আজকে আমরা ট্রান্সমিশন লাইনের Sag সম্পর্কে জানব। প্রথমে Sag জিনিসটির সাথে পরিচিতি পর্ব সেরে নিই।
"Sag" শব্দের অর্থ হল ঝুলে থাকা। এখন কে ঝুলে থাকবে? ট্রান্সমিশন লাইনের টাওয়ার এর তারগুলা লক্ষ্য করলে দেখবেন কিছুটা ঝুলে থাকে। সরলরেখায় থাকেনা। এখন দুটো টাওয়ারের যে দুটো বিন্দু দিয়ে তারটি গমন করেছে সেই দুটো বিন্দু দিয়ে মনে মনে একটি সরলরেখা আঁকুন। এখন এই সরলরেখা থেকে তারটি যেই পরিমাণ ঝুলে আছে তাকে বলা হয় ঐ তারের Sag. জিনিসটা একটু কল্পনা করুন। তাইলে সোজা হবে। তারপরেও আমি ছবি দিয়ে দিয়েছি নিচে খেয়াল করবেন।
এখন, কিছু প্রশ্ন মাথায় আসে। Sag কম বেশি হলে কি সমস্যা??
টাওয়ারের Crossarm to Crossarm Sag বা তারের ঝুলন একটি নির্দিষ্ট মাত্রায় হওয়া ভাল। যদি Sag বেশি হয় তাহলে একটা তারের সাথে অন্যান্য তারের distance কম- বেশি হবে। আর আমরা জানি, দুটো তারের স্পেসিং ঠিক ঠাক না হলে Air polarized হয়ে স্পার্কিং এর মাধ্যমে করোনা লস সংঘটিত হতে পারে।
আচ্ছা, কিভাবে আমি Sag কে একটি নির্দিষ্ট মাত্রায় রাখব?
Vibration damper ব্যবহার করে। ট্রান্সমিশন লাইনের তার গুলোর দিকে তাকালে লক্ষ্য করবেন ক্লিপার এর মত কিছু একটা দিয়ে তারকে আটকে রাখা হয়। উদ্দেশ্য হল বাতাসে Sag যাতে বৃদ্ধি না পায়।
এবার আসুন আমরা জানব এই Sag হিসেব করব কিভাবে?
১) এই Sag হিসেব করার usual formula হচ্ছে,
S = WL^2 / 8T
এখানে, S = Sag
W = Weight of wire
L = Length of wire
T = Tension of wire after hanging
২) এখন, যদি দুটো টাওয়ার পয়েন্ট টু পয়েন্ট না থাকে। বিশেষ করে পাহাড়ি এলাকায় যেটা দেখা যায়। একটা টাওয়ার অনেক উপরে আরেকটি টাওয়ার অনেক নিচে। সে ক্ষেত্রে ত সরলরেখা হয় না। কারণ, দুটো ক্রসআর্ম পয়েন্ট টু পয়েন্ট থাকেনা। সেই ক্ষেত্রে কিভাবে হিসেব করব?
ধরলাম একটি cross arm এর পয়েন্ট A, আরেকটির B. তাদের মধ্যবর্তী কোন বিন্দু O. তাইলে,
S = W/2T * ( X1 - X2) * (X1 + X2)
X1 = Distance between A & O
X2 = Distance between B & O
X1 + X2 = L = Distance between A & B = Length of wire
৩) এবার যদি মুষুলধারে বৃষ্টি হয়, Ice, snow fall, wind হয় সেই ক্ষেত্রে Sag হিসেব করব কিভাবে?
সেক্ষেত্রে Weight of conductor wire এ পরিবর্তন আসবে। তখন,
W = root over of (Wi + W)^2 + Ww^2
Wi = ice weight per unit length
Ww = Wind force per unit length
W বের করার পর সূত্র ১ & ২ এর মতই যেটা দরকার হয় আরকি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন