mining
VFD
Variable Frequency Drivers.
VSD
Variable Speed Drivers.
SSC
Solid State Control.
EMCP
Electronic Modular Control Panel.
ECS
Engine Control Switch.
VAR
Voltage Adjust Rheostat.
VFD
Variable Frequency Drivers.
VSD
Variable Speed Drivers.
SSC
Solid State Control.
EMCP
Electronic Modular Control Panel.
ECS
Engine Control Switch.
VAR
Voltage Adjust Rheostat.
১। লাইন লস কম হয়।
২। লাইনের দক্ষতা বৃদ্ধি পায়।
৩। লাইনের ভোল্টেজ ড্রপ কম হয়।
৪। রেগুলেশন উন্নত হয়।
৫। কম আয়তনের লাইন পরিবাহীর প্রয়োজন হয়।
৬। পাওয়ার ট্রানসমিশন খরচ কম হয়।
৭। লাইন কারেন্টের মান কম হয় ইত্যাদি।
ট্রান্সফরমার এর ওয়াইন্ডিং কে ঠান্ডা রাখতে ব্যবহার হয় পায়রানল জেল....
ব্রিদারের মধ্যে সিলিকাজেল নামক রাসায়নিক পদার্থ থাকে....
@@@@LED কাকে বলে ?
#LED পূর্ণ নাম হলো লাইট ইমিটিং ডায়োড। এটি একটি বিশেষ ধরনের ডিভাইস যার মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হলে আলো নির্গত হয়। এটি মূলত ফরওয়ার্ড বায়াসে কাজ কারে থাকে।
এই ধরণের ডায়োড ফরওয়ার্ড বায়াসে রেখে প্রয়োজনীয় ভোল্টেজ প্রধান করলেই কাজ করে থাকে। এর মধ্য দিয়ে ভোল্টেজের মান বাড়ালে আলোর তীব্রতা বেড়ে যায় কিন্তু তাই বলে বেশি ভোল্টেজ বাড়ানো যাবে না। এতে করে এটি গরম হয়ে নষ্ট হয়ে যাবে।
এই ধরণের ডায়োড মূলত ১ থেকে ২.৫ ভোল্টে কাজ করে থাকে। লাইট ইমিটিং ডায়োড থেকে বিভিন্ন ধরণের আলো পাওয়া যায়ঃ লাল, হলুদ, সবুজ ইত্যাদি। এগুলো দামে অনেক সস্তা এবং সহজেই পাওয়া যায়। ইলেকট্রনিক্স সার্কিটে এর ব্যবহার ব্যাপক।
#প্রশ্ন হচ্ছে আমরা কিভাবে বাসাবাড়িতে ২৩০ ভোল্টেজ এর এল ই ডি ব্যাবহার করি?
নিয়ন টেস্টার এর ভিতরে যে বাল্ব টি আছে সেটির ভিতরে নিয়ন গ্যাস আছে। আর মানুষের শরিরের রেজিসটেন্স কারনে নিয়ন বাল্বটি জ্বলে উঠে তাই ইহাকে নিয়ন টেস্টার বলে।
একটি সার্কিট ব্রেকারের তিনটি রেটিং পয়েন্ট থাকে।
১। ব্রেকিং ক্যাপাসিটি।
২। মেকিং ক্যাপাসিটি।
৩। শর্ট টাইম ক্যাপাসিটি।
১। ব্রেকিং ক্যাপাসিটিঃ
একটি প্রদও রিকোভারি ভোল্টেজ এবং বিভিন্ন অবস্থায় যে পরিমাণ আরএমএস কারেন্ট সার্কিট ব্রেকার ব্রেকিং করতে সনর্থ হয়।
২। মেকিং ক্যাপাসিটিঃ
রেটেড ভোল্টেজে সার্কিট ব্রেকার বন্ধ করার আগ মুহুর্তে প্রথম সাইকেলের কারেন্ট সর্বোচচ মানকে সারকিট ব্রেকারের মেকিং ক্যাপাসিটি বলে।
৩। শর্ট টাইম ক্যাপাসিটিঃ
এটি একটি সময়, যে সময়ে সার্কিট ব্রেকার সার্কিট কে বিচ্ছিন্ন না করে ফল্ট কারেন্ট প্রবাহিত করে দেওয়ার ক্ষমতা রাখে।
সার্কিট ব্রেকারের অপারেটিং টাইম -০.১-০.৫ সেকেন্ড।
PT-100 দ্বারা কি বুঝায়?
-PT বলতে আমরা বুঝি যে,সেন্সর টি প্লাটিনামের তৈরি। আর 100 বলতে বুঝায় যে 0°সেঃ এ সেন্সরের 100 ওহম রেজিসট্যানস।
এই সেন্সর এর প্রধান কাজ হলো প্লাটিনাম এলিমেটর রেজিসট্যানস পরিমাপ করা। অর্থাৎ টেম্পারেচার বাড়লে রেজিসট্যানস বাড়বে।
এটা সাধারণত চিলার বা যেখানে পানিয় জাতীয় গরম ঠান্ডা বা আগুন ববা তাপমাত্রা মমাপার জন্য ব্যবহার করা হয়
💥আশা করি নতুনদের উপকারে আসবে💥
"স্টার টু ডেল্টা" কানেকশন কেন করা হয়???
উঃএকটু পরে দেই।
তার আগে একটু ব্যাসিক নিয়ে আলোচনা করি।
লেখায় ভূল হলে নগদ সমাধান করে দেওয়ার জন্য অনুরোধ রইলো।
ব্যাসিক ১:
আমরা জানি কোন পরিবাহির মধ্যো দিয়ে ইলেকট্রোন/কারেন্ট প্রবাহিত হলে উক্ত পরিবাহির ধর্মের কারনে পরিবাহিটি গরম হবে।
তাই যদি কোন পরিবাহির মধ্যো দিয়ে উক্ত পরিবাহির নির্ধারিত প্ররিবহন ক্ষমতার অতিরিক্ত কারেন্ট প্রবাহিত করা হয় তবে উক্ত পরিবাহিটি অনেক বেশি হিট উৎপাদন করার সক্ষমতার কারনে পরিবাহির ইন্সুলেশন পুরে যায়।
ব্যাসিক ২:আমরা জানি কোন স্থির বস্তুকে স্থানচুত্ত করার জন্য অনেক বেশি শক্তি বা বলের প্রয়োজন হয়।
ব্যাসিক ৩:
আমরা জানি স্টার সংযোগ অপেক্ষা ডেল্টা সংযোগে রুট থ্রিগুন কারেন্ট বেশি প্রবাহিত হয়।
উপরের লেখা যদি সঠিক হয় তবে ৩টি প্রশ্নের উত্তর দিন
💥১:মটরের কয়েল পুরে যাওয়ার কারন কি???
উঃ মটরের কয়েলের মধ্যো অতিরিক্ত কারেন্ট প্রবাহিত হলে।
💥২:মটরের স্টার্টিং কারেন্ট কম নাকি বেশি???
উঃ বেশি।
💥৩মটরের স্টার্টিং কারেন্ট কি পরিমাণ বেশি?
উঃ নরমাল কারেন্টের থেকে প্রায় ৫ থেকে ৭ গুন বেশি কারেন্ট নিয়ে মটর স্টাট হয়।
💥এবার মূল প্রশ্নের উ:-
মটরের স্টাটিং কারেন্ট কমানোর জন্য স্টার টু ডেল্টা কানেকশন করা হয়।
স্টার্টিং কারেন্ট কমাতে হবে কেন???
স্টার্টিং কারেন্ট কমাতে পারলেই মটর পুরে যার হাত থেকে রক্ষা পাবে এজন্যই মূলত উপরের সমস্ত লেখাটা আপনি পড়েছেন
ধন্যবাদ।
ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রিক্যাল কাজ শেখার জন্য আমাদের প্রতিষ্ঠান ভিজিট করুন এবং একটি ফ্রি ক্লাস করুন
Ourse Facebook-https://www.facebook.com/UniqueAutomationTechnology/
Ourse Youtube-https://www.youtube.com/channel/UC7Zo71mase1fR3fsh9uKQWw
Thanking You,
আমাদের ঠিকানা:
ইউনিক অটোমেশন টেকনোলজি, সিটি ইউনিভার্সিটি সংলগ্ন ,খাগান বাজার, সাভার
01714345655
কখনো কি ভেবেছেন, sub-station এলাকায় পাথর কেন??
বালু, মাটি থাকতে এত টাকা খরচ করে পাথর কেন বিছাতে হবে??
কারণ:
- সাবস্টেশনে ব্যবহার করা হয় হাই রেটিং এর পাওয়ার ট্রান্সফর্মার, প্রায় কয়েক এমভিএ এর উপরে থেকে কয়েকশ এমভিএ পর্যন্ত,যেগুলো কুলিং করার জন্যে এবং ইন্সুলেশনের জন্যে ব্যবহার করা হয় তেল(পাইরানল ওয়েল)। মাঝে মাঝে কিছুদিন পর-পর তেল পরিবর্তনের সময় কিছু তেল চুইয়ে চুইয়ে মাটিতে পড়ে, যেকোনোভাবে তাতে আগুন লেগে গেলে সাবস্টেশন পুড়ে ছাই হতে বেশি সময় লাগবে না, তাই পাথর ব্যবহার করা হয় যাতে তেল চুইয়ে চুইয়ে বেশীদূর যেতে না পারে।
- সাবস্টেশনে কর্মপরিবেশের উন্নতি ঘটায়
- বিভিন্ন ধরনের পোকামাকড়ের যেমন: টিকটিকি, গিরগিটী, ইঁদুর, সাপ ইত্যাদির অবাধ অনুপ্রবেশ এ বাধা দেয়।কারণ পাথরে চলাচল করা কষ্টসাধ্য।
- পানি বিদ্যুৎ পরিবাহী, তাই সাবস্টেশনের সাথে পানির সারফেস লেয়ার এর সংযোগ ব্যাহত করতে পাথর ব্যবহার করা হয় ফলে রেজিস্টেন্স অনেক পরিমানে বেড়ে গিয়ে কন্ডাক্টিভিটি কমিয়ে আনে।
- পাথরে ঘাস জন্মাতে পারে না, ফলে ট্রান্সমিশন লাইনে আর্দ্রতা সৃষ্টি হতে পারে না, ফলস্বরুপ লিকেজ কারেন্টের পরিমাণ বিপদজনক আকার ধারণ করতে পারে না। ছোটছোট গাছপালা জন্মাতে পারে না, ফলে পরিষ্কার থাকে।
- ট্রান্সফর্মারের রেডিয়েটর থেকে বের হওয়া উত্তাপ দ্রুত প্রশমিত করার জন্য, যেহেতু পাথর খুব দ্রুত হিট অ্যাবজর্ব করতে পারে।
- পানির জমাট বাধা ও কর্দমাক্ত পরিবেশের চান্স কমিয়ে আনে,ফলে অনাকাঙ্ক্ষিত দূর্ঘটনার হাত থেকে মুক্তি পাওয়া যায়।
- টাওয়ার ফুটিং রেজিস্টেন্স বাড়াতে সাহায্য করে, মানে হল এর ফলে টাওয়ারের মেটাল পার্টসের ও গ্রাউন্ড রেজিস্টেন্সের সমষ্টি বেড়ে যায়, ফলে কারেন্ট প্রবাহের মান কমে যায়।
-ভারবহন ক্ষমতা অনেক বেশী
- টাচ এন্ড স্টেপ পটেনশিয়াল এর মান কমাতে সাহায্য করে যখন অপারেটর রা কাজ করে।
আজ PFI কিছু ময়নাতদন্ত নিয়ে শুধু নবীনদের জন্য হাজির হলাম।
আজ আপনাদের মাঝে হাজির হয়েছি PFI এর আরেকটি ঈদ স্পেশাল topic নিয়ে ।
PFI plant মূল কাজ হলো voltage and current মাঝে যে চোর-পুলিশ খেলা হয়, তাদেরকে কাছাকাছি আনা অর্থাৎ voltage & current যে phase angle যতটুকু সম্ভব কমিয়ে আনা।
অর্থাৎ পুলিশ চোরকে ধরতে পারলেই সবচেয়ে বেশি কাঙ্ক্ষিত ফল পাওয়া যায় ।
#কিন্তু এখানে কে চোর কে পুলিশ তা আপনাদের বলতে হবে voltage না current ?
For example
আমরা জানি Cos@ এর মান 0.8 অর্থাৎ এই মান কে উন্নতি করে 0.8 থেকে 0.97 বা 1 করা এটাই pfi plant মুখ্য কাজ।
PFI এর অনেকগুলো পোস্ট আছে আমার ।
আমি আমার মতো করে দিয়েছি । আমার নাম দিয়ে সার্চ দিন পোস্টগুলি পেয়ে যাবেন। তবে অনেকেরই কিছু কিছু ভালো পোস্ট আছে কিন্তু সম্পূর্ণ নয়। আমার পোস্ট গুলোর দিকে লক্ষ্য রাখবেন সম্পূর্ণ ব্যতিক্রম রেসিপি দেওয়ার চেষ্টা করি।
আমার এই ক্ষুদ্র জীবনে অনেক বড় বড় ইঞ্জিনিয়ার দের সাথে আলোচনা করেছি কিন্তু অনেকের কাছেই এই বস্তুটি অর্থাৎ Substation এর একটি আজব জিনিস হলো PFI। কারণ PFI কে বুঝতে না পারার কারণে অনেক ইন্জিনিয়ারের চাকরি চলে যায়।
যার বাস্তব প্রমাণ 95 শতাংশ ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ার কিভাবে C/K value বসাতে হয় সেটাই জানেনা।
আমিও অল্প অল্প বুঝি । ভালো বুঝেন Anamul Anam ভাই।
আজ আমি পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় PFI module Mikro wiring নিয়ে আলোচনা করব।
তার আগে বলিনি পৃথিবীতে যত PFI plants আছে তা তিনটি step এ সাজানো হয়।
For example,,,,,,,
1. 200 KVAR এর নিচে হলে 6 step/stez
2. 200 KVAR এর উপরে কিন্তু 1600 KVAR এর
নিচে হলে 12 step &
3. 1600 KVAR উপরে হলে 24 step এ PFI plants সাজাতে হয় এই ছেলেটা সবার মনে রাখা দরকার। তা না হলে PFI এর কাঙ্ক্ষিত ফল পাবেন না।
এখানে একটি বিষয় উল্লেখ্য যে যখন আপনি কোন pfi plant step যখন সাজাবেন তখন যত ছোট থেকে সাজাবেন ততই আপনার রেজাল্ট ভাল পাবেন।
এখানে আমি 200 KVA Substation এর PFI plant
120 KVAR দেখালাম।
তাহলে PFI main circuit breaker কিভাবে নির্বাচন করতে হয় তার একটি অংক হয়ে যাক,,,,
120 KVAR
Main circuit breaker,,,.
P = ✓3VISin@
I = P/ ✓3VI Sin@
I = 120*1000/1.732*400*1
= 166.94 A
= 400 Amperes.
তবে এখানে একটি বিষয় সবসময় লক্ষ্য রাখতে হবে
PFI plant main circuit breaker load এর সব সময় দ্বিগুণ হয়।
#কেন দ্বিগুণ হয় এটা আপনাদের কাছে প্রশ্ন রইল ?
তাহলে পূর্বের নিয়ম অনুযায়ী আমাদের 120 KVAR Six step/stez হবে।
নিম্নে তা দেওয়া হইল,,,,,,,
1st stez 2.5 KVAR
2nd stez 5 KVAR
Direct 5 KVAR Mccb & MC no need.
3rd stez 7.5 KVAR
4th. stez 10+15 KVAR
5th stez 15+15 KVAR
6th. stez. 25+25 KVAR.
Fixed capacitor loss for X-former.
চিত্রে যে CT দেখানো হয়েছে তা module এ ইন্ডিকেট করা টার্মিনালে লাগিয়ে দিবেন। এবং অবশ্যই CT X-former LT sate এর R phase এরমধ্যে লাগাবেন।
PFI এর MC সব সময় লোডের দ্বিগুণ হয়। কারণ এই MC এতবার ON Off হয় যে সাধারণ মানের/ Load এর সমান MC দিলে জ্বলে যাওয়ার সম্ভাবনা আছে তাই লোডের দ্বিগুণ দেওয়া হয়।
1 no stez এ module থেকে যে connection wire গিয়েছে তা অবশ্যই magnetic contactor সংযোগ হবে কারণ লোড এর চাহিদা অনুসারে . module প্রতিটা stez signal দেবে এবং সে অনুসারে 1st stez load count করবে ও ১ নং indicator light জ্বলে উঠবে।
এভাবে সবগুলি স্টেজ সাজিয়ে নিবেন।
এভাবে আপনার ইন্ডাস্ট্রির লোড অনুসারে বা তার চাহিদা অনুযায়ী প্রতিটি স্টেজ স্বয়ংক্রিয়ভাবে ওঠানামা করবে Microcontroller based PFC module signal অনুযায়ী।
সব সময় একটি বিষয় লক্ষ্য রাখবেন যখন আপনি একটি ইন্ডাস্ট্রিতে জব করবেন যদি আপনার হাতে দায়িত্ব থাকে তাহলে তো কথাই নেই আর যদি দায়িত্ব না থাকে তাহলে আপনার বসকে বলবেন pfi plant এ কখনোই যেন HRC fuse ব্যবহার না করে কারণ Mccb এর তুলনায় HRC fuse এ আগুন লাগার সম্ভাবনা অনেক বেশি।
HRC fuse একবার চলে গেলে আর দ্বিতীয়বার ব্যবহার করা যায় না কিন্তু Mccb একবার টিপ করলে আবার রিসেট করে বার বার চালানো যায়। আগুন লাগার সম্ভাবনা খুব কম।
PFI এর cable, mccb, magnetic contactor etc কিভাবে সিলেক্ট করতে হয় আরেকদিন আর একটি পোস্টে আলোচনা করব।
আমি আমার মত পোস্ট করলাম হয়তো অনেক ভালো জানেন। তাদের কাছ থেকে শিখার অপেক্ষায় রইলাম।
দয়া করে অনুমতি ব্যতীত কেউ কপি করবেন না।
Engr Rafikul Islam
Admin
EEE power bridge.
ট্রানসফরমার এর বডি সব সময় আর্থ করতে হয়-
ট্রানসফরমারের সার্কুলেটিং কারেন্ট প্রবাহের জন্য।
ট্রান্সফরমারের কোরে কিছু ভোল্টেজ তৈরি হয় তা নিরাপদ ভাবে গ্রাউন্ড করা ও লাইটিং এরিস্টেটরে যদি বজ্রপাতের ফলে ভোল্টেজ আসে তা গ্রাউন্ড করার জন্য আর্থিং আবশ্যক
প্যারালাল অপারেশনের সময় উভয় ট্রানসফরমারের ট্রানসফরমেশন রেশিও একই না হলে সার্কুলেটিং কারেন্ট প্রবাহিত হয়।