পৃষ্ঠাসমূহ

এই ব্লগটি সন্ধান করুন

Follow Us @soratemplates

এই ব্লগটি সন্ধান করুন

অবদানকারী

শনিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৮

ভাইবা প্রশ্ন ২

৯:৩৮ PM 0 Comments

ভাইবা পর্ব-২

১। AC যদি কারেন্ট না হয় DC কি?
- Deputy  Commissionere
২। ডিজিটাল A মিটারে  ইনপুট লাইন কোথায় থেকে দেওয়া হয়?
-CTথেকে(P1-P2)
৩।কিছু সিংগেল ফেজ মোটরের সেফটি হিসাবে ব্যবহার করা হয় কি?
-Thermo State fuse
৪।Sub-station / Panel Board এর উপরে  এক ধরনের সেন্সর ব্যবহার করা হয় তার নাম কি?
-Smoke Didective.
৫।একটি বাক্সে দুই জন ড্রাইভারের নাম কি?
-১। Star Schrew Driver২।Flat Schrew Driver
৬। একটি ফিউজের কি গুন থাকতে হবে?
- কম রেজিসট্যানস
৭। সার্কিট ব্রেকারের রেটিং কিসের উপর নির্ধারন করা হয়?
- Folt Current পরিমাপের উপর
৮। বাহিরে প্রচনড বজ্রপাত হলে ঘরের ভিতরে কি হয়?
- টিভি,ফ্রিজ,ফ্যান এবং লাইট নষ্ট হয়।
৯। নির্দিষট সময়ে কারেন্ট যায় এবং আসে তাকে কি লোড সেডিং বলে?
-কারেনট নয়বিদুৎ যায় আসে তাকে লোড সেডিং বলে।
১০। Power Factor মিটারে কি থাকে?
-১।  একটি কারেন্ট কয়েল ২। একটি প্রেশার কয়েল
১১। একটি সাইকেল আছে কত ডিগ্রী কোন অতিক্রম করলে বিদুৎ কে ধরতে পারবে?
- ৯০°
১২। একটি ১০০ ওয়াটের বাতি জ্বালানো হলে এক সেকেন্ডে কতবার জ্বলবে নিববে?
-২৫+২৫ বার।
১৩। কারেন্ট কি দেখা যায়, কিভাবে দেখা যায়?
- দেখা যায়। Aমিটার ব্যহার করে।
১৪। সিলিং ফ্যানে ক্যাপাসিটর ব্যাবহার করা হয় কেন?
-১।প্রারমভিক টর্ক বৃদ্ধির জন্য।
২। PF এর মান বৃদ্ধির জন্য।

১৫। কিসের মাধ্যমে জেনারেটরের উৎপাদিত কারেন্ট কে বৃদ্ধি করা হয়?
-কয়েলের প্যাচ সংখ্যা বৃদ্ধি করে।

১৬। বিশুদ্ধ পানি কি সুপরিবাহী
- না।কুপরিবাহী

১৭। বাদুড় বিদুৎতে বসলে বিদুৎতায়ন হয় কেন?
- বাদুড় স্তন্যপায়ী  প্রানী তাই।

১৮। আমরা বিদুৎ বিল কেন দেই?
- এনার্জি খরচের জন্য।
যদি ভুল হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন।
@Engr Ak azad

বুধবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৮

Ac power তিন ধরনের।

৬:৪০ PM 0 Comments

"AC Power তিন ধরনেরঃ

1. Real Power
এর একক ওয়াট,একে P দ্বারা প্রকাশ করা হয়।

2. Apparent  Power
এর একক VA,একে S দ্বারা প্রকাশ করা হয়।

3. Reactive Power
এর একক VAR,একে Q দ্বারা প্রকাশ করা হয়।

Apparent Power=  Real Power + Reactive Power
VA= W+ VAR
or,KVA=KW+KVAR
KW÷ KVA= Pwer Factor.
Picture

ভাইবা প্রশ্ন

৬:২১ PM 0 Comments

একজন উপ সহকারি প্রকোশলী পদের জন্য ইন্টারভিউ ঃ
১। ইন্টারভিউ রুমে প্রবেশ করার পূর্বে অনুমতি নিবে
May I coming Sir.
২। প্রবেশ করার পর ছালাম দিয়ে সোজা দাড়িয়ে থাকবে।স্যার যদি বলেন বসো,বসার পূর্বে Thanks all বলে ভদ্রতার সহিত বসবে।
৩। প্রশ্নের উত্তর অতি সংক্ষেপে হবে
মুল ইন্টারভিউ ; প্রশ্ন

১। কারেন্ট কেন লোড সেডিং হয়?
-সরি স্যার,বিদুৎ লোড সেডিং হয়।
২। সুইচ  বোর্ডে বিদুৎ আছে কিনা বুঝব কিভাবে?
-ইনডিকেটর দেখে।
৩। কোনটা আগে চলে, বিদুৎ না কারেন্ট?
- ভোল্টেজ।
৪। মানুষের দিক দিয়ে সিনিয়র /জুনিয়র কিভাবে মূল্যায়ন করবে?
-মানুষের দিক দিয়ে নয়,বয়সের দিক দিয়ে মূল্যায়ন।
৫। গাড়িতে একজন ড্রাইভার ছাড়া একটি ড্রাইভার আছে  নাম কি?
- Scrow Driver
৬। দশ জনের কাজ তুমি একাকী  কিভাবে করবে?
-প্রযুকতি ব্যবহার করে।
৭।  মেয়ে বললো বাবা বিদুৎ চলে গেছে, তারপরেও পাখা,বাতি,সব চলতেছে কেন?
-বিদুৎ ছেলের নাম
৮। আকাশে প্রচুর বিদুৎ চমকাচ্ছে, তুমি কি করবে?
- ঘরের মেইন সুইচ বন্ধ করে দিবো
৯। সিংগেল এবং থ্রী ফেজ লাইন কানেকশন চেনার উপায়?
- সিংগেল L-N & Three Phase -RST/UVW
১০। কোন ট্রানসফরমারে একটি মাত্র কয়েল থাকে?
- অটো ট্রানসফরমার।
১১।  LCD কি?
-Liquid Cristal Display
12। VDR কি?
-Voltage  Dependent Resistor
১৩। নাইক্রোম ওয়্যার উপাদান গুলো কিকি?
- নিকেল-৬১%,ক্রোমিয়াম-১৫%,আয়রন-২৪%
১৪। একজন মানুষের  রেজিসট্যানস কত?
-০.১ মেগাওহম হতে .০৫ মেগাওহম।
১৫। তার বা ক্যাবল দেখে নিউট্রাল,ফেজ চেনার উপায় কি?
- নিউট্রাল তার বা ক্যাবলের মাথায় কালো ট্যাপিং এবং ফেজ তারের মাথায় রেড,হলুদ,নীল রংয়ের টেপিং থাকবে।

ভুল হতে পারে।একান্ত নিজের মত করা পোস্ট।
ভুল হলে সংশোধনের আবেদন রইলো।
Engr sk azad

শনিবার, ২২ সেপ্টেম্বর, ২০১৮

ইলেকট্রিক্যাল সাধারণ প্রশ্ন ও উত্তর

৭:৪৭ PM 0 Comments

আমরা সাধারণত দুই প্রকারের ফ্যান রেগুলেটর ব্যবহার করে থাকি। (ক) ইলেকট্রিক্যাল রেগুলেটর (খ) ইলেকট্রনিক রেগুলেটর। ইলেকট্রিক্যাল রেগুলেটর তৈরি হয় ট্যাপিং যুক্ত ইন্ডাকটরের দ্বারা। বৈদ্যুতিক ফ্যান চলার সময় এই রেগুলেটর কমিয়ে দিলে ফ্যানের রোটেশন কমে কিন্তু রেগুলেটর উত্তপ্ত হয়। এই অপ্রয়োজনীয় উত্তাপের কারনে বৈদ্যুতিক পাওয়ার খরচ হয়। ফলে ইলেকট্রিক্যাল রেগুলেটর ব্যবহার করলে ফ্যানের গতি কম-বেশির সাথে রেগুলেটর লস যথাক্রমে বেশি ও কম হয় ফলে বৈদ্যুতিক পাখার গতি যাই হোক, বিদ্যুৎ খরচ প্রায় একই হয়।

অন্যদিকে ইলেকট্রনিক রেগুলেটর তৈরি হয় থাইরিস্টর জাতীয় ইলেকট্রনিক সুইচিং ডিভাইস দিয়ে। এতে অপ্রয়োজনীয় উত্তাপের পরিমাণ অত্যন্ত নগন্য থাকায় রেগুলেটর লস হয় না বললেই চলে। ফলে বৈদ্যুতিক পাখার গতি কমালে বিদ্যুৎ খরচ কমে এবং পাখার গতি বাড়ালে বিদ্যুৎ খরচ বাড়ে। তাই ইলেকট্রনিক রেগুলেটর ব্যবহার করলে ফ্যানের গতি কম হলে বিদ্যুৎ খরচও কম হয় ।

ভোল্টামিটার এবং অ্যামমিটারকে বর্তনীতে কিভাবে যুক্ত করা হয় ?

তড়িৎ বর্তনীর যে দুটি বিন্দুর বিভব প্রভেদ মাপতে হবে সেই দুটি বিন্দুর সঙ্গে ভোল্টামিটারকে সমান্তরাল সমবায়ে যুক্ত করা হয় । আবার কোনো তড়িৎ বর্তনীর প্রবাহমাত্রা পরিমাপ করতে অ্যামমিটারকে তড়িৎবর্তনীতে শ্রেণি সমবায়ে যুক্ত করা হয় ।

আমিটারকে বর্তনীর সাথে সিরিজে এবং ভোল্টমিটারকে প্যারালালে সংযুক্ত করতে হয়।

ট্রাঞ্জডিউসার ও সেন্সরের মধ্যে পার্থক্য কি?

Transducer – ইহার Output সাধারনত Analog হয়। ইহা দ্বারা সাধারনত কোন কিছুর চাপ বা Pressure নির্নয় করা হয়। ইহার Output সাধারনত – 0 – 10V, 0 – 20mah হয়।
গঠন : ইহার ভিতরে Coil যুক্ত ডায়াফ্রাম থাকে একটি গোলাকার Iron বা Magnet দন্ডের চারপাশে মিলে, অর্থাৎ গোলাকার দন্ডের মধ্যে।
চাপ বা Pressure এর মাধ্যমে উক্ত ডায়াফ্রাম Core এর মধ্যে Up – Down করে Coil এর মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহের তারতম্য ঘটায়। ঐ বিদ্যুৎ প্রবাহের তারতম্য Calculation করে Output নির্ধারণ করা হয়।

আর সাধারন Sensor দ্বারা Digital Output পাওয়া যায়।
আশা করি বুঝতে পেরেছেন।

যে সকল ডিভাইস এক প্রকার শক্তিকে আরেক প্রকার শক্তিতে রুপান্তর করে তাহাই ট্রান্সডিউসার।

আর ট্রাসডিউসারকে যখন বিশেষ উদ্দেশ্যে তৈরি কোন যন্ত্রের সহায়ক হিসেবে ব্যবহার করা হয় তখ তাকে ঐ যন্ত্রের সেন্সর বলা হয়।

এ্যামপিয়ার টার্ন কি?

ম্যাগনেটিক সার্কিটের তারের পেঁচ ও প্রবাহিত কারেন্টের গুণফলকে এ্যামপিয়ার টার্ন বলে। এটি ম্যাগনেটো মোটিভ ফোর্স বা এম.এম.এফ. এর একক।

এ্যামপিয়ার টার্ন AT, কারেন্ট I এবং তারের পেঁচ সংখ্যা N হলে,

AT = IN

রিল্যাকট্যান্স কি?

ম্যাগনেটিক ফ্লাক্স পথের বাধাকে রিল্যাকট্যান্স বলে।

এটি ইলেকট্রিক সার্কিটের রেজিস্ট্যান্সের মত। এর প্রতীক R এবং একক এ্যামপিয়ার টার্ন/ওয়েবার।

দৈর্ঘ্য L, এ্যাবসলিউট পারমিয়্যাবিলিটি µ, ভ্যাকুয়ামে এ্যাবসলিউট পারমিয়্যাবিলিটি µ০ ক্ষেত্রফল A হলে,

R = L/µ0µA

ইলেকট্রো স্ট্যাটিক ফিল্ড কি?

যে স্থানে একটি একক চার্জ যে বল অনুভব করে তাকে ইলেকট্রো স্ট্যাটিক ফিল্ড বলে।

বৈদ্যুতিক বল রেখার বৈশিষ্ট্য কি?

১. বৈদ্যুতিক বল রেখা পজেটিভ চার্জ হতে বের হয়ে নেগেটিভ চার্জে শেষ হয়।
২. বল রেখাগুলো খোলা ও বক্র।
৩. বল রেখাগুলো পরস্পরকে কখনও ছেদ করে না।
৪. বল রেখাগুলো দৈর্ঘ্য বরাবর সংকুচিত হয়।
৫. বল রেখাগুলো পরস্পরের উপর পার্শ্ব চাপ দেয়।

**ওহমের সূত্র:- স্থির তাপমাত্রায় কোন সার্কিটের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট ঐ সার্কিটের দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক অর্থাৎ V∞I  বা  V=IR ।

**কারেন্ট:- পরিবাহির মধ্যদিয়ে ইলেক্ট্রনের প্রবাহকে বলা হয় কারেন্ট ।কারেন্টের একক অ্যাম্পিয়ার সংক্ষেপে Amp বা A দ্বারা প্রকাশ করা হয়।

**ভোল্টেজ:- ইলেক্ট্রন গুলোকে স্থানচুত্য করার জন্য প্রয়োজনীয় চাপকে ভোল্টেজ বলা হয় । ভোল্টেজের একক ভোল্ট Volt বা V।

**রেজিস্টেন্স:- কোন পরিবাহির মধ্য দিয়ে কারেন্ট বা ভোল্টেজ চলাচলে যে বাধা প্রাপ্ত হয় তাই রেজিস্টেন্স, সার্কিটের মধ্যে রেজিস্টর ব্যবহার করা হয় প্রয়োজনীয় বাধা দানের জন্য। রেজিস্টেন্সের একক ওহম(Ω)  দ্বারা প্রকাশ করা হয় ।

**এসি(AC): অলটারনেটিং করেন্ট।

**ডিসি(DC):ডাইরেক্ট কারেন্ট।

**ফ্রিকুয়েন্সি:- কোন পরিবর্তনশীল রাশি প্রতি সেকেন্ট যতগুলি সাইকেল সম্পন্ন করে তাকে ফ্রিকুয়েন্সি বলে ।

**পাওয়ার ফ্যাক্টর:- অল্টারনেটিং কারেন্ট এবং ভোল্টেজ এর মধ্যবর্তী ফেইজ অ্যাংঙ্গেল এর Cosine মানকে পাওয়ার ফ্যাক্টর বলে অথবা এসি সার্কিটের Active Power ও Apparent Power এর অনুপাতকে পাওয়ার ফ্যাক্টর বলে ।

**করোনা কি:- যখন দুইটি কন্ডাক্টরের স্পেসিং  ব্যাসের তুলনায় বেশী অবস্থায় রেখে তাদের আড়াআড়ি এসি ভোল্টেজ প্রয়োগ করে ধীরে ধীরে বৃদ্ধি করা হয় তখন এক বিশেষ পর্যায়ে কন্ডাক্টরের চার পার্শের বাতাস আয়নিত হয় এবং বাতাসের ইনসুলেশন স্ট্রেস ভেঙ্গে যায় । এই অবস্থায় কন্ডাক্টর  এর চারিদিকে হালকা অনুজ্জ্বল বেগুনী রশ্মী দেখা দেয়, হিস হিস শব্দ হয় এবং ওজন গ্যাসের সৃষ্টি হয় এই ঘটনাকেই করোনা বলা হয় ।

**স্কিন ইফেক্ট কি:- এসি বিদ্যুৎ প্রবাহ কোন পরিবাহীর মধ্যে দিয়ে প্রবাহিত হওয়ার সময় পরিবাহীর ভিতরে প্রবেশ না করে যে ধর্মের জন্য পরিবাহীর উপরিতল দিয়ে প্রবাহিত হয় বা হওয়ার চেস্টা করে তাকে স্কিন ইফেক্ট বলে।

স্কিন ইফেক্ট তিনটি বিষয়ের উপর নির্ভরশীল :

*কন্ডাক্টর পদার্থের গুনাবলীর উপর ।

*কন্ডাক্টরের ব্যাসের উপর।

*ফ্রিকুয়েন্সির উপর।

**Puncture voltage:- যে ভোল্টেজে এ ইনসুলেটরের এর ইনসুলেসন সম্পূর্ণ ভেঙ্গে ফেলতে পারে তাকে Puncture voltage বলে ।

**Flash over voltage:- যদি পরিবাহিতে ভোল্টেজ বাড়ানো হয় এবং তা বাতাসে নস্ট হয়ে যায় এবং প্রচন্ড বিদ্যুৎ জলকের সৃষ্টি হয় তখন এই ভোল্টেজকে Flash over voltage বলা হয় ।

**সেগ বলতে কি বুঝায়:- দুইটি টাওয়ার বা পোলের যেই বিন্দুতে তার টানা বা সংযোগ করা হয় সেই বিন্দু দুইটির সংযোজনকারী আনুভূমিক কাল্পনিক রেখা হতে তারের সর্বোচ্চ ঝুলে পড়া বিন্দু পর্যন্ত দুরত্বকে সেগ বলা হয় ।

**সেফটি ফেক্টর:- আলটিমেট বা Breaking stress বা Working stress এর অনুপাতকে সেফটি ফেক্টর বলে বলা হয় ।

**ত্রি ফেইজ মোটর উল্টা ঘূর্নণ পদ্ধতি কিভাবে করা হয়:- ত্রি ফেইজ মোটরের তিনটি ফেইজের যে কোন দুইটি ফেইজ পাল্টিয়ে দিলে মোটর উল্টা ঘুরবে ।

**ট্রান্সফরমার কি ধরনের ডিভাইস:- ট্রান্সফরমার  একটি ইলেক্ট্রোমেগনেটিক ডিভাইস।

**ট্রান্সফরমার  ওয়েলের বাণিজ্যিক নাম কি:- পাইরাণল(pyranol)।

**স্টেপ আপ ট্রান্সফরমারের কোন পাশে তারের প্যাচঁ সংখ্যা বেশি থাকে:- সেকেন্ডারিতে।

**ট্রান্সফরমারের ব্রীদারের কাজ কি:- শুস্ক বাতাস ট্যাংকে প্রবেশ করানো ট্রান্সফরমারের ব্রীদারের কাজ ।

**ব্রীদারে শুস্ক বাতাস পরিবহনের জন্য তথা আদ্রতা মুক্ত

collected from study.bd site

ABC license

৭:৪৩ PM 0 Comments

আপনারা ABC লাইসেন্সের জন্য এই বিষয়গুলো ভালো করে অনুশীলন করবেন,

Electric Pole, Dropout Fuse, Gang Insulator Switch, Metering Panel, HT Panel-(VCB Breaker), Transformer, LT Panel -(ACB Breaker), PFI Panel, C.T & P.T, All Insulators.

Single Phase Motor, Three Phase Motor, Armature, Manual Star-Delta, Auto Star-Delta Power connection, Auto Star-Delta Control Connection, Reverse-Forward Power Connection and Reverse-Forward Control Connection, Dol Starter Connection, Etc.

Ceiling Fan Connection, Tube light Connection, All Electrical Switch Name, Tumbler Switch, Kilowatt Metre, Megar, AVO metre, Cable Sizes, All Capacitors, Limit Switch, NO & NC, Etc.

বুধবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৮

vfd

৭:৫১ AM 0 Comments

** VFD পর্ব -০১**

@@@ এ সকল পর্বে থাকবে । এই সকল পোষ্ট এ Variable Frequency Drive কে কিভাবে External ও Internal Conection এবং PLC এর সাথে কানেকশন + কমান্ড সম্পর্কে আলোচনা করব । আমি ২.২ KW এবং ১.৫ KW বুঝাব KW যাই হোক না কেন । একটি শিখলে বাকি গুলি এমনিতেই বুঝবেন । প্রথমে নেমপ্লেট সম্পর্কে জানাব এখানে থাকে , Model Number , Input , Output , Frequency Range .. Input-Output কত ভোল্ট এ কাজ করে । Frequency Range কত থেকে কত করা যায় । পোষ্ট এ কিছু পিক দিয়েছি এগুলি আগে দেখে তারপর কমেন্ট করুন ।

**Model Explanation**

...........VFD 007 m 23 A দ্বারা কি বুঝায় ............
@@ A দ্বারা Version Type

@@ 23 দ্বারা Input Voltage ...
--11 দ্বারা Single Phase 115V
-- 21 দ্বারা Single Phase 230V
-- 23 দ্বারা Three Phase 230V
-- 43 দ্বারা Three Phase 460V
-- 53 দ্বারা Three Phase 575V

@@ M দ্বারা M series.

@@ 007 -- Applicable Motor Capacity....
004--দ্বারা 0.5 HP ( 0.4kw )
007--দ্বারা 1 HP ( 0.7kw )
015--দ্বারা 2 HP ( 1.5kw )
022--দ্বারা 3 HP ( 2.2kw )
037--দ্বারা 5 HP ( 5kw )
055--দ্বারা 7.5 HP ( 5.5kw )
0.75--দ্বারা 10 HP ( 7.5kw )

*****Serial Number Explanation*****

...........D007M23AT5011230 দ্বারা কি বুঝায় ............
~1230 দ্বারা --Production Number
~01 দ্বারা -- Production Week
~D007M23A - এটা দ্বারা কি তা একটু আগেই জানলাম ।
~5 দ্বারা Production Year 2005
~T দ্বারা Production Factory ( Taoyuan )

@@@ এবার দেখবো এর External অংশ -----
এর উপরে থাকে Input Power এবং নিচের দিকে থাকে Output Power এটা Single Phase Three phase হতে পারে । আর কী-প্যাড এর মাধ্যমে কমান্ড দেবো ।
~ RA , RB, RC হল Relay feedback Terminal
~ M0, M1,M2,M3,M4,M5 হল PLC এর Output .
~ ACI হল Analoge Current Input ( 4~20mA)
~ AVI হল Analoge Voltage Input ( 0~10v) এটা Frequency এর উপর নির্ভর করে ।
~ AFM হল Analoge Frequency Meter .(0~10v).(0~50Hz)
এর মাধ্যমে Analoge Current কম বেশি হয় । প্যারামিটার অনুযায়ী ।
~ GND হল এটা না বললাম কি বলেন ?

আজ এখানেই শেষ । আমি চাই সবাই শিখুক । কেও বাদ না যাক । এইগুলি ভাল ভাবে মনে রাখুন । আবার দেখা হবে নতুন কোন পর্বে ।
বিঃদ্রঃ আপনারা প্রায় ই বলেন ভাই ট্রান্সফরমার পর্ব কি শেষ । পিএফআই কি শেষ । তাদের উদ্দেশে বলবো । এইগুলির শুরু আছে শেষ নেই । আমি এইগুলিকে আগে পর্বর আওতায় আনতে চাচ্ছি । তারপর সব ই পাবেন ইনশাআল্লাহ্‌ । ধন্যবাদ ।

***এখন বলেন নেক্সট কোন পর্ব দেখতে চাচ্ছেন ......
০১. পিএফআই
০২. ট্রান্সফরমার
০৩. ভিসিবি
০৪. ভিএফডি
০৫. কন্ট্রোলিং
০৫. জেনারেটর বিষয়ে

----- জেনারেটর অটো অন অফ + Automatic Transfer Switch সম্পর্কে জানতে মানে Diagram লাগলে Comments করুন । ----

Juwel
5f apparels LTD
Zirabo, ashulia

বাসবারের calculation করার নিয়ম

৬:৪০ AM 0 Comments

বাসবার Calculation করার নিয়ম।
ধরুন we have , 450 kva transformar.
তাহলে কারেন্ট হবে= I(A) = 1000 × S(kVA) / (√3 × VL-L(V) )
=1000*450/1.732*400=649.519 A
০১) তাহলে , টোটাল আম্পিয়ার + ২৫% এক্সট্রা নিতে হবে।
(649.519 x 1.25)=811.89A . need 812A basbar
Formula: 2A=1mm^
1A= 1/2 mm^
"." 812A= 406mm^ ( বাসবার লাগবে)

বিঃ দঃ এখানে বলে রাখা ভাল ২ হল কপার ডেনসিটি (১.৭~২) পর্যন্ত
১.৭ ধরে করতে পারেন তাহলে এক্সট্রা ২৫% যোগ করতে হবে না
-----------------------
Hight x thickness গুন করে 406mm^ এর কাছাকাছি নিতে হবে
এখন আমরা যদি 80x5=400 এটা নিতে পারি।
-----------------------
বাজারে যে ধরনের বাসবার পাওয়া যায়ঃ
25x5,25x8
30x5,30x8,30x10.
40x5,40x8,40x10.
50x5,50x8,50x10.
60x5,60x8,60x10,60x12.
80x5,80x8,80x10,80x12.
100x8,100x10,100x12.
110x10,110x20 ETC

ধন্যবাদ ভুল হলে সঠিক টা জানাতে ভুলবেন না ।
*****এর পরে PFI এর Capacitor + magnetic Contact + Fuse+Cable।
calculation নিয়ে আলোচনা করব। ভাল থাকবেন।***

Juwel
Uttara polytechnic institute
5f apparels LTD.
Zirabo, ashulia

বুধবার, ১২ সেপ্টেম্বর, ২০১৮

বিভিন্ন CB এর রেটিংস

১০:০৬ AM 0 Comments

বিভিন্ন CB এর রেটিংস
1.VCB
Rating Voltage =3.6KV-12 KV
Rating Current =630A-25MA
2.ACB
Rating Voltage =630 V AC
current Rating=500A-2500A
3.MCCB
Rating Voltage =630 V AC
Rating Current =6A-1250 A.
4.MCB
Rating Voltage =230/400 V AC
Rating Current =2A-63 A.