১/ 1 HP সমান কত ওয়াট?
উত্তরঃ ১ HP = 746 watt
২/ 3-ফেজে এক Hp সমান কত এম্পিয়ার?
উত্তরঃ 1 HP লোড ১.৫ অ্যাম্পিয়ার কারেন্ট নেয়।
৩/ KVA এর অর্থ কি?
উত্তরঃ KVA=Kilo volt ampere. এটি হলো এপারেন্ট পাওয়ার।
৪/ RPM এর অর্থ কি?
উত্তরঃ RPM=Revolution per minute.প্রতি মিনিটে ঘূর্ণন সংখ্যা
৫/মোটরের কাজ কি?
উত্তরঃ মোটরের কাজ বিদ্যুৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রুপান্তর করা।
৬/জেনারেটর এর কাজ কি?
উত্তরঃ জেনারেটর যান্ত্রিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রুপান্তর করে
৭/ ম্যাগনেটিক কন্ডাকটর কি?
উত্তরঃম্যাগনেটিক কন্টাকটর এক ধরনের সুইচিং ডিভাইস যা থ্রি ফেজ পাওয়ার নিয়ন্ত্রণে ব্যবহৃত হয়।
৮/একটি বাতি কে দুই জায়গা থেকে নিয়ন্ত্রণ করতে হলে কি সুইচ লাগবে?
উত্তরঃ টু ওয়ে সুইচ বা SPDT সুইচ লাগবে
৯/ফিডার লাইন কি?
উত্তরঃ ফিডার লাইন হলো কোন আবাসিক এলাকা বা শিল্প এলাকায় বিদ্যুৎ সরবরাহের জন্য উচ্চ চাপের সাবস্টেশন হতে লোড সেন্টার পর্যন্ত আন ট্যাপড ট্রান্সমিশন লাইন।
সোজা কথায় ফিডার লাইন হলো গ্রাহক যে লাইন থেকে কারেন্ট পায়।এটা মুলত ডিস্ট্রিবিউশন লাইন।
১০/মটোর এর রি উইন্ডিং তারের নাম কি?
উত্তরঃমোটর ওয়াইন্ডিং তারের নাম সুপার এনামেল ওয়ার।
https://www.blogger.com/blog/post/edit/3358447443940137609/5636761073779039182
.............................................................
এই ব্লগটি সন্ধান করুন
অবদানকারী
শুক্রবার, ১ মার্চ, ২০২৪
ইলেকট্রিক্যাল ভাইবা প্রশ্ন
by
Engineering Learning
on
৮:১৭ AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন