পৃষ্ঠাসমূহ

এই ব্লগটি সন্ধান করুন

Follow Us @soratemplates

এই ব্লগটি সন্ধান করুন

অবদানকারী

বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২

নিজের নিরাপত্তা

৭:৩২ AM 0 Comments
আমরা শুধু অন্যের প্রতিষ্ঠানে নিরাপত্তা দেই,
কিন্তু নিজেদের নিরাপত্তার কথা ভাবি না তাই আজকে আমার এই পোস্ট।
আসসালামু আলাইকুম।
আশা করি মহান আল্লাহ তায়ালার কৃপায় সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে Electrical Engineering এর একটি Simple but most important sefty device RCCB নিয়ে আলোচনা করব।
আমরা যারা ইন্ডাস্ট্রিতে Maintenance & Service এ job করি, তারা শুধু ইন্ডাস্ট্রির বিভিন্ন Machine/device এর। Sefty নিয়ে ভাবি !
যেমন
Phase failure relay,
ফেস সিকোয়েন্স রিলে
Voltage monitoring relay
Over load relay
Sefty relay etc.
কিন্তু কখনো কি নিজের, আপনজনের ও নিজের ঘরের বা বাসার সেফটি নিয়ে ভেবেছেন ?
যদি ভেবে থাকেন তাহলে আপনার জন্য এই পোস্ট !!!!
সেই সাথে যেহেতু এখন শীতকাল তাই গ্রুপে অনেকেই গ্রীজার (Grizar) এবং Water heater নিয়ে আলোচনা করছেন তাদেরও বিষয়টা জানা উচিত।
আমরা যখন আমাদের বাসা বাড়িতে Home appliance
অর্থাৎ Bulb,fan, iron,Tv,frizz, water heater. mobile charger, motor & grizar etc ব্যবহার করি, তার Total load calculation করে বাসাবাড়ির চাহিদা অনুযায়ী SP,DT& TP circuit breaker ব্যবহার করে থাকি।
অর্থাৎ ধরলাম আমার বাসার
Total load 25A
এখন তার Extra 25% (sefty) ধরে circuit breaker নির্বাচন করতে হবে।
সুতরাং,
Total load 25A*1.25
= 31.25A
=32A circuit breaker select করতে হবে।
এখন এই সার্কিট ব্রেকার আপনার সিস্টেমের নিরাপত্তা দিবে, কিন্তু সরাসরি আপনার জীবনের/জানের নিরাপত্তা দিবেনা।
আর এটা থেকে পরিত্রাণের উপায় হল যদি আপনার System এ একটি RCCB লাগিয়ে দিন।
#RCCB কি ?
Residual Current Circuit breaker (Rccb).

এই Rccb হলো protection device. যা system এ যেকোনো ভাবে leakege current প্রবাহিত হলে Total system off করে দিবে এবং নিজে off হয়ে যাবে তার rating Ampere এর উপর কারেন্ট প্রবাহিত হলেই ।
মানব দেহ ঐ system এর Power যেকোনো ভাবে সংস্পর্শে আসলেই বা যেকোনো ভাবে leakege current প্রবাহিত হলে total system off হয়ে যাবে আমাদের কোন ক্ষতি না করেই। তবে অবশ্যই Rccb sensitivity mA current rating অতিক্রম করতে হবে।
দারুন না ?
অর্থাৎ আমরা কোন শর্ক অনুভব করব না, কিন্তু আমাদের সিস্টেম বন্ধ হয়ে যাবে।
দারুন মজা।
#Rccb_এব_মধ্যে_দুটি_Ampere_Rating_থাকে
1. Normal Ampere Rating &
2. Sensitivity Ampere Rating.
1.Normal Ampere Rating হলো Rccb এর total load বহন করার ক্ষমতা। অর্থাৎ এটি 16A,20A,32A40A,50A & 63A ইত্যাদি হতে পারে।
2.Sensitivity Ampere Rating হলো কতোটুকু leakege current প্রবাহিত হলে Rccb trip করে total system off করে দিবে।
এটি 10mA, 20mA, 30mA & 50mA etc sensitivity
Capacity Rccb থাকে।
আমরা বাসা বাড়ির জন্য 30mA Rccb ব্যবহার করবো। যা কোন প্রকার শক অনুভব না করেই টোটাল সিস্টেম অফ করে দিবে।
আমরা যখন বাসা বাড়িতে Grizar ব্যবহার করি তখন অনেক সময় আমরা Grizar on অবস্থায় গোসল করি, তখন অনেক সময় leakege current প্রবাহিত হয়ে আমাদের বড় ধরনের ক্ষতি হতে পারে এ থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা Rccb ব্যবহার করতে পারি।
Grizar এ Leakege current প্রবাহিত হওয়ার মুহূর্তের মধ্যে সিস্টেম অফ হয়ে যাবে।
এবং অনেক সময় আমরা গরম পানি করার জন্য Water heater ব্যবহার করে থাকি । তখন মনের ভুলে water heater বন্ধ না করে আমরা পানি বা পট স্পর্শ করতে গেলে আমাদের হলে শক করে ।
সেটা থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা rccb ব্যবহার করতে পারি।

#বিশেষ_দ্রষ্টব্য

সবসময় একটি কথা মনে রাখতে হবে Rccb কখনো Short circuit & Over load প্রতিহত করতে পারে না।
এটা just leakege current এ Total system off করতে পারে।
এখন প্রশ্ন হল আমরা কিভাবে RCCB ব্যবহার করব ?
ধরলাম
আমাদের বাসাবাড়ির Single phase load. আর আমাদের load 32A.
তাহলে SDB এ main breaker এ DP 32A circuit breaker হবে।
So, RCCB ও 32A DP হবে, অর্থাৎ Same হবে।

অর্থাৎ আমাদের Main breaker যত অ্যাম্পিয়ার ক্যাপাসিটি থাকবে আমাদের RCCB ও তত ক্যাপাসিটি select করতে হবে।
এখন প্রশ্ন হলো কিভাবে connection করবেন,,,,
প্রথমেই Energy meter থেকে দুটি wire বের হয়ে main breaker যাবে। তারপর main breaker এর outgoing Rccb এর Incoming যারে এবং Rccb এর outgoing wire বাসাবাড়ির সব appliance connection হবে।
কখনোই Rccb main circuit breaker এর আগে connection হবে না।
অনেকেই আমার কাছে জানতে চান এবং অভিযোগ করেন RCCB ব্যবহারের ফলে অনেক জটিলতার মধ্যে পড়তে হয়!
Rccb বারবার Trip করে ! এর সমাধান কি ? অনেকে আবার বিরক্ত হয়ে Rccb খুলে ফেলে দেন।
এ সমস্যা থেকে বের হতে হলে আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে আপনার
1. System এর Neutral line অন্য কোন neutral line বা অন্য কোন meter এ লাগানো আছে কি না ?
যদি থাকে তাহলে আপনার Rccb টা Trip করবে। তাই যদি থাকে তা বিচ্ছিন্ন করতে হবে।
2. যদি আপনার Rccb এর load সাইডে neutral এবং earthing এর সংযোগ থাকলে Rccb trip করবে।
3. তাছাড়া আপনার যদি কোন Equipment Friz,motor ত্রুটিপূর্ণ হয় অর্থাৎ leakege current প্রবাহিত হয় তাহলেও Rccb trip করবে।

#সমাধান।

প্রথমে আপনি একটি clip on meter নিয়ে Rccb outgoing এর phase line এ ধরবেন।
ধরার পর যে পরিমাণ কারেন্ট পাবেন ঠিক তা neutral line এ ও পাবেন। যদি Neutral line এ phase line এর সমপরিমাণ current না পান তাহলে আপনার system এ leakege current প্রবাহিত হচ্ছে ।
অর্থাৎ আমার neutral অন্য কোন neutral বা earthing সাথে সংযোগ আছে তা বিচ্ছিন্ন করতে হবে।
তারপরও যদি দেখেন আপনার Rccb trip করছে তাহলে আপনার বাসা বাড়ির total load ও Rccb OFF করবেন।
তারপর আবার Rccb ON করে আপনার বাসার এক এক করে সকল load ON করবেন।
এখন যে load on করার পর Rccb trip করে সেই load ত্রুটিপূর্ণ।
সে load charge করবেন হয়ে যাবে বা ত্রুটিমুক্ত করতে হবে। তারপরও যদি না হয় তাহলে আপনি যখন load on করেন তখন service wire load এ দেওয়ার পর phase neutral wire Insolation হালকা leakege করে অথবা Insolation failure.
এভাবে কাজ করেন ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে।
তবে দয়া করে কেউ নিম্নমানের Rccb ব্যবহার করবেন না। ব্যবহার করলে কাঙ্খিত ফল পাবেন না।
#Engr_Md_Rafikul_Islam
#Electrical_Engineer
#Founder &
#Admin
#EEE_Power_Bridge

রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২

সিঙ্গেল ফেজে যদি ২২০ ভোল্ট হয়, থ্রি ফেজে ৪৪০ভোল্ট কিভাবে হয়?

৪:০৪ AM 0 Comments
ফেজ ভোল্টেজ যদি হয় 220V, তাহলে লাইন ভোল্টেজ 440V এমনটা কখনোই হবে না আমরা জানি লাইন টু লাইন= লাইন ভোল্টেজ লাইন টু নিউট্রাল বা ফেজ টু নিউট্রাল=ফেজ ভোল্টেজ প্রশ্ন: লাইন ভোল্টেজ যদি হয় 440V তাহলে ফেজ ভোল্টেজ কত? সূত্র :আমরা জানি লাইন ভোল্টেজ দিয়ে ফেজ ভোল্টেজ বের করতে হলে লাইন ভোল্টেজকে রুট থ্রি দ্বারা ভাগ করতে হয় যেমন 440÷ √3=254V উঃ 254V প্রশ্ন :ফেজ ভোল্টেজ যদি 220V হয় তাহলে লাইন ভোল্টেজ কত? সূত্র :আমরা জানি ফেজ ভোল্টেজ দিয়ে লাইন ভোল্টেজ বের করতে চাইলে ফেজ ভোল্টেজকে রুট থ্রি দ্বারা গুণ করতে হয় ফেজ ভোল্টেজ 220V তাহলে 220*√3=381V উঃ 381V আশা করি আমার মত যারা একটু কম বুঝেন তাদের জন্য সহজ হবে আবার আমার লেখা যদি কোন ভুল হয় তাও আপনারা সংশোধন করে দিতে পারেন অসুবিধা নেই সবাইকে ধন্যবাদ

মঙ্গলবার, ২১ জুন, ২০২২

Accord এর প্রয়োজনীয় ডকুমেন্ট

৫:৪৭ AM 0 Comments
RSC/Accord অডিট এর জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস সমুহ,,
১/ সাবষ্টেশন এর Single Line Diagram. ২/ফ্যাক্টরির সকল DB/SDB/MDB এর সিঙ্গেল লাইন ডায়াগ্রাম। ৩/ আর্থিং সিস্টেম এর ডায়াগ্রাম। ৪/ লাইটিং প্রটেকশন সিস্টেম (LPS) এর ড্রইং। ৫/ ট্রান্সফরমার এর ওয়েল টেস্ট রিপোর্ট। ৬/ ক্যাবলের ইন্সুলেশন টেস্ট রিপোর্ট। ৭/সকল সার্কিট ব্রেকারের থার্মো ইমেজার টেস্ট রিপোর্ট। ৮/জেনারেটর এর লাইসেন্স। ৯/ জেনারেটর চেক & মেইনটেন্সে রেকর্ড। ১০/ বয়লারের মেইনটেন্সে রিপোর্ট। ১১/ কম্প্রেসারের চেক & মেইনটেন্স রেকর্ড। ১২/ আইপিএস, ইমার্জেন্সি লাইট এর চেক & মেইনটেন্সে রেকর্ড..

মঙ্গলবার, ৭ জুন, ২০২২

RSC / Accord স্টান্ডার্ড সাব স্টেশন এর নিয়মাবলী

১:০৩ AM 0 Comments
RSC/Accord স্টান্ডার্ড অনুযায়ী একটি সাব-ষ্টেশনে যে সব বিষয় গুলো নিয়ে কাজ করতে হয়,, -- ট্রান্সফরমার কে সাবষ্টেশন এর যে জায়গায় ইনস্টলেশন করবেন, তা দেয়াল হতে মিনিমাম ১মিটার দূরে বসাতে হবে। --ট্রান্সফরমার কে বেস্টনির মধ্যে রাখতে হবে। --ট্রান্সফরমার এর বডি হতে ২ টি,এবং LT side এর নিউট্রাল পয়েন্ট হতে একটি আর্থিং টানতে হবে,এবং সেটি ১২০ ফুট কপার এর তারের মাধ্যমে পিট করে মাঠিতে প্রেরণ করতে হবে। --অবশ্যই তা ১ ওহম এর নিচে হতে হবে। --HT, LT এবং PFI এর জন্য ১২০ ফুট এর আলাদা আলাদা করে আর্থিং পিট বসাতে হবে। --সাবষ্টেশন ক্যাবল ইনস্টলেশন করার জন্য যে ট্রে/ লেডার ব্যবহার করা হয়,তাতে আর্থিং সংযোগ করতে হবে। --সাবষ্টেশন রুমে ভেন্টিলেটর ও এডজাস্ট ফ্যান ব্যবহার করতে হবে। --ফায়ার সেফটির জন্য সকল ইকুপমেন্ট রাখতে হবে এবং ফাস্ট এইডের জন্য আর্টিফিশিয়াল নির্দেশনা লাগাতে হবে। --সাবষ্টেশন এর ক্যাপাসিটি অনুযায়ী সঠিক মানের সিটি/পিটি ব্যবহার করতে হবে। -- SLD থাকতে হবে। --এবং একটি নিদিষ্ট সময় পর ট্রান্সফার এর ওয়েল টেস্ট রিপোর্ট, ক্যাবল এর ইন্সুলেশন টেস্ট রিপোর্ট, ব্যবহৃত সকল সার্কিট ব্রেকারের থার্মাল ইমেজার টেস্ট রিপোর্ট করতে হবে। পর্যায়ক্রমে ইন্ডাস্ট্রির অন্যন্য বিষয়ের উপর আলোচনা করা হবে।

শনিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২২

phase control relay

৪:৩২ AM 0 Comments

ফেজ ফেইর রিলে

১.ফেজ ফেল প্রটেকশন
২. ওভার ভোল্টেজ প্রটেকশন
৩. আন্ডার ভোল্টেজ প্রটেকশন
৪. ফেজ সিকুয়েন্স ডিটেক্টর
উক্ত ডিভাইস এ এই কাজগুলো করে থাকে৷ যার নাম Phase Control relay.

বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২২

এস এস আর বা সলিড স্টেট রিলে

৩:৪৯ AM 0 Comments

ssr / solid state relay

কোনো কোনো industry তে দেখা যায় মেগনেটিক কন্ডাকটর বা রিলের পরিবর্তে সলিড স্টেট রিলে ব্যবহার করা হয়।
আমার জানার বিষয় হলো কেনো মেগনেটিক কন্ডাকটর বা রিলের পরিবর্তে সলিট স্টেট রিলে ব্যবহার করা হয়।🤔🤔
এগুলো বেশির ভাগ ক্ষেত্রে উচ্চ কারেন্ট নেয় এমন হিটার কয়েল সার্কিটে ব্যবহার হয়।
কারন এসব হিটার উচ্চ কারেন্ট খরচ করে তাই ইলেকট্রনিক রিলে ব্যবহার করলে পুড়ে যাবে।
ম্যাগনেটিক কন্টাকটর ইউস করা হয় না কারন এই রিলে গুলো খুব সামান্য সময়ের ব্যবধানে অন অফ হয় যার ফলে কন্টাকটর বার বার অন অফ হলে কয়েলের লাইফ টাইম কমে যাবে।
তাই এসএসআর ব্যবহার করা হয়

সোমবার, ৩১ জানুয়ারী, ২০২২

PFI এর ক্যাপাসিটরে রেজিস্টর গুলো কেন ব্যবহার করা হয়েছে?

১১:৪১ PM 0 Comments

PFI এর ক্যাপাসিটরে রেজিস্টর গুলো কেন ব্যবহার করা হয়েছে?

উত্তর
ঃএগুলোকে বলা হয় blended resistor for use capacitor discharge।
উচ্চ ভোল্টেজে চার্জ করা ক্যাপাসিটারগুলি একটি শক বিপদ সৃষ্টি করতে পারে।
এই ধরনের ক্ষেত্রে ক্যাপাসিটারগুলিকে ডিসচার্জ করার জন্য প্রতিরোধক ব্যবহার করা হয় যাতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার পরে দ্রুত ভোল্টেজ কমাতে পারে।

রবিবার, ৩০ জানুয়ারী, ২০২২

ATS কি

১০:১০ PM 0 Comments

ATS (Automatic Transfer Switch)

,
আমাদের দেশে যেহেতু লোডশেডিং হয়! কাজেই আমাদের দৈনন্দিন কাজগুলো সময়মাফিক করতে সবসময়-ঈ বিদ্যুতের প্রয়োজন। আমরা আবাসিক কিংবা বাণিজ্যিক বিভিন্ন ভবনে বা ফ্যাক্টরিতে সরকার বা অন্যান্য প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত লাইনের পাশাপাশি জেনারেটর ব্যবহার করি যাতে সার্বক্ষণিক বিদ্যুৎ পাওয়া যায়। কিন্তু, কখন লোডশেডিং হবে আর কখন আমি জেনারেটর স্টার্ট করবো, সেটা ত প্রায় ঝামেলাই!
কাজেই, আমাকে এমন এক সিস্টেমের সাহায্য নিতে হবে, যাতে কারেন্ট চলে গেলে জেনারেটর অটোম্যাটিক চালু হবে এবং কারেন্ট চলে আসলে আবার অটোম্যাটিকই জেনারেটর বন্ধ হবে!
, উপরোক্ত কাজটি করার জন্যই ATS ব্যবহার করা হয়!!!
এই সার্কিটটি যেভাবে কাজ করে সেটা নিয়েই আমার এই ক্ষুদ্র প্রয়াস,,,!
,

কার্যপ্রণালী :

পুরু কন্ট্রোলিং সার্কিটকে আমি সহজে বুজার জন্য চারটি ভাগে ভাগ করেছি। যাদেরকে Unit 1, 2, 3 & 4 দ্বারা চিহ্নিত করেছি!!
এখানে, ইউনিট-১ হচ্ছে ন্যাশনাল গ্রিড যাকে আমরা পিডিবি হিসেবেই জানি। অর্থাৎ, যখন কারেন্ট থাকবে তখন ইউনিট-১ এর মাধ্যমেই ম্যাগনেটিক কন্ট্যাক্টর (MC-1) হয়ে পিডিবির লাইন আমাদের লোডে পৌছাবে!
, ইউনিট-২ এর কাজ হচ্ছে, যখন কারেন্ট চলে যাবে তখন জেনারেটরকে সেল্ফ স্টার্ট করানোর জন্য এটি কাজ করবে! ইউনিট-২ পুরোটাই ডিসি ইউনিট। ,
ইউনিট -৩ হচ্ছে, যখন জেনারেটর ফুল্লি স্টার্ট হয়ে যাবে, তখন MC-2 এর মাধ্যমে লোডে জেনারেটরের লাইন সরবরাহ করবে,,!
, ইউনিট-৪ এর কাজ হচ্ছে, যখন কারেন্ট আবার চলে আসবে, তখন অটোম্যাটিক জেনারেটরকে স্টপ করার জন্য এই ইউনিট কাজ করবে,,,!
!!!

সার্কিটের গঠনরূপ :

Unit-1 এ ১টি রিলে, ১টি টাইমার, ১টি ম্যাগনেটিক কন্ট্যাক্টর ব্যবহার করা হয়েছে। রিলের ম্যাগনেটিক কয়েলে এবং এর NO তে একই লাইন দিয়ে NO হতে লাইন আউট করে টাইমারের ২+১+৮ এ সংযোগ দেই!
টাইমারের NO (6) থেইকা লাইন আউট করে জেনারেটরের ম্যাগনেটিক কন্ট্যাক্টরের NC ঘুরিয়ে( ইন্টারলক করার জন্যে) লাইনটিকে MC-1 অর্থাৎ, পিডিবির ম্যাগনেটিক কন্ট্যাক্টরের A1 প্রান্তে সংযোগ দেই। টাইমার এবং ম্যাগনেটিক কন্ট্যাক্টরের বাকি A2 প্রান্তে নিউট্রাল সাপ্লাই দিই! ,
Unit-3 এ Relay-1 এবং MC-1 এর NC ঘুড়িয়ে জেনারেটরের একটি লাইন একটি টাইমারের ৭+৮ এ সংযোগ দিই। টাইমারের NO(6) হতে লাইনটিকে আউট করে পিডিবির MC-1 এর NC ঘুরিয়ে জেনারেটরের MC-2 এর A1 এ সংযোগ দিই। টাইমার এবং ম্যাগনেটিক কন্ট্যাক্টরের বাকি প্রান্ত A2 তে জেনারেটর থেকে আগত নিউট্রাল সংযোগ দেই। এখানের টাইমারে ২-৩ সেকেন্ড সময় দেয়া হয় যাতে জেনারেটর চালু হবার সাথে সাথেই লোডে লাইন না পায়! ,
> সেল্ফ স্টার্ট: ইউনিট-২ এর সকল মালামালগুলাই ডিসি ১২ ভোল্টের, যার দ্বারা কারেন্টের অনুপস্থিতিতে জেনারেটরকে অটো চালু করতে হবে!!
ব্যাটারির পজিটিভ প্রান্ত পিডিবির ম্যাগনেটিক কন্ট্যাক্টর এবং রিলে-১ এর NC ঘুরিয়ে আরেকটি টাইমারের ৭+৮ এ সংযোগ দেই। লাইনটিকে আবার NC (5) এর মধ্যদিয়ে আউট করে আরেকটি নতুন রিলের হোল্ডিং কয়েলে এবং কমন প্রান্তে সংযোগ দিই! কমন প্রান্তের সাথে থাকা NC এর মাধ্যমে সেল্ফ স্টার্ট করানোর জন্য মোটরের পজিটিভ প্রান্তে সংযোগ দিই। রিলে + টাইমার+মোটরের বাকি প্রান্ত গুলাতে ব্যাটারির নেগেটিভ সংযোগ দিই। এই টাইমার টিতে মাত্র ৫ সেকেন্ডের মতো সময় সেট করে দিতে হবে, যাতে এই সময়ের মধ্যেই জেনারেটর স্টার্ট নেয়! ,
> Unit-4: এই পর্যায়ে যখন কারেন্ট চলে আসবে তখন আমাকে জেনারেটর স্টপ করতে হবে!! এখন যেহেতু কারেন্ট চলেই আসছে, তাই আমাকে আর জেনারেটর বন্ধ করার জন্যে ব্যাটারির সাহায্য নিতে হবেনা!! পিডিবির সাপ্লাই দিয়াই ইঞ্জিনকে অফ করবো!
ইঞ্জিনকে সাধারণত তার ফুয়েল সাপ্লাই বা গ্যাসের সাপ্লাই অফ করে দিয়ে ইঞ্জিনকে স্টপ করি! তাই, আমরা দুটি ইলেক্ট্রিক্যাল এসি ছোট মোটর দিয়াই ইঞ্জিনকে স্টপ করবো! একটি মোটর ইঞ্জিনের স্টপ সুইচকে টেনে ধরবে এবং অন্যটি ফুয়েল স্টপ ভাল্ভকে টেনে ধরবে,,,!
এক্ষেত্রে, ইউনিট-১ এর টাইমারের ৩+৪ থেকে একটি লাইন নিয়ে আরেকটি নতুন টাইমারের ২+১+৮ নাম্বারে সংযোগ দিই! এরপর লাইনটিকে ৪+৫ থেইকা নিয়ে মোটর দুটিতে কানেকশন করি!! মোটরের বাকি দুই টার্মিনাল এ নিউট্রাল সংযোগ দিই!
ইঞ্জিন স্টপের এই প্রক্রিয়াটি টাইমারের সাহায্যে প্রায় ২৫-৩০ সেকেন্ড ধরে হয়!! ,,, [__ ভুলভ্রান্তি থাকতেই পারে,,, কারেকশন করে দিলে খুশি হবো]

স্টার ডেল্টা কেন করা হয়? একটি স্টার ডেল্টা কানেকশন এর চিত্র অঙ্কন করো?

৪:২৬ AM 0 Comments

প্রশ্নঃ স্টার ডেল্টা কেন করা হয়? একটি স্টার ডেল্টা কানেকশন এর চিত্র অঙ্কন করো?

উত্তরঃ

এ প্রশ্নের উত্তর কয়েক ভাবে বলা যায়।
(ক) সাধারণত মোটর চালু হবার সময় অতিরিক্ত কারেন্ট টানে। এই অতিরিক্ত প্রবাহ অবদমন করতে মোটরকে শুরুতে স্টারে এবং পরে ডেল্টা কানেকশনে চালানো হয়।
(খ)মটর চালু সময় বেশি কারেন্ট নেয় অনেক সময় এ বেশি কারেন্ট নেওয়াতে মটর পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই প্রথমে রানিংটা কমে বা (স্টারে) মটর কে রক্ষা করতে বা পুড়ে যাওয়ার হাত হতে স্টার ডেল্টা করা হয়।
(গ) মোটর চালু করার সময় 5 গুণ এর বেশি কারেন্ট বহন করে থাকে। তাই মোটরটি স্টার ডেল্টা কানেকশন দিতে হয়। কারণ স্টারে কারেন্ট কম গ্রহণ করে। ঠিক কিছুক্ষণ পর টাইমার এর সাহায্যে তার ডেল্টা চলা শুরু করে।আর এই স্টার ডেল্টা যদি না করি । অতিরিক্ত কারেন্ট বহন করার জন্য মটরের কয়েল পুড়ে যেতে পারে।

বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী, ২০২২

একটি মটরকে কি কি সেফটি দেয়ার প্রয়োজন পরে বা দেয়া যায়?

৬:৫২ PM 0 Comments
প্রশ্নঃ একটি মটরকে কি কি সেফটি দেয়ার প্রয়োজন পরে বা দেয়া যায়?
উত্তরঃ
১. ওভারলোড
২. ফেজ ফেইলর, ফেজ সিকোয়েন্স
৩. আন্ডার ও ওভার ভোল্টেজ প্রোটেকশন
৪. আইসোলেশন ইন্টারলক
৫. গ্রাউন্ড ফল্ট
৬. লোড কারেন্ট আনব্যালেন্স।
৭. ভোল্টেজ আনব্যালেন্স।
৮.vfd
৯. সফট স্ট্রাটার
ইত্যাদি। কমেন্ট করে জানাবেন