Modbus communication
Modbus হচ্ছে কমিউনিকেশন প্রটোকল।Difference between Modebus and Profibus communication. এটি অটোমশন শিল্পের কমিউনিকেশনের ক্ষেত্রে প্রাচীনতম এবং বহুল ব্যবহৃত প্রোটোকল গুলোর মধ্যে একটি। এটি ১৯৭৯ সালে মডিকন বর্তমানে স্নাইডার ইলেকট্রিক কোম্পানি যা পিএলসি প্রোগ্রামিং এর ক্ষেত্রে তৈরি করেছিল। Modebus communication মাস্টার স্ল্যাব আর্কিটেকচার এর উপর ভিত্তি করে কাজ করে যেখানে মাস্টার ডিভাইস ডাটা কমিউনিকেশনের লক্ষ্যে রিকোয়েস্ট প্রেরণ করে এবং স্ল্যাব ডিভাইস গুলো এতে রেসপন্স করে ডাটা সেন্ড করে। এই ধরনের কমিউনিকেশন প্রটোকল সিরিয়াল এবং ইথারনেট নেটওয়ার্ক এর মাধ্যমেও কাজ করতে পারে যেমন Modebus RTU, Modebus ASCII, Modebus TCP ইত্যাদি। Modebus বাস কমিউনিকেশনের কিছু বৈশিষ্ট্য হচ্ছে এটি ব্যবহার করা সহজ তবে কম গতি সম্পন্ন ডাটা প্রসেসিং এবং নিরাপত্তার অভাব।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন