এসি অপেক্ষা ডিসি অনেক গুরুতর। স্বাভাবিক ভাবে বলতে গেলে এসি বিদ্যুৎ প্রতি সেকেন্ডে ১০০ বার দিক পরিবর্তন করে অর্থাৎ প্রতি সেকেন্ডে ৫০ বার সর্বোচ্চ ধনাত্মক, ৫০ বার সর্বোচ্চ ঋণাত্মক ও ১০০ বার শুন্যে থাকে ফলে এসি শকে আমরা কম্পন অনুভব করি। কিন্তু ডিসি এর বেলায় এমন হয় না। এটা সবসময় সর্বোচ্চ ধনাত্মক বা ঋণাত্মক থাকে। যা অনেক মারাত্মক।
একটা উদাহরণ দেই:
মনে করুন একটা টেবিল ফ্যান চলন্ত অবস্থায় এদিকওদিক ঘুরে ঘুরে বাতাস দিচ্ছে আর আপনি এক যায়গায় স্থির বসে আছেন। তাহলে নিশ্চয় আপনি সবসময় বাতাস পাবেন না। কিন্তু এই ফ্যানটিকে যদি আপনার দিকে স্থির করে দেন তাহলে নিশ্চয় আপনি সবসময় বাতাস পাবেন। এখানে ফ্যানের পরিবর্তনশীল অবস্থা হল এসি বিদ্যুতের ন্যায় আর অপরিবর্তনশীল হল ডিসি বিদ্যুতের ন্যায়। এবার বুঝতে পারছেন নিশ্চয়!!!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন