একজন উপ সহকারি প্রকোশলী পদের জন্য ইন্টারভিউ ঃ
১। ইন্টারভিউ রুমে প্রবেশ করার পূর্বে অনুমতি নিবে
May I coming Sir.
২। প্রবেশ করার পর ছালাম দিয়ে সোজা দাড়িয়ে থাকবে।স্যার যদি বলেন বসো,বসার পূর্বে Thanks all বলে ভদ্রতার সহিত বসবে।
৩। প্রশ্নের উত্তর অতি সংক্ষেপে হবে
মুল ইন্টারভিউ ; প্রশ্ন
১। কারেন্ট কেন লোড সেডিং হয়?
-সরি স্যার,বিদুৎ লোড সেডিং হয়।
২। সুইচ বোর্ডে বিদুৎ আছে কিনা বুঝব কিভাবে?
-ইনডিকেটর দেখে।
৩। কোনটা আগে চলে, বিদুৎ না কারেন্ট?
- ভোল্টেজ।
৪। মানুষের দিক দিয়ে সিনিয়র /জুনিয়র কিভাবে মূল্যায়ন করবে?
-মানুষের দিক দিয়ে নয়,বয়সের দিক দিয়ে মূল্যায়ন।
৫। গাড়িতে একজন ড্রাইভার ছাড়া একটি ড্রাইভার আছে নাম কি?
- Scrow Driver
৬। দশ জনের কাজ তুমি একাকী কিভাবে করবে?
-প্রযুকতি ব্যবহার করে।
৭। মেয়ে বললো বাবা বিদুৎ চলে গেছে, তারপরেও পাখা,বাতি,সব চলতেছে কেন?
-বিদুৎ ছেলের নাম
৮। আকাশে প্রচুর বিদুৎ চমকাচ্ছে, তুমি কি করবে?
- ঘরের মেইন সুইচ বন্ধ করে দিবো
৯। সিংগেল এবং থ্রী ফেজ লাইন কানেকশন চেনার উপায়?
- সিংগেল L-N & Three Phase -RST/UVW
১০। কোন ট্রানসফরমারে একটি মাত্র কয়েল থাকে?
- অটো ট্রানসফরমার।
১১। LCD কি?
-Liquid Cristal Display
12। VDR কি?
-Voltage Dependent Resistor
১৩। নাইক্রোম ওয়্যার উপাদান গুলো কিকি?
- নিকেল-৬১%,ক্রোমিয়াম-১৫%,আয়রন-২৪%
১৪। একজন মানুষের রেজিসট্যানস কত?
-০.১ মেগাওহম হতে .০৫ মেগাওহম।
১৫। তার বা ক্যাবল দেখে নিউট্রাল,ফেজ চেনার উপায় কি?
- নিউট্রাল তার বা ক্যাবলের মাথায় কালো ট্যাপিং এবং ফেজ তারের মাথায় রেড,হলুদ,নীল রংয়ের টেপিং থাকবে।
ভুল হতে পারে।একান্ত নিজের মত করা পোস্ট।
ভুল হলে সংশোধনের আবেদন রইলো।
Engr sk azad
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন