A মিটার কে সিরিজে কানেকশন করা হয়
কারনঃ
১। A মিটার যেন লোড কারেন্ট পরিমাপ করার জন্য একে লোডের সহিত সিরিজ সংযোগ করা হয়।
২। লোড কারেন্টের যেন তারতম্য না হয় সেজন্য এর রেজিসট্যানস কম রাখা হয়।
V মিটার কে প্যারালালে কানেকশন হয়
কারনঃ
১। ভোলট মিটার যেহেতু লোডের বা সার্কিটের দুই প্রানতের ভোল্টেজ পরিমাপ করা হয়। তাই একে উক্ত দুইটি পয়েন্টের সাথে প্যারালালে কানেকশন করা হয়।
২। ভোলট মিটার যাতে পিড়র না যায় সেজন্য এর রোধ বেশি হওয়া উচিত।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন