ভোল্টেজ পরিমাপ করা হয় দুই টার্মিনাল এর মাঝে, তাই ফেজ তিনটা হইলেও দুই টা লাইনের ভোল্টেজ ডিফারেন্স টা মাপা হয়, এখন তাহলে প্রশ্ন হইল ভোল্টেজ সিংগেল ফেজ এ ২২০, কিন্তু দুই ফেজ এর ভোল্টেজ ৪০০, ৪৪০ না কেন?
উত্তর হলো, এইখানে বীজিগানিতিক যোগ না হয়ে ভেক্টর যোগ ( দিকনির্দেশক রাশি আকারে) হয়, ধরেন আপনি বাসা থেকে উত্তর দিকে হাটাদিয়ে ৬ কিলো গেলেন, তারপর পশ্চিমে ৮ কিলো গেলেন, তাহলে হাটলেন ১৪ কিলো, কিন্তু দুরত্ব হবে মাত্র ১০ কিলো, এইভাবে, দুই ফেজ এর ভোল্টেজ এর মধ্যে ১২০* ফারাক থাকে, তাই এদের মধ্যকার ভোল্টেজ ৪০০ হয় ( ১.৭৩ গুন), ৪৪০ হয় না( ২ গুন না).
♥♥
৩ ফেজ সিস্টেম পাটিগণিত এর নিয়ম মেনে চলে না, এটা ফেজর অ্যালজাব্রা মেনে চলে।
এ কারণে ৩ ফেজের ভোল্টেজ এর যোগফল গাণিতিকভাবে ২২০*৩= ৬৬০ না হয়ে ভেক্টরীয় যোগফলের হিসাবে ২২০*১.৭৩~= ৪০০ ভোল্ট হয়
♥♥
আসলে 3phase এ 3টি phase difference তৈরি হয় যার ২টি ফেজ একই সময়ে line এবং ১টি negative হিসেবে wave তেরি করে চলে।।
যার কারনে আমরা line to line voltage হিসেবে ৪৪০ বা ৪১৫ ভোল্ট পেয়ে থাকি।।।
♥♥♥
সবচেয়ে ছোট এবং সহজ উত্তর হচ্ছে এই হিসাব সাধারণ নিয়মে করা হয় না (যেমন পাটিগণিত বা সাধারণ বীজগণিত এর নিয়মে) এটা যে একেবারেই বুঝেনা তাকে বুঝানোর জন্য সবচেয়ে সহজ উত্তর। আর একটা হবে সিঙ্গেল ফেজ এ ফেজ এবং নিউট্রাল এর মধ্যে মাপা হয় কিন্তু ৩ ফেজ সিস্টেমে ফেজ টু ফেজ এ মাপা হয় ভোল্টেজ।(এটা মোর টেকনিক্যাল সহজ উত্তর) আর হ্যা... এ প্রশ্নটা করাই হয় কনফিউজ করে দেয়ার জন্য। আর ৩ ফেজে নেগেটিভ বলে কিছু নেই এবং দরকারও হয় না। কেননা দুটো ফেজ ফরোয়ার্ড এবং একটি ফেজ রিভার্স হিসেবে কাজ করে এবং এটা ৩ টি ফেজের মধ্যে পরিবর্তিত হতে থাকে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন