পৃষ্ঠাসমূহ

এই ব্লগটি সন্ধান করুন

Follow Us @soratemplates

এই ব্লগটি সন্ধান করুন

অবদানকারী

মঙ্গলবার, ২৫ ডিসেম্বর, ২০১৮

ইলেকট্রন হতে কিভাবে কারেন্ট তৈরি হয়

অনেকেই প্রশ্ন করে স্যার পরিবাহীর মধ্যে ইলেকট্রন প্রবাহ যদি কারেন্ট হয় তাইলে এই ইলেকট্রন আসে কোত্থেকে?

উঃ পরিবাহী যে ধাতুর তৈরি সেই ধাতুর পরমাণু থেকে।

এই ইলেকট্রন পরমাণু থেকে আসেই বা কিভাবে? প্রবাহিত হয় ই বা কি করে?

উঃ যে কোন বস্তুকে স্থানচ্যুত কর‍তে বা সরাতে শক্তি প্রয়োজন। যেমন আমি একটি টেবিলকে সরাব। তাইলে আমাকে টেবিল এর উপর বল প্রয়োগ করতে হবে। তেমনিভাবে পরমানু থেকে ইলেকট্রন কে সরাতে শক্তি প্রয়োজন হয়। আর এই বল প্রয়োগে সম্পাদিত কাজ ই হল ভোল্টেজ।

ভোল্টেজ আসে কিভাবে?

আপনার জেনারেটর / ব্যাটারি থেকে।

ইলেকট্রন শেষ হয়ে যায় না কেন?

এর উত্তর দেয়ার আগে আপনি আমাকে বালতি দিয়ে সাগরকে পানিশুণ্য করে দেখান। না পারলে আপনার উত্তর আপনি পেয়ে যাবেন আশা করি।

শকের জন্য দায়ী কে?

শকের জন্য এককভাবে কাউকে দায়ী করলে ভূল হবে।

এর জন্য মূলত ভোল্টেজ কারেন্টের মাত্রা, ব্যাক্তির রোধ, কারেন্ট-ভোল্টেজের সংস্পর্শে থাকার সময়কাল দায়ী হবে।

পাওয়ার হল ভোল্টেজ & কারেন্টের গুণফল। কিভাবে?

আসলে পাওয়ার এর মূল সংজ্ঞা হল একক সময়ে সম্পাদিত কাজ। ধরলাম t সময়ে W পরিমাণ কাজ সম্পাদিত হল। তাইলে
পাওয়ার P = W/t

আবার, W = VQ

P = VQ/t

আবার, I = Q/t

P = I * V

কোন মন্তব্য নেই: