (Programmable Logic Controller)
1. PLC কি?
2. PLC এর কাজ কি?
3. PLC তে কয় ধরনের সিগনাল কাজ করে?
4. PLC এর Input & Output কি কি?
5. Why use PLC?
6. PLC & অটোমেশন এর মধ্যে পার্থক্য কি?
7. PLC এর অপারেটিং সিস্টেম কি?
8. PLC কত ভোল্টেজে কাজ করে?
9. PLC এসিতে নাকি ডিসিতে চলে?
10. PLC তে নিউমেটিক একচুয়েটর কত amp কারেন্টে অপারেট করে ?
11. PLC কোথায় ব্যবহার করা হয়?
12. Difference between PLC & Microcontroller?
13. Advantage & Disadvantage of PLC?
14. What is PLC of electricity?
Power Factor
1. Power Factor?
2. পাওয়ার ফ্যাক্টর কোন ক্ষেত্রে থাকে?
3. পাওয়ার ফ্যাক্টর বেশী হলে ভাল না কম হলে ভাল?
4. পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্টে কেন করি?
5. ডিসি তে কি পাওয়ার ফ্যাক্টর আছে?
6. PFI এর module এ কেন CT ব্যবহার করা হয় ?
7. Power Factor সুবিধা & অসুবিধা সমূহ কি কি ?
8. কি কি বিষয়ের উপর Factor Power নিরভর করে ?
9. What the meaning about Power Factor leading and lagging?
10 Power Factor negative হয় কখন?
11. Why do need Power factor correction?
12. পাওয়ার ফ্যাক্টর 0.78 বলতে কি বুঝব? Why do need Power factor correction?
13. PFI এ Inductor bank use করে না কেন?
14. ক্যাপাসিটর ব্যাংক কিভাবে তৈরি করা হয়?
15. Relation between Apparent power, Real power & Reactive power?
16. অর্থনৈতিক পাওয়ার ফ্যাক্টর কাকে বলে?
TRANSFORMER
1. Why transformer is rated in KVA?
2. Condition of parallel operation of transformer?
3. Transformer এর কাজ কি ?
4. Transformer এর Efficiency কত ?
5. % Impedance কি ?
6. Why used transformer input Delta & output Star?
7. Why open circuit test is performed on transformer?
8. Why short circuit test is performed on transformer?
9. What is Instrument transformer?
10. How much secondary voltage of PT?
11. How much ratio of CT?
12. What are the no load and full load losses of transformer?
13. Transformer এর মধ্যে কী কী থাকে?
14. ব্রীদার কী? কীভাবে কাজ করে?
15. Conservator tank কী?
16. বুকল্স রিলে কি ?
17. ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমারের সেকেন্ডারি সাইডে কি ডিভাইস ব্যাবহার করা হয়?
18. জেনারেশন থেকে ১১ কেভি উৎপাদন করে আমরা 33kv করে পাঠাচ্ছি কেন?
19. ট্র্যান্সফরমারের কপার লস্ কিসের উপর নির্ভর করে?
20. সিলিকা জেলের কাজ কি?
21. ট্র্যান্সফরমাওে মিউচুয়াল ফ্লাক্স কী সৃষ্টি করে?
22. একটি step down transformer এর HT সাইটে অর্থাৎ Delta connection এ হঠাৎ একটি phase missing করলে কি হবে ?
23. কোন ট্রান্সফরমারের কেবল মাত্র একটি কয়েল থাকে ?
24. ট্রান্সফরমার হামিং কি ?
25. ট্রান্সফরমার গরম হওয়ার কারন কি ?
MOTOR
1. Difference between Induction motor & Synchronous motor?
2. Induction motor এ starter লাগে অথচ Synchronous motor এ starter লাগে না কেন ?
3. What is the principle of motor?
4. What is meant by armature reaction?
5. Why is the starting current high in a DC motor?
6. সিঙ্গেল ফেজ মেটর বা ফ্যান চালু করতে ক্যাপাসিটর ব্যবহার করা হয় কেন ?
7. তিন ফেজ মোটর উল্টা ঘুরতেছে, কিভাবে ঠিক করবে ?
8. কি কি কারনে পাম্প মোটর স্টার্ট নেয় না ?
9. রোটর কিভাবে বা কেন ঘোরে ?
10. কোন মোটর এসি এবং ডিসি উভয় সাপ্লাই এ চলে ?
11. টর্ক কি?
12. ইন্ডকানশন মোটরে স্টেটরের প্রয়োজন হয় কেন ?
13. Starter motor start দেওয়া ছাড়া আর কি কি কাজ করে?
14. একটি ১০ হর্স পাওয়ারের মোটর দ্বারা ১০ হর্স পাওয়ারের জেনারেটর ঘুরিয়ে তাহা হতে ১০ হর্স পাওয়ার জেনারেশন পাওয়া যাবে কি?
15. স্টার ডেল্টা কানেকশন কেন করা হয় ?
16. স্টার টু ডেল্টা" কানেকশন কেন করা হয়?
17. Difference between Star & Delta connection?
18. কয়েক প্রকারের DC Motor ব্যবহার লিখ ?
GENERATOR & ALTERNATOR
1. Why sync. Generator are used for production of electricity?
2. Difference between Alternator & Generator?
3. Condition of parallel operation of DC Generator?
4. জেনারেটরের উৎপাদিত EMF এর পরিমান কি কি বিষয়ের উপর নির্ভর করে ?
5. একটি ডিসি জেনারেটর পূর্ণ স্পিডে ঘুরতেছে কিন্তু ভোল্টেজ উৎপন্ন হইতেছে না- কারন কি?
6. Generator এ Excitation দেওয়া হয় কেন ?
7. Difference between Synchronous & asynchronous Generator?
8. Five type of generator fault & protection?
9. কি কি দ্বারা ডিসি জেনারেটর সার্কিট গঠিত ?
10. Condition of parallel operation of Alternator?
11. অল্টারনেটরের সিনক্রনাইজিং শর্ত কি কি?
ELECTRONICS
1. NC ও NO contact কি?
2. IGBT?
3. Inverter?
4. VFD কি? কোথায় ব্যবহার করা হয় ?
5. কি কি কারনে Inverter এ Over Current Signal আসে ?
6. Breaking Resistor এর কাজ কি?
7. Inverter এ কি কি Fault হয় ?
8. IDMT Relay?
9. What is Timer ?
10. What is AVR?
11. Chopper কি ?
12. Load cell এর কাজ কি?
13 Seam detector Input output কি ?
14 Angle Sensor এর কাজ কি?
15. Proximity Sensor এর কাজ কি?
16. Pressure Transducer?
17. What is Rectifier? Full wave, half wave, Bridge rectifier?
18. ACSR cable?
19. Write down the characteristics of an ideal Op-Amp?
20. What is RTD?
21. VDR কি?
22. ট্রায়াক কি?
23. ট্রানজিয়েট কি
24. অটোমেশন কি?
25. Encoder কি?
26. Decoder কি?
27. Thermistor এর কাজ কি?
28. What is Thyristor? What are the advantages of speed control using thyrister?
29. ইন্টারলক কাকে বলে? ইন্টারলক কেন করা হয়?
30. CMOS, UJT, FET & MOSFET এর পূর্ণ নাম লিখ?
31. Difference between Transducer & MOSFET?
32. What is the difference between MCB & MCCB, Where it can be used?
33. Difference between Relay & Magnetic contractor?
34. Magnetic contactor এর কয়েলে কত পাওয়ার দেয়া হয়?
35. Difference between BJT and MOSFET?
36. সেনসর ও ট্রান্সডিউসারের মধ্যে পার্থক্য কি?
37. PNP এবং NPN Sensor এর পার্থক্য কি?
POWER SYSTEM (Transmission & Distribution) & SUBSTATION
1. Write down the voltage in Bangladesh?
2. প্রাইমারি ট্রান্সমিশন কি?
3. সেকেন্ডারি ট্রান্সমিশন কি?
4. বাংলাদেশে প্রাইমারি ডিস্ট্রিবিউশন ভোল্টেজ কত?
5. সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন কি?
6. ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন এর জন্য সর্বাপেক্ষা ভাল পদ্ধতি কি ?
7. এখন পর্যন্ত বাংলাদেশে সর্বচ্চো ট্রান্সমিশন ভোল্টেজ কত?
8. ফিডার কি?
9. ডিস্ট্রিবিউটর ও ফিডার এর মাঝে পার্থক্য কি?
10. উচ্চ ভোল্টেজ পাওয়ার ট্রান্সমিশনের সুবিধা কি?
11. ফ্রিকুয়েন্সি উঠানামার শতকরা হার কত?
12. ডিস্ট্রিবিউটরের গ্রহণযোগ্য সর্বোচ্চ ভোল্টেজ ড্রপের হার কত?
13. সিস্টেম লস কি?
14. ট্রান্সমিশন লাইন আর্থ করা হয় কেন?
15. ওভার হেড লাইনের জন্য সাধারণত কি কি কন্ডাকটর ব্যবহার করা হয়?
16. ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন লাইনের জন্য কপার অপেক্ষা A.C.S.R তার ব্যবহার করা হয় কেন?
17. গার্ড ওয়্যার কি ?
18. Symmetrical fault & unsymmetrical fault?
19. What is leakage current? What it is effects?
20. ইন্সুলেশন রেজিস্ট্যান্স কি মিটার দ্বারা মাপা হয় ?
21. জেনারেশন থেকে ১১ কেভি উৎপাদন করে আমরা 33kv করে পাঠাচ্ছি কেন?
22. Where the lighting arrestor should be placed in distribution lines?
23. সাবস্টেশনে ডিসি পাওয়ার কি কাজে লাগে?
24. আর্থ রেজিস্ট্যান্স কি ভাবে মাপা হয় ?
25. আর্থিং রেজিস্ট্যান্স কত হওয়া বান্ছনীয় ?
26. সাব-স্টেশনে ব্যবহৃত সর্বোচ্চ রেজিস্ট্যান্স কত?
27. আইসোলেটর কি?
28. আইসোলেটর কোথায় ব্যবহার করা হয়?
29. What is ACSR cable?
30. Write down some equipment of 132kv substation?
POWER PLANT
SL No. Index Page
1. Bangladesh এর কোথায় Nuclear Power Station আছে ? Capacity কত ?
2. Nuclear Power Station এর মুল সমস্যা কি ?
3. Nuclear Power Station এ কি ধরনের Reaction হয় ?
4. ফিশান ও ফিউশন কি ?
5. কোল জেনারেশন পাওয়ার প্লান্টে কিভাবে কয়লা থেকে বিদ্যুৎ উৎপন্ন করা হয়?Steam Power Station কি কি থাকে ?
6. Steam turbine power plant কোন cycle এ চলে ?
7. Steam turbine power plant এর Input কোন ধরনের Energy & Output কোন ধরনের Energy ?
8. Gas turbine power plant কোন cycle এ চলে ?
9. Bangladesh এর কোথায় Hydroelectric Power Station আছে ? Capacity কত ?
10. Combine Cycle কি ?
11. Combine Cycle এর operation কি?
12. Economizer এর কাজ কি ?
Electromechanical Engineering
1. রেফ্রিজারেশন সাইকেল কি?
2. কম্প্রেসার মোটরের কাজ কি?
3. ইভাপোরেটরের কাজ কি?
4. কন্ডেন্সারের কাজ কি?
5. ড্রায়ার বা স্টেইনারের কাজ কি?
6. হিট এক্সচেঞ্জারের কাজ কি?
7. কুলিং টাওয়ারের কাজ কি?
8. এক্সপানশন ভাল্ভ এর কাজ কি?
9. AHU এর কাজ কি?
10. ডাক্ট লাইনের কাজ কি?
11. ডাক্ট লাইনে কেন ইন্সুলেশন ব্যবহার করা হয় কি?
12. ওয়াটার কুলিং সিস্টেমে কন্ডেনসারের কার্যপ্রণালী কি?
Machine এর Practicall কিছু Problem
1. একটি Stenter m/c এ কোন signal নাই but Running হচ্ছেনা problem কি?
2. Dyeing m/c winch কিছুক্ষণ পরপর off হচ্ছে এবং কিছুক্ষণ পরপর running হচ্ছে problem কি?
3. হঠাৎ m/c এর একটি Temperature down হয়ে গেলে কি করা হয়?
4. Machine এর belt side হয়ে যাওয়ার কারণ কি?
5. Condition of Main pump Running for Dyeing machine?
6. Winch motor কখন Running হয়?