পৃষ্ঠাসমূহ

এই ব্লগটি সন্ধান করুন

Follow Us @soratemplates

এই ব্লগটি সন্ধান করুন

অবদানকারী

বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২২

এস এস আর বা সলিড স্টেট রিলে

ssr / solid state relay

কোনো কোনো industry তে দেখা যায় মেগনেটিক কন্ডাকটর বা রিলের পরিবর্তে সলিড স্টেট রিলে ব্যবহার করা হয়।
আমার জানার বিষয় হলো কেনো মেগনেটিক কন্ডাকটর বা রিলের পরিবর্তে সলিট স্টেট রিলে ব্যবহার করা হয়।🤔🤔
এগুলো বেশির ভাগ ক্ষেত্রে উচ্চ কারেন্ট নেয় এমন হিটার কয়েল সার্কিটে ব্যবহার হয়।
কারন এসব হিটার উচ্চ কারেন্ট খরচ করে তাই ইলেকট্রনিক রিলে ব্যবহার করলে পুড়ে যাবে।
ম্যাগনেটিক কন্টাকটর ইউস করা হয় না কারন এই রিলে গুলো খুব সামান্য সময়ের ব্যবধানে অন অফ হয় যার ফলে কন্টাকটর বার বার অন অফ হলে কয়েলের লাইফ টাইম কমে যাবে।
তাই এসএসআর ব্যবহার করা হয়

কোন মন্তব্য নেই: