কেউ এক জন RTD বিষয়ে জানতে চেয়ে
পোষ্ট করেছিলেন.....
প্রশ্ন এবং উওর :-
১। RTD কি?
২।RTD এর একটি মডেল PT-100 কি?
৩।কিভাবে RTD এর Resistance মেপে
তাপমাত্রা বের করা যায়?
১ নং প্রশ্নের উত্তরঃ
ইন্ডাস্ট্রিতে তাপমাত্রা পরিমাপ করার
প্রয়োজন হয় অনেক। তাপমাত্রা বেশি হলে
সমস্যা আবার কম হলেও সমস্যা । তাই এটাকে
কন্ট্রোল রাখাটা খুবই দরকার। যা দিয়া মাপা
হয় তার নাম RTD. RTD হল Resistive
Temperature Detector। Wheatstone
Bridge সার্কিট এর সাহায্যে কাজ করে।
তাপমাত্রা বাড়লে রেজিস্টেন্স ও বারে।
তাপমাত্রা কমলে রেজিস্টেন্স ও কমে যায়।
২নং প্রশ্নের উত্তরঃ
PT-100 মানে হল এই মডেলের ০ ডিগ্রি
তাপমাত্রায় এর রেজিস্টেন্স এর মান থাকে ১০০
Ohm। আর এটা প্লাটিনাম দিয়া তৈরি।
৩ নং প্রশ্নের উত্তরঃ
আমরা মাল্টিমিটার দিয়া রেজিস্টেন্স মেপে ১০০
বিয়োগ করতে হবে। বিয়োগ ফলকে ০.৩৮ দিয়া
ভাগ করতে হবে। তারপর যা পাওয়া যাবে তাই
হবে সেন্টিগ্রেডে তাপমাত্রার মান। সমীকরণ =
(Rt-100)/0.38 সেন্টিগ্রেড। যদি মেপে
রেজিস্টেন্স এর মান পাই ১১০। তাহলে
কাল্কুলেশন হবে (১১০-১০০)/০.৩৮৫=২৬ ডিগ্রি
সেন্টিগ্রেড।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন