পৃষ্ঠাসমূহ

এই ব্লগটি সন্ধান করুন

Follow Us @soratemplates

এই ব্লগটি সন্ধান করুন

অবদানকারী

শুক্রবার, ২ নভেম্বর, ২০১৮

সাধারন নলেজ

সাধারন নলেজ -

১। হারমোনিক কারেন্ট উৎপত্তি হয়?
=করোনা ইফেক্টের জন্য।

২। বাংলাদেশে সিস্টেম লস গড়ে?
=৪০%।

৩। সিস্টেম লসের জন্য বার্ষিক আনুমানিক লোকসান?
=৮৮০ কোটি টাকা।

৪। সিনক্রোনাস মোটর নিজে চালু হতে পারে না
কারন-
ক।স্টার্টিং টর্ক কার্যত শুন্য।
খ।স্লিপ বা স্পিড রেগুলেশন শুন্য।

৫। অলটারনেটরে(AC) সর্বোচচ ভোল্টেজ উৎপন্ন হয়
= ৩৮.২ KV।

৬। ডিসি জেনারেটরে সর্বোচচ ভোল্টেজ উৎপন্ন হয়
=১.৫ KV।

৭। টার্বো জেনারেটরের গতি
=১৫০০- ৩০০০ RPM হতে পারে।

৮। টার্বো জেনারেটরের পোল থাকে
= ২টি।

৯। আয়রন লস নির্ভর করে
=ভোল্টেজ  এবং ফ্রিকুয়েনসির উপর।

১০। ট্রানসমিশন লাইনে হঠাৎ করে ভোল্টেজ বেড়ে যায়
=লোড পাওয়ার কমে গেলে।

কোন মন্তব্য নেই: