আমরা শুধু অন্যের প্রতিষ্ঠানে নিরাপত্তা দেই,
কিন্তু নিজেদের নিরাপত্তার কথা ভাবি না তাই আজকে আমার এই পোস্ট।
আসসালামু আলাইকুম।
আশা করি মহান আল্লাহ তায়ালার কৃপায় সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে Electrical Engineering এর একটি Simple but most important sefty device RCCB নিয়ে আলোচনা করব।
আমরা যারা ইন্ডাস্ট্রিতে Maintenance & Service এ job করি, তারা শুধু ইন্ডাস্ট্রির বিভিন্ন Machine/device এর। Sefty নিয়ে ভাবি !
যেমন
Phase failure relay,
ফেস সিকোয়েন্স রিলে
Voltage monitoring relay
Over load relay
Sefty relay etc.
কিন্তু কখনো কি নিজের, আপনজনের ও নিজের ঘরের বা বাসার সেফটি নিয়ে ভেবেছেন ?
যদি ভেবে থাকেন তাহলে আপনার জন্য এই পোস্ট !!!!
সেই সাথে যেহেতু এখন শীতকাল তাই গ্রুপে অনেকেই গ্রীজার (Grizar) এবং Water heater নিয়ে আলোচনা করছেন তাদেরও বিষয়টা জানা উচিত।
আমরা যখন আমাদের বাসা বাড়িতে Home appliance
অর্থাৎ Bulb,fan, iron,Tv,frizz, water heater. mobile charger, motor & grizar etc ব্যবহার করি, তার Total load calculation করে বাসাবাড়ির চাহিদা অনুযায়ী SP,DT& TP circuit breaker ব্যবহার করে থাকি।
অর্থাৎ ধরলাম আমার বাসার
Total load 25A
এখন তার Extra 25% (sefty) ধরে circuit breaker নির্বাচন করতে হবে।
সুতরাং,
Total load 25A*1.25
= 31.25A
=32A circuit breaker select করতে হবে।
এখন এই সার্কিট ব্রেকার আপনার সিস্টেমের নিরাপত্তা দিবে, কিন্তু সরাসরি আপনার জীবনের/জানের নিরাপত্তা দিবেনা।
আর এটা থেকে পরিত্রাণের উপায় হল যদি আপনার System এ একটি RCCB লাগিয়ে দিন।
#RCCB কি ?
Residual Current Circuit breaker (Rccb).
এই Rccb হলো protection device. যা system এ যেকোনো ভাবে leakege current প্রবাহিত হলে Total system off করে দিবে এবং নিজে off হয়ে যাবে তার rating Ampere এর উপর কারেন্ট প্রবাহিত হলেই ।
মানব দেহ ঐ system এর Power যেকোনো ভাবে সংস্পর্শে আসলেই বা যেকোনো ভাবে leakege current প্রবাহিত হলে total system off হয়ে যাবে আমাদের কোন ক্ষতি না করেই। তবে অবশ্যই Rccb sensitivity mA current rating অতিক্রম করতে হবে।
দারুন না ?
অর্থাৎ আমরা কোন শর্ক অনুভব করব না, কিন্তু আমাদের সিস্টেম বন্ধ হয়ে যাবে।
দারুন মজা।
#Rccb_এব_মধ্যে_দুটি_Ampere_Rating_থাকে
1. Normal Ampere Rating &
2. Sensitivity Ampere Rating.
1.Normal Ampere Rating হলো Rccb এর total load বহন করার ক্ষমতা। অর্থাৎ এটি 16A,20A,32A40A,50A & 63A ইত্যাদি হতে পারে।
2.Sensitivity Ampere Rating হলো কতোটুকু leakege current প্রবাহিত হলে Rccb trip করে total system off করে দিবে।
এটি 10mA, 20mA, 30mA & 50mA etc sensitivity
Capacity Rccb থাকে।
আমরা বাসা বাড়ির জন্য 30mA Rccb ব্যবহার করবো। যা কোন প্রকার শক অনুভব না করেই টোটাল সিস্টেম অফ করে দিবে।
আমরা যখন বাসা বাড়িতে Grizar ব্যবহার করি তখন অনেক সময় আমরা Grizar on অবস্থায় গোসল করি, তখন অনেক সময় leakege current প্রবাহিত হয়ে আমাদের বড় ধরনের ক্ষতি হতে পারে এ থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা Rccb ব্যবহার করতে পারি।
Grizar এ Leakege current প্রবাহিত হওয়ার মুহূর্তের মধ্যে সিস্টেম অফ হয়ে যাবে।
এবং অনেক সময় আমরা গরম পানি করার জন্য Water heater ব্যবহার করে থাকি । তখন মনের ভুলে water heater বন্ধ না করে আমরা পানি বা পট স্পর্শ করতে গেলে আমাদের হলে শক করে ।
সেটা থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা rccb ব্যবহার করতে পারি।
#বিশেষ_দ্রষ্টব্য
সবসময় একটি কথা মনে রাখতে হবে Rccb কখনো Short circuit & Over load প্রতিহত করতে পারে না।
এটা just leakege current এ Total system off করতে পারে।
এখন প্রশ্ন হল আমরা কিভাবে RCCB ব্যবহার করব ?
ধরলাম
আমাদের বাসাবাড়ির Single phase load. আর আমাদের load 32A.
তাহলে SDB এ main breaker এ DP 32A circuit breaker হবে।
So, RCCB ও 32A DP হবে, অর্থাৎ Same হবে।
অর্থাৎ আমাদের Main breaker যত অ্যাম্পিয়ার ক্যাপাসিটি থাকবে আমাদের RCCB ও তত ক্যাপাসিটি select করতে হবে।
এখন প্রশ্ন হলো কিভাবে connection করবেন,,,,
প্রথমেই Energy meter থেকে দুটি wire বের হয়ে main breaker যাবে। তারপর main breaker এর outgoing Rccb এর Incoming যারে এবং Rccb এর outgoing wire বাসাবাড়ির সব appliance connection হবে।
কখনোই Rccb main circuit breaker এর আগে connection হবে না।
অনেকেই আমার কাছে জানতে চান এবং অভিযোগ করেন RCCB ব্যবহারের ফলে অনেক জটিলতার মধ্যে পড়তে হয়!
Rccb বারবার Trip করে ! এর সমাধান কি ? অনেকে আবার বিরক্ত হয়ে Rccb খুলে ফেলে দেন।
এ সমস্যা থেকে বের হতে হলে আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে আপনার
1. System এর Neutral line অন্য কোন neutral line বা অন্য কোন meter এ লাগানো আছে কি না ?
যদি থাকে তাহলে আপনার Rccb টা Trip করবে। তাই যদি থাকে তা বিচ্ছিন্ন করতে হবে।
2. যদি আপনার Rccb এর load সাইডে neutral এবং earthing এর সংযোগ থাকলে Rccb trip করবে।
3. তাছাড়া আপনার যদি কোন Equipment Friz,motor ত্রুটিপূর্ণ হয় অর্থাৎ leakege current প্রবাহিত হয় তাহলেও Rccb trip করবে।
#সমাধান।
প্রথমে আপনি একটি clip on meter নিয়ে Rccb outgoing এর phase line এ ধরবেন।
ধরার পর যে পরিমাণ কারেন্ট পাবেন ঠিক তা neutral line এ ও পাবেন। যদি Neutral line এ phase line এর সমপরিমাণ current না পান তাহলে আপনার system এ leakege current প্রবাহিত হচ্ছে ।
অর্থাৎ আমার neutral অন্য কোন neutral বা earthing সাথে সংযোগ আছে তা বিচ্ছিন্ন করতে হবে।
তারপরও যদি দেখেন আপনার Rccb trip করছে তাহলে আপনার বাসা বাড়ির total load ও Rccb OFF করবেন।
তারপর আবার Rccb ON করে আপনার বাসার এক এক করে সকল load ON করবেন।
এখন যে load on করার পর Rccb trip করে সেই load ত্রুটিপূর্ণ।
সে load charge করবেন হয়ে যাবে বা ত্রুটিমুক্ত করতে হবে। তারপরও যদি না হয় তাহলে আপনি যখন load on করেন তখন service wire load এ দেওয়ার পর phase neutral wire Insolation হালকা leakege করে অথবা Insolation failure.
এভাবে কাজ করেন ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে।
তবে দয়া করে কেউ নিম্নমানের Rccb ব্যবহার করবেন না। ব্যবহার করলে কাঙ্খিত ফল পাবেন না।
#Engr_Md_Rafikul_Islam
#Electrical_Engineer
#Founder &
#Admin
#EEE_Power_Bridge
কিন্তু নিজেদের নিরাপত্তার কথা ভাবি না তাই আজকে আমার এই পোস্ট।
আসসালামু আলাইকুম।
আশা করি মহান আল্লাহ তায়ালার কৃপায় সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে Electrical Engineering এর একটি Simple but most important sefty device RCCB নিয়ে আলোচনা করব।
আমরা যারা ইন্ডাস্ট্রিতে Maintenance & Service এ job করি, তারা শুধু ইন্ডাস্ট্রির বিভিন্ন Machine/device এর। Sefty নিয়ে ভাবি !
যেমন
Phase failure relay,
ফেস সিকোয়েন্স রিলে
Voltage monitoring relay
Over load relay
Sefty relay etc.
কিন্তু কখনো কি নিজের, আপনজনের ও নিজের ঘরের বা বাসার সেফটি নিয়ে ভেবেছেন ?
যদি ভেবে থাকেন তাহলে আপনার জন্য এই পোস্ট !!!!
সেই সাথে যেহেতু এখন শীতকাল তাই গ্রুপে অনেকেই গ্রীজার (Grizar) এবং Water heater নিয়ে আলোচনা করছেন তাদেরও বিষয়টা জানা উচিত।
আমরা যখন আমাদের বাসা বাড়িতে Home appliance
অর্থাৎ Bulb,fan, iron,Tv,frizz, water heater. mobile charger, motor & grizar etc ব্যবহার করি, তার Total load calculation করে বাসাবাড়ির চাহিদা অনুযায়ী SP,DT& TP circuit breaker ব্যবহার করে থাকি।
অর্থাৎ ধরলাম আমার বাসার
Total load 25A
এখন তার Extra 25% (sefty) ধরে circuit breaker নির্বাচন করতে হবে।
সুতরাং,
Total load 25A*1.25
= 31.25A
=32A circuit breaker select করতে হবে।
এখন এই সার্কিট ব্রেকার আপনার সিস্টেমের নিরাপত্তা দিবে, কিন্তু সরাসরি আপনার জীবনের/জানের নিরাপত্তা দিবেনা।
আর এটা থেকে পরিত্রাণের উপায় হল যদি আপনার System এ একটি RCCB লাগিয়ে দিন।
#RCCB কি ?
Residual Current Circuit breaker (Rccb).
এই Rccb হলো protection device. যা system এ যেকোনো ভাবে leakege current প্রবাহিত হলে Total system off করে দিবে এবং নিজে off হয়ে যাবে তার rating Ampere এর উপর কারেন্ট প্রবাহিত হলেই ।
মানব দেহ ঐ system এর Power যেকোনো ভাবে সংস্পর্শে আসলেই বা যেকোনো ভাবে leakege current প্রবাহিত হলে total system off হয়ে যাবে আমাদের কোন ক্ষতি না করেই। তবে অবশ্যই Rccb sensitivity mA current rating অতিক্রম করতে হবে।
দারুন না ?
অর্থাৎ আমরা কোন শর্ক অনুভব করব না, কিন্তু আমাদের সিস্টেম বন্ধ হয়ে যাবে।
দারুন মজা।
#Rccb_এব_মধ্যে_দুটি_Ampere_Rating_থাকে
1. Normal Ampere Rating &
2. Sensitivity Ampere Rating.
1.Normal Ampere Rating হলো Rccb এর total load বহন করার ক্ষমতা। অর্থাৎ এটি 16A,20A,32A40A,50A & 63A ইত্যাদি হতে পারে।
2.Sensitivity Ampere Rating হলো কতোটুকু leakege current প্রবাহিত হলে Rccb trip করে total system off করে দিবে।
এটি 10mA, 20mA, 30mA & 50mA etc sensitivity
Capacity Rccb থাকে।
আমরা বাসা বাড়ির জন্য 30mA Rccb ব্যবহার করবো। যা কোন প্রকার শক অনুভব না করেই টোটাল সিস্টেম অফ করে দিবে।
আমরা যখন বাসা বাড়িতে Grizar ব্যবহার করি তখন অনেক সময় আমরা Grizar on অবস্থায় গোসল করি, তখন অনেক সময় leakege current প্রবাহিত হয়ে আমাদের বড় ধরনের ক্ষতি হতে পারে এ থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা Rccb ব্যবহার করতে পারি।
Grizar এ Leakege current প্রবাহিত হওয়ার মুহূর্তের মধ্যে সিস্টেম অফ হয়ে যাবে।
এবং অনেক সময় আমরা গরম পানি করার জন্য Water heater ব্যবহার করে থাকি । তখন মনের ভুলে water heater বন্ধ না করে আমরা পানি বা পট স্পর্শ করতে গেলে আমাদের হলে শক করে ।
সেটা থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা rccb ব্যবহার করতে পারি।
#বিশেষ_দ্রষ্টব্য
সবসময় একটি কথা মনে রাখতে হবে Rccb কখনো Short circuit & Over load প্রতিহত করতে পারে না।
এটা just leakege current এ Total system off করতে পারে।
এখন প্রশ্ন হল আমরা কিভাবে RCCB ব্যবহার করব ?
ধরলাম
আমাদের বাসাবাড়ির Single phase load. আর আমাদের load 32A.
তাহলে SDB এ main breaker এ DP 32A circuit breaker হবে।
So, RCCB ও 32A DP হবে, অর্থাৎ Same হবে।
অর্থাৎ আমাদের Main breaker যত অ্যাম্পিয়ার ক্যাপাসিটি থাকবে আমাদের RCCB ও তত ক্যাপাসিটি select করতে হবে।
এখন প্রশ্ন হলো কিভাবে connection করবেন,,,,
প্রথমেই Energy meter থেকে দুটি wire বের হয়ে main breaker যাবে। তারপর main breaker এর outgoing Rccb এর Incoming যারে এবং Rccb এর outgoing wire বাসাবাড়ির সব appliance connection হবে।
কখনোই Rccb main circuit breaker এর আগে connection হবে না।
অনেকেই আমার কাছে জানতে চান এবং অভিযোগ করেন RCCB ব্যবহারের ফলে অনেক জটিলতার মধ্যে পড়তে হয়!
Rccb বারবার Trip করে ! এর সমাধান কি ? অনেকে আবার বিরক্ত হয়ে Rccb খুলে ফেলে দেন।
এ সমস্যা থেকে বের হতে হলে আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে আপনার
1. System এর Neutral line অন্য কোন neutral line বা অন্য কোন meter এ লাগানো আছে কি না ?
যদি থাকে তাহলে আপনার Rccb টা Trip করবে। তাই যদি থাকে তা বিচ্ছিন্ন করতে হবে।
2. যদি আপনার Rccb এর load সাইডে neutral এবং earthing এর সংযোগ থাকলে Rccb trip করবে।
3. তাছাড়া আপনার যদি কোন Equipment Friz,motor ত্রুটিপূর্ণ হয় অর্থাৎ leakege current প্রবাহিত হয় তাহলেও Rccb trip করবে।
#সমাধান।
প্রথমে আপনি একটি clip on meter নিয়ে Rccb outgoing এর phase line এ ধরবেন।
ধরার পর যে পরিমাণ কারেন্ট পাবেন ঠিক তা neutral line এ ও পাবেন। যদি Neutral line এ phase line এর সমপরিমাণ current না পান তাহলে আপনার system এ leakege current প্রবাহিত হচ্ছে ।
অর্থাৎ আমার neutral অন্য কোন neutral বা earthing সাথে সংযোগ আছে তা বিচ্ছিন্ন করতে হবে।
তারপরও যদি দেখেন আপনার Rccb trip করছে তাহলে আপনার বাসা বাড়ির total load ও Rccb OFF করবেন।
তারপর আবার Rccb ON করে আপনার বাসার এক এক করে সকল load ON করবেন।
এখন যে load on করার পর Rccb trip করে সেই load ত্রুটিপূর্ণ।
সে load charge করবেন হয়ে যাবে বা ত্রুটিমুক্ত করতে হবে। তারপরও যদি না হয় তাহলে আপনি যখন load on করেন তখন service wire load এ দেওয়ার পর phase neutral wire Insolation হালকা leakege করে অথবা Insolation failure.
এভাবে কাজ করেন ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে।
তবে দয়া করে কেউ নিম্নমানের Rccb ব্যবহার করবেন না। ব্যবহার করলে কাঙ্খিত ফল পাবেন না।
#Engr_Md_Rafikul_Islam
#Electrical_Engineer
#Founder &
#Admin
#EEE_Power_Bridge