পৃষ্ঠাসমূহ

এই ব্লগটি সন্ধান করুন

Follow Us @soratemplates

এই ব্লগটি সন্ধান করুন

অবদানকারী

বৃহস্পতিবার, ১১ অক্টোবর, ২০১৮

ভেরিয়েবল লোড

ভেরিয়েবল লোড?

- সাধারনত  গ্রাহকদের একেক সময় একেক মানের বৈদ্যুতিক শক্তির প্রয়োজন হয়। প্রয়োজন অনুসারে বৈদ্যুতিক শক্তির পরিমান ভিন্ন হয়। গ্রাহকদের অনিশিচত চাহিদার কারনে বিদুৎ কেনদ্রের লোড একেক সময় একেক রকম হয়।আর এই লোডের স্থির না থাকাকে ভেরিয়েবল লোড বলে।

এর প্রভাব -

১। অতিরিক্ত সরনজঞাম এর প্রয়োজন হয়।

২। পাওয়ার স্টেশনের সব ধরনের ইনসট্রুমেনট বেড়ে যায়।

৩। কাঁচা মাল যেমন - কয়লা, এয়ার,ডিজেল,পানি অথবা যে কোন ফুয়েলের পরিমান বেশি দরকার হয়।

৪। অনেক সময় অতিরিক্ত  পার্টস ইনস্টল করার প্রয়োজন পড়ে।

৫। বিদুৎ উৎপাদন খরচ বেড়ে যায়।

৬। ভেরিয়েবল লোডের কারনে বৈদ্যুতিক প্লানটের প্রতি কিলোওয়াট এর উৎপাদন খরচ বেড়ে যায়।

৭। উৎপাদন খরচ বেড়ে যাওয়ার কারনে গ্রাহকদের কাছ থেকে নেওয়া বিলের রেট বেড়ে যেতে পারে।

৮।  লোডের ভেরিয়েশন থাকার কারনে অনেক সময় যনত্রপাতির উপড়ে পড়ে যায় যার কারনে যনত্রপাতি নস্ট হবার সম্ভাবনা থাকে।
@ engr ak azad

কোন মন্তব্য নেই: