পৃষ্ঠাসমূহ

এই ব্লগটি সন্ধান করুন

Follow Us @soratemplates

এই ব্লগটি সন্ধান করুন

অবদানকারী

মঙ্গলবার, ২৬ মার্চ, ২০১৯

শর্ট সার্কিট কাকে বলে

শর্ট সার্কিট কাকে বলে?

উত্তর: একটু বিস্তারিতভাবে দেওয়া হল

💥লোড বিহীন অবস্থায় বা রেজিস্ট্যান্স বিহীন অবস্থায় যদি লাইন টু লাইন, লাইন টু নিউট্রাল, লাইন টু গ্রাউন্ড, পজেটিভ টু নেগেটিভ একে অপরের সংস্পর্শে চলে আসে তখন তাকে শর্ট সার্কিট বলে.....

💥এখানে লক্ষণীয় বিষয় রেজিস্ট্যান্সের এর মান শূন্য হওয়ায় উক্ত সার্কিটে অসীম কারেন্ট প্রবাহ হয়

💥শর্ট সার্কিট সংঘটিত হলে উক্ত সার্কিটের সবচেয়ে দুর্বল পয়েন্ট পুড়ে  যায় এজন্যই সার্কিটে ব্যবহৃত ফিউজ তার উক্ত সার্কিটে সর্বনিম্ন তারের থেকেও চিকন রাখা হয়

💥শর্ট সার্কিট এর সর্বশেষ অবস্থান উক্ত সার্কিট এর কোন একটি অংশ পুড়ে গিয়ে বিচ্ছিন্ন হয়ে যাওয়া

💥এখন প্রশ্ন শর্ট সার্কিট হয়েছে বেশ ভালো কথা কিন্তু সার্কিট পুরেযাবে কেন???

আমরা জানি কোন পরিবাহীর মধ্য দিয়ে ইলেকট্রন প্রবাহিত হলে উক্ত পরিবাহী গরম হয়!!! লক্ষ্য করুন এখানে শর্ট-সার্কিট তখনই সংঘটিত হয় যখন রেসিসটেন্স এর মান শূন্য হয়

তাহলে একথা প্রমাণিত যে, এখানে  অসীম ইলেকট্রন প্রবাহ হবে আর আমরা এটাও জানি ইলেকট্রনের প্রবাহকে কারেন্ট বলে যার একক এম্পিয়ার বলে তাহলে বিষয়টি কি দাঁড়ালো ওভার কারেন্ট মানে ওভার টেম্পারেচার যা একটি সার্কিট কে পোড়াতে সাহায্য করে......

এখানেও আরেকটি প্রশ্ন দাঁড়ায় শর্ট সার্কিট হয়েছে বেশ ভালো কথা টেম্পারেচার বৃদ্ধি পেয়েছে এটাও মানলাম কিন্তু এখানে বা উক্ত সার্কিটে আগুন জ্বলবে কেন???

💥 আমরা জানি ফায়ার ইজ ট্রায়াঙ্গেল যেখানে আছে

🔥হিট 🔥ফুয়েল এবং🔥 অক্সিজেন

এই তিনটি যখন রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে এর ফলে আমরা যা কিছু দেখতে পাই তাই আগুন

তাহলে আমাদের স্বাভাবিক পরিবেশে বাতাস এবং জ্বালানি বিদ্যমান এখানে নেই শুধু পরিমিত তাপমাত্রা

কিন্তু যখনই শর্ট-সার্কিট সংঘটিত হবে তখনই উক্ত সার্কিট প্রথমে তাপমাত্রা উৎপাদন করে যা এই ট্রাইংগেল পূরণ করতে সক্ষম হয় আসলে এজন্যই কোথাও শর্ট সার্কিট সংঘটিত হলে উক্ত সার্কিটে আগুন জ্বলে

যদি উপরের লেখাগুলি সঠিক হয় তাহলে দুনিয়ার সকল ইঞ্জিনিয়ারিং পড়ুয়া ছাত্র ভাইদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে আপনারা যা কিছুই করেন কোন দিন শর্ট সার্কিট ঘটাবেন না.....
মনোযোগ সহকারে কমেন্ট করার জন্য সবাইকে

ধন্যবাদ

কোন তথ্য দিতে ভুল হলে অনুগ্রহ করে সংশোধন করার সুযোগ দিবেন