পৃষ্ঠাসমূহ

এই ব্লগটি সন্ধান করুন

Follow Us @soratemplates

এই ব্লগটি সন্ধান করুন

অবদানকারী

শুক্রবার, ৭ জুন, ২০১৯

PFI

আজ PFI কিছু ময়নাতদন্ত নিয়ে শুধু নবীনদের জন্য হাজির হলাম।

আজ আপনাদের মাঝে হাজির হয়েছি PFI এর আরেকটি ঈদ স্পেশাল topic নিয়ে ।

PFI plant মূল কাজ হলো voltage and current মাঝে যে চোর-পুলিশ খেলা হয়, তাদেরকে কাছাকাছি আনা অর্থাৎ voltage & current যে phase angle যতটুকু সম্ভব কমিয়ে আনা।

অর্থাৎ পুলিশ চোরকে ধরতে পারলেই সবচেয়ে বেশি কাঙ্ক্ষিত ফল পাওয়া যায় ।

#কিন্তু এখানে কে চোর কে পুলিশ তা আপনাদের বলতে হবে voltage না current ?

For example
আমরা জানি Cos@ এর মান 0.8 অর্থাৎ এই মান কে উন্নতি করে 0.8 থেকে 0.97 বা 1 করা এটাই pfi plant মুখ্য কাজ।

PFI এর অনেকগুলো পোস্ট আছে আমার ।
আমি আমার মতো করে দিয়েছি । আমার নাম দিয়ে সার্চ দিন পোস্টগুলি পেয়ে যাবেন। তবে অনেকেরই কিছু কিছু ভালো পোস্ট আছে কিন্তু সম্পূর্ণ নয়। আমার পোস্ট গুলোর দিকে লক্ষ্য রাখবেন সম্পূর্ণ ব্যতিক্রম রেসিপি দেওয়ার চেষ্টা করি।

আমার এই ক্ষুদ্র জীবনে অনেক বড় বড় ইঞ্জিনিয়ার দের সাথে আলোচনা করেছি কিন্তু অনেকের কাছেই এই বস্তুটি অর্থাৎ Substation এর একটি আজব জিনিস হলো PFI। কারণ PFI কে বুঝতে না পারার কারণে অনেক ইন্জিনিয়ারের চাকরি চলে যায়।

যার বাস্তব প্রমাণ 95 শতাংশ ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ার কিভাবে C/K value বসাতে হয় সেটাই জানেনা।
আমিও অল্প অল্প বুঝি । ভালো বুঝেন Anamul Anam ভাই।

আজ আমি পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় PFI module Mikro wiring নিয়ে আলোচনা করব।

তার আগে বলিনি পৃথিবীতে যত PFI plants আছে তা তিনটি step এ সাজানো হয়।
For example,,,,,,,

1.  200 KVAR এর নিচে হলে 6 step/stez
2. 200 KVAR এর উপরে কিন্তু 1600 KVAR এর
     নিচে  হলে 12 step &
3. 1600 KVAR উপরে হলে 24 step এ PFI plants সাজাতে হয় এই ছেলেটা সবার মনে রাখা দরকার। তা না হলে PFI এর কাঙ্ক্ষিত ফল পাবেন না।

এখানে একটি বিষয় উল্লেখ্য যে যখন আপনি কোন pfi plant step যখন সাজাবেন তখন যত ছোট থেকে সাজাবেন ততই আপনার রেজাল্ট ভাল পাবেন।

এখানে আমি 200 KVA Substation এর PFI plant
120 KVAR দেখালাম।

তাহলে PFI main circuit breaker কিভাবে নির্বাচন করতে হয় তার একটি অংক হয়ে যাক,,,,

120 KVAR
Main circuit breaker,,,. 

                         P = ✓3VISin@

                         I = P/ ✓3VI Sin@

                         I = 120*1000/1.732*400*1

                           = 166.94 A

                           = 400 Amperes.

তবে এখানে একটি বিষয় সবসময় লক্ষ্য রাখতে হবে

PFI plant main circuit breaker load এর সব সময় দ্বিগুণ হয়।

#কেন দ্বিগুণ হয় এটা আপনাদের কাছে প্রশ্ন রইল ?

তাহলে পূর্বের নিয়ম অনুযায়ী আমাদের 120 KVAR Six step/stez  হবে।

নিম্নে তা দেওয়া হইল,,,,,,,

1st stez 2.5 KVAR
2nd stez 5 KVAR
Direct 5 KVAR  Mccb & MC no need.
3rd  stez  7.5 KVAR
4th. stez 10+15 KVAR
5th  stez  15+15 KVAR
6th. stez.  25+25 KVAR.

Fixed capacitor loss for X-former.

চিত্রে যে CT দেখানো হয়েছে তা module এ ইন্ডিকেট করা টার্মিনালে লাগিয়ে দিবেন। এবং অবশ্যই CT X-former LT sate এর R phase এরমধ্যে লাগাবেন।

PFI এর MC সব সময় লোডের দ্বিগুণ হয়। কারণ এই MC এতবার ON Off হয় যে সাধারণ মানের/ Load এর সমান MC দিলে জ্বলে যাওয়ার সম্ভাবনা আছে তাই লোডের দ্বিগুণ দেওয়া হয়।

1 no stez এ module থেকে যে connection wire গিয়েছে তা অবশ্যই magnetic contactor সংযোগ হবে কারণ লোড এর চাহিদা অনুসারে . module প্রতিটা stez signal দেবে এবং সে অনুসারে 1st stez load count করবে ও ১ নং indicator light জ্বলে উঠবে।

এভাবে সবগুলি স্টেজ সাজিয়ে নিবেন।

এভাবে আপনার ইন্ডাস্ট্রির লোড অনুসারে বা তার চাহিদা অনুযায়ী প্রতিটি স্টেজ স্বয়ংক্রিয়ভাবে ওঠানামা করবে  Microcontroller based PFC module signal অনুযায়ী।

সব সময় একটি বিষয় লক্ষ্য রাখবেন যখন আপনি একটি ইন্ডাস্ট্রিতে জব করবেন যদি আপনার হাতে দায়িত্ব থাকে তাহলে তো কথাই নেই আর যদি দায়িত্ব না থাকে তাহলে আপনার বসকে বলবেন pfi plant এ কখনোই যেন HRC fuse ব্যবহার না করে কারণ Mccb এর তুলনায় HRC fuse এ আগুন লাগার সম্ভাবনা অনেক বেশি।

HRC fuse একবার চলে গেলে আর দ্বিতীয়বার ব্যবহার করা যায় না কিন্তু Mccb একবার টিপ করলে আবার রিসেট করে বার বার চালানো যায়। আগুন লাগার সম্ভাবনা খুব কম।

PFI এর cable, mccb, magnetic contactor etc কিভাবে সিলেক্ট করতে হয় আরেকদিন আর একটি পোস্টে আলোচনা করব।
আমি আমার মত পোস্ট করলাম হয়তো অনেক ভালো জানেন। তাদের কাছ থেকে শিখার অপেক্ষায় রইলাম।

দয়া করে অনুমতি ব্যতীত কেউ কপি করবেন না।

Engr Rafikul Islam
Admin
EEE power bridge.

কোন মন্তব্য নেই: