আজ জানব কিভাবে star connection দিয়ে অতিরিক্ত কারেন্ট অবদমন করা যায়????
একটি ডিভাইস ডেল্টা কানেকশন এ যে পরিমাণ কারেন্ট draw করে তার তুলনায় অনেক কম পরিমাণ কারেন্ট নেয় স্টার কানেকশন এ। এই জন্যই ইন্ড্রাস্ট্রিতে মোটর কে স্টার ডেল্টা কানেকশন দিয়ে চালু করা হয়।
ধরলাম, আমার কাছে 15 KW এর একটা মোটর আছে। আমি এতে 400 volt supply দিব।
এখন এই শর্তে আমি আপনাদের স্টার কানেকশন & ডেল্টা কানেকশন এ কি পরিমাণ কারেন্ট নিবে সেটা হিসেব করে দেখাব।
ধরলাম শুরুতে স্টার কানেকশন দেয়া হল।
আমরা জানি, স্টার কানেকশন এর ক্ষেত্রে লাইন ভোল্টেজ ফেইজ ভোল্টেজ এর 1.732 গুণ
তাহলে, লাইন ভোল্টেজ VL = 1.732 x 220 = 400 volt (approx)
এবার তাহলে, লোড কারেন্ট
IL = 15000/(1.732 x 400 x 0.8) = 27 Amps
এবার যদি এটাতে ডেল্টায় কানেকশন দেয়া হয় তাইলে লাইন ভোল্টেজ ফেইজ ভোল্টেজ এর ই সমান হবে।
অর্থাৎ, VL = Vp = 400 volt
এক্ষেত্রে লোড কারেন্ট IL = 15000/(400 x 0.8) = 46 Amps.
অর্থাৎ, দেখা যাচ্ছে ডেল্টা কানেকশন এ মোটর টি স্টার এর তুলনায় 1.7 গুণ বেশি কারেন্ট নিচ্ছে।
আর এই জন্যই মোটর চালু হবার সময় স্টার কানেকশন দেয়া হয়। কিছু সময় পরে ডেল্টা করা হয়। সেসব কথা বিস্তারিতভাবে star delta, DOL starter নিয়ে আলোচনার সময় বলা হবে অন্যদিন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন