পৃষ্ঠাসমূহ

এই ব্লগটি সন্ধান করুন

Follow Us @soratemplates

এই ব্লগটি সন্ধান করুন

অবদানকারী

রবিবার, ৫ মে, ২০১৯

লাইট অফ থাকা অবস্থায় থেকে থেকে জ্বলে উঠে কেন?

পোস্টের সমাধান করতে গিয়ে নিম্নোক্ত সার্কিটটি ড্রইং করা হয়েছে সাধারণত বেড সুইচ এর সাথে এলইডি ইন্ডিকেটর ব্যবহার করা হয় এই ইন্ডিকেটরটি মূলত সুইচ অফ থাকলে জ্বলতে থাকে কিন্তু সুইচ অন করলে এলইডি ইনডিকেটর টি অফ হয়ে যায় (সুইচ এর সাথে বাতি সংযুক্ত থাকা সাপেক্ষে)।  যখন সুইচ অফ পজিশনে থাকে তখন এলইডি টি রেজিস্টরের মাধ্যমে এক প্রান্তে ফেজ প্রাপ্ত হয় অপর প্রান্ত লোডের মাধ্যমে নিউট্রাল প্রাপ্ত হয় ফলে এলইডি'র মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হয় এবং এলইডি টি জ্বলতে থাকে। যখন সুইচটি অন পজিশনে থাকে তখন লোড কারেন্ট সুইচ এর মধ্যে দিয়ে প্রবাহিত হয় ফলে এলইডি'র মধ্যে দিয়ে আর কোন কারেন্ট প্রবাহিত হয় না আর এ কারণে এলইডি টি অফ থাকে।
এখন প্রশ্ন হচ্ছে সুইচ অফ থাকার পরেও কেন এনার্জি বাতি ক্ষণে ক্ষণে জ্বলে উঠে নিভে যায়? তার কারণ হলো যখন সুইচটি অফ পজিশনে থাকে তখন এনার্জি বাতি ভিতরের সার্কিট এবং সার্কিটে ব্যবহৃত ক্যাপাসিটর এলইডি'র মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট দ্বারা চার্জ হতে থাকে একটা পর্যায়ে যখন ক্যাপাসিটরটি পূর্ণ চার্জ হয়ে যায় তখন এনার্জি বাতি জ্বলে ওঠার চেষ্টা করে এবং এতে করে লোড কারেন্ট বৃদ্ধি পায় কিন্তু সেই পরিমাণ লোড কারেন্ট এলইডি এর মধ্য দিয়ে প্রবাহিত হতে পারে না ফলে ক্যাপাসিটর এর মধ্যে যতটুকু চার্জ সঞ্চিত হয় সেই পরিমাণ চার্জ দ্বারা এনার্জি বাতি জ্বলে উঠে এবং ক্যাপাসিটরটি যখন পুনরায় ডিসচার্জ হয়ে যায় ফলে বাতিটা নিভে যায় এবং পূর্বের ঘটনার পুনরাবৃত্তি ঘটে থাকে আর এ কারণেই এনার্জি বাতি টি কিছুক্ষণ পরপর জ্বলে উঠে নিভে যায়।

২টি মন্তব্য:

Unknown বলেছেন...

সমস্যার সমাধান কি?

Unknown বলেছেন...

ধন্যবাদ।