IPS এর রেটিং যে কারনে VA তে দেয়া হয়।
ধরি, একটি IPS এর রেটিং 650VA
এখন লক্ষ করি,
VA= Voltage*Ampere
Watt=Voltage*Ampere*P.F
IPS কম্পানি তো জানেনা যে আমি কত পাওয়ার ফ্যাক্টর এ উক্ত IPS টি ব্যবহার করবো বা আমার পাওয়ার ফ্যাক্টর কত।
তাই তারা IPS এর রেটিং VA তে দিয়ে থাকেন।
ধরি,আমার পাওয়ার ফ্যাক্টর আছে 0.8
ফর্মুলা হতে, Watt=Volt*Ampere*P.F
Watt=VA*P.F
Watt=650*0.8=520
অতএব, P=520watt
উক্ত IPS টি 520 watt পর্যন্ত Load নিতে পারবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন