পৃষ্ঠাসমূহ

এই ব্লগটি সন্ধান করুন

Follow Us @soratemplates

এই ব্লগটি সন্ধান করুন

অবদানকারী

মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪

Modbus communication এবং Profibus communication এর পার্থক্য কি ? এগুলো কোথায় ব্যবহৃত হয় ?

১:৩৪ AM 0 Comments

Modbus communication

Modbus হচ্ছে কমিউনিকেশন প্রটোকল।
Difference between Modebus and Profibus communication.
এটি অটোমশন শিল্পের কমিউনিকেশনের ক্ষেত্রে প্রাচীনতম এবং বহুল ব্যবহৃত প্রোটোকল গুলোর মধ্যে একটি। এটি ১৯৭৯ সালে মডিকন বর্তমানে স্নাইডার ইলেকট্রিক কোম্পানি যা পিএলসি প্রোগ্রামিং এর ক্ষেত্রে তৈরি করেছিল। Modebus communication মাস্টার স্ল্যাব আর্কিটেকচার এর উপর ভিত্তি করে কাজ করে যেখানে মাস্টার ডিভাইস ডাটা কমিউনিকেশনের লক্ষ্যে রিকোয়েস্ট প্রেরণ করে এবং স্ল্যাব ডিভাইস গুলো এতে রেসপন্স করে ডাটা সেন্ড করে। এই ধরনের কমিউনিকেশন প্রটোকল সিরিয়াল এবং ইথারনেট নেটওয়ার্ক এর মাধ্যমেও কাজ করতে পারে যেমন Modebus RTU, Modebus ASCII, Modebus TCP ইত্যাদি। Modebus বাস কমিউনিকেশনের কিছু বৈশিষ্ট্য হচ্ছে এটি ব্যবহার করা সহজ তবে কম গতি সম্পন্ন ডাটা প্রসেসিং এবং নিরাপত্তার অভাব।

Profibus:

Profibus অটোমেশন শিল্পী আরেকটি জনপ্রিয় প্রটোকল যাহা ১৯৮৯ সালে কিছু জার্মান কোম্পানি মিলে তৈরি করেছিল। Profibus এর full form হচ্ছে Process Field Bus যাহা উচ্চগতির যোগাযোগ সম্পন্ন করার জন্য ডিজাইন করা হয়েছে। Profibus এর দুটি প্রধান ভার্সন হচ্ছে Profibus DP (Decentralized Peripherals) and Profibus PA (Process Automation). Profibus DP. Profibus Modebus এর তুলনায় দ্রুত গতিতে ডাটা আদান প্রদান করতে পারে তবে এটি ব্যবহার সহজলভ্য নয় বা এটি কনফিগারেশন করাটা একটু জটিল। এই হচ্ছে Modebus এবং Profibus কমিউনিকেশনের মধ্যে সংক্ষিপ্ত তুলনামূলক পার্থক্য ডিজাইন লেভেলে আরো অনেক পার্থক্য করা যায় তবে সেটি এখানে লিখে বোঝানো সম্ভব নয়। যদি কিছু ভুল লিখে থাকি সংশোধন করার জন্য বিনীত অনুরোধ থাকলো।