ফেজ ভোল্টেজ যদি হয় 220V, তাহলে লাইন ভোল্টেজ 440V এমনটা কখনোই হবে না
আমরা জানি লাইন টু লাইন= লাইন ভোল্টেজ
লাইন টু নিউট্রাল বা ফেজ টু নিউট্রাল=ফেজ ভোল্টেজ
প্রশ্ন: লাইন ভোল্টেজ যদি হয় 440V তাহলে ফেজ ভোল্টেজ কত?
সূত্র :আমরা জানি লাইন ভোল্টেজ দিয়ে ফেজ ভোল্টেজ বের করতে হলে লাইন ভোল্টেজকে রুট থ্রি দ্বারা ভাগ করতে হয়
যেমন 440÷ √3=254V
উঃ 254V
প্রশ্ন :ফেজ ভোল্টেজ যদি 220V হয় তাহলে লাইন ভোল্টেজ কত?
সূত্র :আমরা জানি ফেজ ভোল্টেজ দিয়ে লাইন ভোল্টেজ বের করতে চাইলে ফেজ ভোল্টেজকে রুট থ্রি দ্বারা গুণ করতে হয়
ফেজ ভোল্টেজ 220V
তাহলে 220*√3=381V
উঃ 381V
আশা করি আমার মত যারা একটু কম বুঝেন তাদের জন্য সহজ হবে
আবার আমার লেখা যদি কোন ভুল হয় তাও আপনারা সংশোধন করে দিতে পারেন অসুবিধা নেই
সবাইকে ধন্যবাদ
এই ব্লগটি সন্ধান করুন
অবদানকারী
রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২
সিঙ্গেল ফেজে যদি ২২০ ভোল্ট হয়, থ্রি ফেজে ৪৪০ভোল্ট কিভাবে হয়?
by
Engineering Learning
on
৪:০৪ AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন