বন্ধুরা অনেকেই অনুরোধ করেছেন যে KVAR,KVA, KV এবং KW সমপর্কে কিছু লিখি।কিছু টা লেখার চেস্টা করছি,ভুল হলে ক্ষমা করবেন।
KVAR:Kilo Volt Amp reactite
Reactive Power এর একক VAR।একে ১০০০ দিয়ে গুন করে KVAR করা হয়। Power Factor রেটিং KVAR.
KVA: Kilo Volt Amp
Apparent Power এর একক VA।একে ১০০০ দিয়ে ভাগ করে KVA ধরা হয়। সাধারণত যেখানে PF এর মান জানা নেই সেখানে Power এর মান KVA ধরা হয়। যেমন জেনারেটর,ট্রানসফরমার,IPS ইত্যাদি। সাধারণত জেনারেটর বা ট্রানসফরমারের রেটিং KVA ধরা হয়।
KW =Kilo Watt
Real Power কে Watt বলে।একে ১০০০ দিয়ে ভাগ করে Killowatt পাই।সাধারণত মোটর বা হিটারের রেটিং কে KW ধরা হয়।
KV=Kilo Volt
Normal Voltage কে ১০০০ দ্বারা ভাগ করে KV বলি।
ডিসট্রিবিউটর গ্রাহকের লাইনের রেটিং কে KVবলে।যেমন 11KV,33KV লাইন
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন