আজ আমরা ডিসি ক্লিপঅন মিটার নিয়ে আলোচনা করবো, কিভাবে একটি ডিসি ক্লিপঅন মিটার কাজ করে। একটা সহজ পদ্ধতি মাধ্যমে এ কাজটি করা হয়ে থাকে আর এ কাজে ব্যাবহার করা হয়ে থাকে একটি সেন্সর যেটির নাম hall effect sensor, সাধারনত ভালো ব্রান্ডের দামি স্মার্ট ফোন গুলোতেও এই সেন্সর ব্যবহার করা হয়ে থাকে পার্শ্ববর্তী ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেন্থ পরিমাপ করার জন্য। এই সেন্সরটির মূল কাজ হচ্ছে পার্শ্ববর্তী ম্যাগনেটিক ফিল্ডের স্ট্রেন্থ পরিমাপ করে সমানুপাতিক হারে আউটপুট ভোল্টেজ প্রদান করা। তবে এই আউটপুট দু ধরনের হতে পারে ১। ডিজিটাল ২। অ্যানালগ। আপনি যদি ডিজাইনার হন তো আপনি পছন্দ করবেন, আপনি কোনটা ব্যবহার করবেন যদি ডিজিটাল ব্যাবহার করেন তো ডিজিটাল ডাটা মাইক্রোকন্ট্রের ডিজিটাল I/O তে পাঠাতে হবে, আর যদি অ্যানালগ ব্যাবহার করেন তো অ্যানালগ সিগন্যাল মাইক্রোকন্ট্রের ADC তে পাঠাতে হবে। এর পরের কাজ µC করবে তার প্রোগ্রাম অনুসারে আমরা সে দিকে যাচ্ছি না। তাহলে এই hall effect sensor কারেন্ট পরিমাপের ক্ষেত্রে কিভাবে কাজ করে? যখন কোন কন্ডাক্টরের মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হয় তখন তার চারপাশে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় যাহা কারেন্ট প্রবাহের সহিত সমানুপাতিক, আর সেই ফিল্ড কোরের মাধ্যমে সেন্সরে গিয়ে পৌছায়, সেন্সর তখন ফিল্ড স্ট্রেন্থের সমানুপাতে একটি অ্যানালগ সিগন্যাল (ভোল্টেজ) তার আউটপুটে পাঠায় এবং এই অ্যানালগ সিগন্যাল (ভোল্টেজ) এর পোলারিটি ম্যাগনেটিক ফিল্ড এর পোলারিটির সহিত পরিবর্তনশিল। মনেকরুন সেন্সরের নিকট ম্যাগনেটিক ফিল্ডের নর্থ পোল ক্রিয়াশিল আছে এতে যদি সেন্সরের আউটপুট ধনাত্বক হয় তো সাউথ পোল ক্রিয়াশিল থাকলে সেন্সরের আউটপুট ঋণাত্মক হবে। এ থেকে আমরা কারেন্ট প্রবাহের মান ও দিক দুটোই পেয়ে থাকি কারন ডিসিতে কারেন্ট প্রবাহের মান ধনাত্বক ও ঋণাত্মক যেকোনটাই হতে পারে। এ আলোচনা থেকেও আমরা দেখতে পেলাম যে কারেন্ট প্রবাহের পরিমান বৃদ্ধি পেলে ফিল্ড স্ট্রেন্থ বৃদ্ধি পায় এবং ফিল্ড স্ট্রেন্থ বৃদ্ধি পেলে সেন্সরের আউটপুট ভোল্টেজ বৃদ্ধি পায়। অর্থাৎ কারেন্ট প্রবাহ বৃদ্ধি পেলে সেন্সরের আউটপুট ভোল্টেজ বৃদ্ধি পায় যাহা µC এর মাধ্যমে প্রোসেস করে কারেন্টের মান মিটারের ডিসপ্লেতে দেখানো হয়। চিত্রে একটি hall effect sensor এর ব্লক ডায়াগ্রাম ও সার্কিট ডায়াগ্রাম দেখানো হলো।
এই ব্লগটি সন্ধান করুন
অবদানকারী
শনিবার, ১৯ মে, ২০১৮
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন