পৃষ্ঠাসমূহ

এই ব্লগটি সন্ধান করুন

Follow Us @soratemplates

এই ব্লগটি সন্ধান করুন

অবদানকারী

মঙ্গলবার, ১৫ জানুয়ারী, ২০১৯

টাইমার কি ভাবে কাজ করে?

টাইমার (Timer) কি। টাইমার কিভাবে কাজ করে____

টাইমার এক প্রকার রিলে। তবে এর বৈশিষ্ট্য হচ্ছে এতে ইচ্ছেমতো সময় নির্ধারণ করে দেওয়া যায়।<
অন্যান্য রিলের মত এতেও রয়েছে নরমালি ওপেন (NO) এবং নরমালি ক্লোজ (NC) কন্টাক্ট। তবে সাধারণ রিলের সাথে এর পার্থক্য হলো- সাধারণ রিলের কয়েলে সাপ্লাই দেয়ার সাথে সাথেই রিলের অবস্থার পরিবর্তন ঘটে, অপরদিকে টাইমারের কয়েলে সাপ্লাই দেয়ার পর নির্ধারণ করে দেয়া সময় শেষ হলে এর অবস্থার পরিবর্তন ঘটে।

অর্থাৎ টাইমারের কয়েলে সাপ্লাই দেয়ার সাথে সাথে টাইমার সময় গণনা করতে শুরু করে, নির্ধারণ করে দেয়া সময় শেষ হলে এর নরমালি ওপেন (NO) কন্টাক্টগুলো ক্লোজ হয় এবং নরমালি ক্লোজ (NC) কন্টাক্টগুলো ওপেন হয়ে যায়। এভাবে এটি নির্ধারিত সময় পরে কোন লোডকে চালু অথবা বন্ধ করে দেয়।
টাইমার সেকেন্ড, মিনিট, ঘন্টা সহ বিভিন্ন এককে পাওয়া যায়।

কোন মন্তব্য নেই: