প্রশ্ন–১. ট্রান্সফরমারের ভোল্টেজ
রেগুলেশন কি?
উত্তরঃ ট্রান্সফরমারের নো-লোড হতে ফুল
লোড ভোল্টেজের পার্থক্যকে ফুল লোড
ভোল্টেজ দ্বারা ভাগ করে একে শতকরা
হিসাবে প্রকাশ করাকেই ভোল্টেজ
রেগুলেশন বলে।
ভোল্টেজ রেগুলেশন, %VR = V – V /V x
100
ভোল্টেজ রেগুলেশন এর মান যত কম হয় ততই
ভালো। ভোল্টেজ রেগুলেশন লোডের ধরনের
উপর নির্ভরশীল, যেমন- রেজিস্টিভ লোড
(হিটার, ইলেক্ট্রিক আয়রন, ল্যাম্প – ইউনিটি
পাওয়ার ফ্যাক্টর)
ইন্ডাকটিভ লোড ( ইন্ডাকশন মোটর, চোক
কয়েল, ট্রান্সফরমার – ল্যাগিং পাওয়ার
ফ্যাক্টর)
ক্যাপাসিটিভ লোড ( ক্যাপাসিটর,
সিনক্রোনাস কন্ডেনসার – লিডিং পাওয়ার
ফ্যাক্টর)
প্রশ্ন–২. ট্রান্সফরমারে কোন ধরনের
লোডে ভোল্টেজ রেগুলেশনের মান
নেগেটিভ হয় এবং কেন?
উত্তরঃ ক্যাপাসিটিভ লোডের ক্ষেত্রে
ভোল্টেজ রেগুলেশনের মান নেগেটিভ হয়।
কারন এক্ষেত্রে কারেন্ট ভোল্টেজের ৯০
আগে থাকে।
প্রশ্ন–৩. ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমারের
প্রাইমারিতে ডেল্টা ও সেকেন্ডারিতে
স্টার সংযোগ থাকে কেন?
উত্তরঃ প্রাইমারি হাই সাইড থেকে
সেকেন্ডারি লো সাইডে গ্রাহকদের সরবরাহ
দেয়া হয়। এক্ষেত্রে ডেল্টা/স্টার সংযোগ
উপযোগী কারন, তিন ফেজ চার তার ব্যবস্থা
একমাত্র স্টার সংযোগে পাওয়া যায়। তাহলে
গ্রাহকদের প্রয়োজনে তিন ফেজ ও সিঙ্গেল
ফেজ উভয় সরবরাহ দেয়া যাবে।
প্রশ্ন–৪. ট্রান্সফরমারের দক্ষতা কাকে
বলে? সর্বোচ্চ দক্ষতার শর্ত কি?
উত্তরঃ ট্রান্সফরমারের আউটপুট ও ইনপুট
পাওয়ারের অনুপাতকেই দক্ষতা বলে। কোন
ঘূর্ণন অংশ না থাকায় অন্যান্য সকল
ইলেকট্রিক্যাল মেশিনের চেয়ে
ট্রান্সফরমারের দক্ষতা অনেক বেশি প্রায়
৯৫% থেকে ৯৯% পর্যন্ত।
কোর লস = কপার লস হলে সরবচ্চ দক্ষতা হয়।
প্রশ্ন–৫. ট্রান্সফরমারে অয়েল (তৈল) এর
কাজ কি? অয়েল এর ফ্লাশ পয়েন্ট ও
ফায়ার পয়েন্ট বলতে কি বুঝায়?
উত্তরঃ ট্রান্সফরমারকে ঠাণ্ডা রাখা ও
ইন্সুলেশন হিসাবে কাজ করে ট্রান্সফরমার
অয়েল।
যে তাপমাত্রায় তৈলের বাস্পে আগুন ধরে
যায় তাকে ফ্লাশ পয়েন্ট (এই তাপমাত্রা
১৬০ C এর নিচে হওয়া ঠিক নয়) আর যে
তাপমাত্রায় ট্রান্সফরমারের তৈলে আগুন
ধরে যায় তাকে ফায়ার পয়েন্ট (এই
তাপমাত্রা ২০০ C এর নিচে হওয়া ঠিক নয়)
বলে।
প্রশ্ন–৬. ট্রান্সফরমারের স্লাজিং কি?
উত্তরঃ ট্রান্সফরমারের তৈল বাতাসের
সংস্পর্শে এসে এলে অক্সিজেনের সাথে
বিক্রিয়া করে তেলের অনু ভেঙ্গে গাঁদ বা
তলানি সৃষ্টি হয়, একে ট্রান্সফরমারের
স্লাজিং বলে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন