আমি একটি প্রশ্ন করেছিলাম বেশি power Motor এর coil পুরে যাওয়ার হাত থেকে রক্ষা করার জন্য Star Delta করা কিন্তু DOL কেন করা হয় ?
অনেকেই সঠিক উত্তর দিয়েছেন।
আমরা জানি,
Motor একটি নির্দিষ্ট Power cross করলেই star Delta করতে হয় আর Power কম হলে DOL করতে হয়। আমি আমার প্রতিষ্ঠানে দেখেছি 8 kw motor DOL এ চলতে। এখানে আমি এই বিতর্কে যেতে চাই না।
এখন মূল আলোচনায় আসা যাক, DOL শুধু small Power এর জন্য করা হয় না,,,,,,,,,,
আরো গুরুত্বপূর্ণ ভূমিকা আছে,,,,,
DOL connection করার মূল আরো কারণ হলো যদি motor running অবস্থায় power চলে যায় এবং কিছুক্ষণ পরে আবার Power চলে আসে তাহলে আপনার Motor টি আপনা আপনি আর running হবে না। যতক্ষণ না আপনি পুনরায় motor চালু করবেন।
যার ফলে অনাকাঙ্খিত দূর্ঘটনা থেকে ও আপনার motor টি রক্ষা পাবে।
এটা আমাদের ঘরের বাতি বা ফ্যান নয় যে Power চলে যাওয়ার সাথে সাথে ON OFF করার প্রয়োজন আছে।
এটি একটি motor এখানে অনেক Power এর খেলা মেলা এবং Motor এর সাথে আনুষাঙ্গিক অনেক ঘুর্নিওমান যন্ত্রপাতি সংপৃক্ত তাই অবশ্যই Power চলে যাওয়ার পর মোটর বন্ধ হয়ে যেতে হবে ।
আর এই মেকানিজম টি করে MC Latching system.
তা না হলে কিন্তু Motor এর মধ্যে একটি MCB লাগালে চলতো। কিয়ামত পর্যন্ত অন অফ করার জন্য।
আমি আমার মতো করে দিলাম ।
সিনিয়ররা আপনাদের মত আপনার বুঝে নিবেন।
Engr Rafikul Islam
Bsc - in-
Electrical & Electronic Engineering.
Admin
EEE power bridge FB group.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন