Machine এর Practicall কিছু Problem
1. একটি Stenter m/c এ কোন signal নাই but Running হচ্ছেনা problem কি?
উত্তর: Stenter মেশিনের মেইন অংশ হচ্ছে মেশিনের চেইন, চেইনের মটর কি দিয়ে ড্রাইপ করা তা দেখতে হবে, তার আগে নরমালি on সুইচ চেক করে নেয়া ভালো।
2. Dyeing m/c winch কিছুক্ষণ পরপর off হচ্ছে এবং কিছুক্ষণ পরপর running হচ্ছে problem কি?
উত্তর: মেশিন on ও off বাটনের NO,NC তে সমস্যা।
3. হঠাৎ m/c এর একটি Temperature down হয়ে গেলে কি করা হয়?
উত্তর: PT 100 এ সমস্যা।
4. Machine এর belt side হয়ে যাওয়ার কারণ কি?
উত্তর:হাইড্রোলিক কাজ করছে না, সলিনয়েড কাজ করছেনা।
5.Winch motor কখন Running হয়?
উত্তর: মেইন পাম্প রানিং নেওয়ার পর।এর সাথে প্লেটার মটর চালো হয়।
লিখা বা কোন উত্তর ভুল হলে ক্ষমা করবেন ও সঠিক উত্তর কমেন্ট করবেন দয়া করে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন