ইন্টারলক কাকেবল?
উঃ ইন্টারলক বলতে আমরা যা বুঝি।ধরুন দুইজনে মোবাইলে কথা বলতেছি।যখন আপনি কথাবলেন আমি চুপকরে থাকি।আমি কথাবল্লে আপনি চুপকরে থাকেন। এতে আমাদের কথায় কোন বিঘ্ন গটেনা।
ঠিক তেমনি K2 যখন অফ থাকবে তখন K3 অন হবে
এককথায় একজন কাজকরলে অপর জন বসে থাকবে।
এই কাজটি যাতে সুষ্ঠভাবে করাহয় এরজন্য যে লজিক ব্যাবহার করা হয় তাকেই ইন্টারলক বলে।
অটো স্টার-ডেল্টার বেলায়
ইন্টারলক করার জন্য সাহায্যোকারি কন্টাক হিসেব।দুটি NC কন্টাক ব্যাবহার করা হয়।
এর কাজ হচ্ছে ইন্টারলক নিশ্চিত করা।K2সাথে একটি NC এবংK3সাথে একটি NC.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন