# কনভার্টার কাকে বলে?
যে ডিভাইস দিয়ে বৈদ্যুতিক কারেন্ট বা সিগনাল কে পরিবর্তন করে, বিশেষ করে এসি থেকে ডিসি বা ডিসি থেকে এসি। অথবা এনালগ থেকে ডিজিটাল বা ডিজিটাল থেকে এনালগ ইত্যাদি কাজ করে তাহাকে কনভার্টার বলা হয়।
সাধারনত ইলেকট্রিক্যালি কনভর্টার দুই প্রকার, যেমন: #১ ইনভার্টার #২ রেকটিফায়ার।
# ইনভার্টার কাকে বলে?
যে ডিভাইস দ্বারা DC থেকে AC তে রূপান্তরিত করা হয় তহাকে ইনভার্টার বলে।
# রেকটিফায়ার কাকে বলে?
যে ডিভাইস দ্বারা AC থেকে DC তে রূপান্তরিত করা হয় তাহাকে রেকটিফায়ার বলে।
সুতরাং
DC To AC= ইনভার্টার
AC To DC = রেকটিফায়ার
MD. Zahidur Rahman
Engr AK Azad
VFD কে ইনভার্টার বলা হয় কেন?
DC কে যখন AC তে রূপান্তরিত করা হয় তখন ইনভার্টার, আর AC কে যখন DC তে রূপান্তরিত করা হয় তখন কনভার্টার।
সুতরাং DC To AC=ইনভার্টার
AC To DC =কনভার্টার
VFD তার অপারেশন কমপ্লিট করতে প্রথমে AC কে DC কনভার্ট করে এবং পরবর্তীতে DC কে ইনভার্টারের মাধ্যমে থ্রি ফেজ AC রূপান্তর করে।অতএব VFD কে ইনভার্টার বলা যায়।
VFD= Converter +Inverter