পৃষ্ঠাসমূহ

এই ব্লগটি সন্ধান করুন

Follow Us @soratemplates

এই ব্লগটি সন্ধান করুন

অবদানকারী

বৃহস্পতিবার, ৯ আগস্ট, ২০১৮

পাওয়ার ফ্যাক্টর কেন ১ এর বেশি নয়? হয় ১ বা তার কম?

উত্তর: এ প্রশ্নটার উত্তর জানতে হলে, আমাদের পাওয়ার সম্পর্কে ভালভাবে জানতে হবে। Real, Reactive & Apparent power এই terms গুলো আমরা সবাই জানি। তারপরও একবার রিভিউ করি বোঝার সুবিধার্থে।
Real power হল সার্কিট এর মূল পাওয়ার যেটা পাওয়ার ফ্যাক্টর এর উপর নির্ভর করে। আর Reactive power হল সার্কিট এর reactive components ( Capacitor, inductor) এর unused পাওয়ার যা মূল পাওয়ার এর সাথে থাকে। আর Apparent power হলো যেটা পাওয়ার ফ্যাক্টর এর উপর নির্ভর নয়। কিন্তু Real & Reactive মিলেই হয়।
এবার আসি মূল প্রশ্নে। আমরা জানি, পাওয়ার ফ্যাক্টর হল Real & Apparent Power এর অনুপাত। অর্থাৎ,
Power Factor = Real power / Apparent power
এখন, এই Real power হয় Apparent power এর সমান হবে না হয় ছোট হবে। কখনও apparent power এর বড় হবেনা। এখন, তাই PF এর মান ১ এর সমান বা তার কম হয়।
একটা উদাহরণ দিয়ে ব্যাপারটা ক্লিয়ার করি। ধরি, আমার কাছে এক গ্লাস বিয়ার আছে। গ্লাসের হলুদ ড্রিঙ্ক টা রিয়েল পাওয়ার। ফেনার অংশ reactive power. আর পুরো গ্লাস টা apparent power. এখন, মূল বিয়ার (real power) নিশ্চয় গ্লাসের (apparent power) থেকে বেশি হবে না। হয় পুরো গ্লাসের সমান না হয় তার থেকে কম।
ক্রেডিটঃ ইকবাল মাহমুদ

কোন মন্তব্য নেই: