পৃষ্ঠাসমূহ

এই ব্লগটি সন্ধান করুন

Follow Us @soratemplates

এই ব্লগটি সন্ধান করুন

অবদানকারী

সোমবার, ২৮ জানুয়ারী, ২০১৯

Solenoid Valve

ইন্ডাস্ট্রি তে বহুল ব্যবহৃত এই ডিভাইস এর নাম Solenoid Valve. এটি অনেকটা রিলে এর মতই কাজ করে। এই ভালভ এর মাধ্যমে সাধারণত হাওয়ার লাইন (air flow) নিয়ন্ত্রণ করা যায়। এর ইনপুট একটি(number: 2) যেখানে হওয়া এর ইনপুট লাগানো থাকে। আউটপুট ২ টি। একটি NO (normally open,  number :3) অপরটি NC (normally close,number  :4). এর একটি কয়েল আছে(number :1)। কয়েল ভোল্টেজ বিভিন্ন রকম হতে পারে (A.C 220,110,36,24 V or D.C 24,12 V)। কয়েল ভোল্টেজ দেওয়ার পর ভালভ এর NO, NC হয়ে যার।,আর NC,  NO হয়ে যায়।
অথ্যাৎ ইনপুট এর হাওয়া দিলে তা  NO দিয়ে আউটপুট দেবে।কয়েল ভোল্টেজ পাওয়ার পর NC দিয়ে আউটপুট বের হবে এবং NO দিয়ে আউটপুট বের হওয়া বন্ধ হবে।
কয়েল ভোল্টেজ না দিয়ে ও ডিভাইসটি ভাল আছে কিনা চেক করার জন্য একটি ম্যানুয়াল সুইচ আছে (number :5)। 

Note : ইনপুট আউটপুট কম বেশি হয়ে পারে।এটি নির্ভর করে মেশিনের প্রয়োজন এবং manufacturing company এর উপর।

কোন মন্তব্য নেই: