উত্তরঃ ১। এটার জন্য রিলে বাজারে কিনতে পাওয়া যায়। রেঞ্জ সিলেক্ট করে দিলে অক্সিলারি কন্ট্যাক্ট এর মাধ্যমে কন্ট্রোল সার্কিটকে নিয়ন্ত্রণ করে।
২.ওভার কারেন্ট প্রটেকশনের জন্য কি পদ্ধতি বা কি ডিভাইস ব্যবহার করা যেতে পারে?
(যদি ওভার লোড রিলে ব্যবহার করা হয় তবে কাজ হবে কি না এবং ওভার লোড রিলের ট্রিপ করার সময় টা কতো মানে কতো সময় যাবত ওভার কারেন্ট প্রবাহিত হলে এটি ট্রিপ করে? উত্তর ২। সার্কিট ব্রেকার, ফিউজ, ওভারলোড রিলে। ট্রিপিং টাইম সিলেক্ট করতে হবে লোডের টাইপ, সেন্সিটিভিটি এসবের উপর ভিত্তি করে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন