RSC/Accord স্টান্ডার্ড অনুযায়ী একটি সাব-ষ্টেশনে যে সব বিষয় গুলো নিয়ে কাজ করতে হয়,,
-- ট্রান্সফরমার কে সাবষ্টেশন এর যে জায়গায় ইনস্টলেশন করবেন, তা দেয়াল হতে মিনিমাম ১মিটার দূরে বসাতে হবে।
--ট্রান্সফরমার কে বেস্টনির মধ্যে রাখতে হবে।
--ট্রান্সফরমার এর বডি হতে ২ টি,এবং LT side এর নিউট্রাল পয়েন্ট হতে একটি আর্থিং টানতে হবে,এবং সেটি ১২০ ফুট কপার এর তারের মাধ্যমে পিট করে মাঠিতে প্রেরণ করতে হবে।
--অবশ্যই তা ১ ওহম এর নিচে হতে হবে।
--HT, LT এবং PFI এর জন্য ১২০ ফুট এর আলাদা আলাদা করে আর্থিং পিট বসাতে হবে।
--সাবষ্টেশন ক্যাবল ইনস্টলেশন করার জন্য যে ট্রে/ লেডার ব্যবহার করা হয়,তাতে আর্থিং সংযোগ করতে হবে।
--সাবষ্টেশন রুমে ভেন্টিলেটর ও এডজাস্ট ফ্যান ব্যবহার করতে হবে।
--ফায়ার সেফটির জন্য সকল ইকুপমেন্ট রাখতে হবে এবং ফাস্ট এইডের জন্য আর্টিফিশিয়াল নির্দেশনা লাগাতে হবে।
--সাবষ্টেশন এর ক্যাপাসিটি অনুযায়ী সঠিক মানের সিটি/পিটি ব্যবহার করতে হবে।
-- SLD থাকতে হবে।
--এবং একটি নিদিষ্ট সময় পর ট্রান্সফার এর ওয়েল টেস্ট রিপোর্ট, ক্যাবল এর ইন্সুলেশন টেস্ট রিপোর্ট, ব্যবহৃত সকল সার্কিট ব্রেকারের থার্মাল ইমেজার টেস্ট রিপোর্ট করতে হবে।
পর্যায়ক্রমে ইন্ডাস্ট্রির অন্যন্য বিষয়ের উপর আলোচনা করা হবে।
এই ব্লগটি সন্ধান করুন
অবদানকারী
মঙ্গলবার, ৭ জুন, ২০২২
RSC / Accord স্টান্ডার্ড সাব স্টেশন এর নিয়মাবলী
by
Engineering Learning
on
১:০৩ AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন