পৃষ্ঠাসমূহ

এই ব্লগটি সন্ধান করুন

Follow Us @soratemplates

এই ব্লগটি সন্ধান করুন

অবদানকারী

মঙ্গলবার, ১৪ মে, ২০১৯

এয়ারকন্ডিসন [AC কে KW প্রকাস না করে টনে প্রকাস করে কে।

Ac কে ton এ প্রকাশ করার কারন হল ঐ ac দারা কি পরিমান তাপ নিরগামন করা যাবে তা বুজানো হই।এই জন্য ac কে kw এ প্রকাশ না করে ton এ প্রকাশ করা হই। আর 1 ton ac =12000 btu/hr. অথবা 3517w / 3.517kw যা ঐ ac তাপ নিরগমন ক্ষমতাকে বুজাই।অই ac input power কত হবে তা নিরভর করে EER(electrical efficiency rating)  এর উপর। 5 star ac EER এর মান থাকে 3.5
So,
    Input power=3.518/3.5=1.005 kw
@♥
এসিকে টনে প্রকাশ করা হয় তার কারন হল
প্রতি ঘন্টায় কি পরিমাণ তাপ রোম থেকে
remove করতে পারে এর উপর ভিত্তি করে
এসিকে তৈরি করা হয়।তার মানে এটা তাপের
সাথে সম্পর্কিত। টন হল তাপের একটি একক।
কোন এসি যদি প্রতি ঘন্টায় ১২০০০ বিটিউ বা
১০০০ কিলোক্যালরি বা ৪১২০ কিলোজুল তাপ
remove করতে পারে তাকে এক টন এসি বলে।
এজন্ন এসিকে টন হিসাবে তৈরি হয়।

♥♥♥♥♥♥
AC কে টনে প্রকাশ করা হয় কিন্তু KW এ প্রকাশ করা হয় না, এর কারন হলো, আমরা সকলে জানি AC ব্যবহার করা হয় Cooling purpose এ। আর Cooling এর সাথে সুন্দর সম্পর্ক আছে বরফের। Cool কোন কিছু বললে আমাদের প্রথমে বরফরে কথা মনে আসে।
১ টন এসি বলতে ১০০০কেজির এসি বুঝায় না, এর দ্বারা বুঝানো হয়, ১টন বরফ গলতে যে পরিমাণ আপেক্ষিক সুপ্ততাপ প্রয়োজন হয়(Latent Specific Heat) সেই পরিমান তাপমাত্রা ১টন এসি কমাতে পারে।
আশাকরি বুঝতে পারছেন। আর কোন ভুল হয়ে থাকলে অবশ্যই ধরিয়ে দিবেন।
We are learners, we want to learn.

কোন মন্তব্য নেই: