পৃষ্ঠাসমূহ

এই ব্লগটি সন্ধান করুন

Follow Us @soratemplates

এই ব্লগটি সন্ধান করুন

অবদানকারী

বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫

ABC লাইসেন্স এর ভাইবা প্রশ্ন ও উত্তর

ইলেকট্রিশিয়ান ABC লাইসেন্স ভাইভা পরীক্ষায় করার মতো কিছু প্রশ্ন এবং উত্তর:
১। সিলিং ফ্যানের কয়টি কয়েল থাকে?
উঃদুটি কয়েল থাকে। রানিং কয়েল এবং স্টাটিং কয়েল।
২। সিলিং ফ্যান কি ধরনের মোটর ?
উঃ ক্যাপাসিটর রান ইন্ডাকশন মোটর ।
৩। সিলিং ফ্যানের কি ধরনের ক্যাপাসিটর ব্যবহার করা হয় এবং কত মানের ক্যাপাসিটর ব্যবহার করা হয়?
উঃ ওয়েল টাইপ ক্যাপাসিটর । 2.2 ,2.5, 3.5 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটর ব্যবহার করা হয়।
৪। টিউবলাইটে ব্লাস্ট কেন ব্যবহার করা হয় ?
উঃ লাইনে প্রয়োগকৃত ভোল্টেজকে অধিক বৃদ্ধি করে লাইট কে জ্বলতে সাহায্য করে ।
৪। টিউবলাইটে স্টাটার কেন ব্যবহার করা হয় ?
উঃ স্পার্ক করে লাইটকে জ্বলতে সাহায্য করে ।
৫। কম্বাইন্ড সকেট কত এম্পিয়ার ?
উঃ ১৩ ও ১৬ এম্পিয়ার।
৬। টাইমার এর কোন পয়েন্টে সাপ্লাই দেওয়া হয় ?
উঃ 2 এবং 7 নম্বর পিন।
৭। পাওয়ার লোড এ ব্যবহৃত ক্যাবলের সাইজ কত ?
উঃ 3/20
৮। ১×৭/০.৯১ মিমি. দিয়ে কি বুঝানো হয় ?
উঃ 1কোর 7 খেই এবং প্রত্যেকটা খেই 0.91 মিমি।
৯। ইনসুলেশন রেজিস্ট্যান্স এর মান সর্বনিম্ন কত হওয়া উচিত ?
উঃ ১ মেগাওহম।
১০। তারের ইন্সুলেশন গ্রেট কিসের উপর নির্ভরশীল ? উঃ ভোল্টেজ এর উপর নির্ভরশীল।
১১। ফিশ ওয়্যারের এর কাজ কি ?
উঃ পাইপের মধ্যে তার টানার কাজে ব্যবহার করা হয়।
১২। শিল্প ক্ষেত্রে কোন ধরনের ওয়্যারিং ব্যবহার করা হয় ?
উঃ সারফেস কন্ডুইট ওয়্যারিং।
১৩। হাউজ ওয়ারিং প্রধানত কত প্রকার ? উঃ ৫ প্রকার।
১৪। লাইটিং সার্কিট এ কত এম্পিয়ার লোডের জন্য একটি সাব সার্কিট ধরা হয় ?
উঃ 800w বা 5 amp 10 পয়েন্টের জন্য একটি সার্কিট ধরা হয় ।
১৫। জয়েন্ট কত প্রকার ?
উঃ প্রধানত ৮ প্রকার । এছাড়াও আরো কিছু জয়েন্ট আছে ।
১৬। পাহাড়ি এলাকায় আর্থ রেজিস্ট্যান্স কত হওয়া উচিত?
উঃ ৮ ওহম
১৭। সমতল ভূমিতে আর্থ রেজিস্ট্যান্স এর মান সর্বোচ্চ কত হওয়া উচিত?
উঃ ৫ ওহম।
১৮। রড আর্থিং এর রডের সাইজ কত হওয়া উচিত
উঃ ইস্পাতের রড 16 মিলিমিটার এবং তামার রড 12.5 মিলিমিটার।
১৯। ট্রান্সফরমারের ওয়েল এর কাজ কি?
উঃ ট্রান্সফর্মার কে শীতলীকরণ এর জন্য এবং ইনসুলেটর হিসেবেও কাজ করে ।
২০। ট্রান্সফর্মার ওয়েল এর বাণিজ্যিক নাম কি ?
উঃ পাইরোনাল
২১। ব্রিদার কি ?
উঃ ট্রান্সফরমারের শুষ্ক বাতাস প্রবেশের জন্য ব্যবহার করা হয়।
ধন্যবাদ

কোন মন্তব্য নেই: