একটি সার্কিট ব্রেকারের তিনটি রেটিং পয়েন্ট থাকে।
১। ব্রেকিং ক্যাপাসিটি।
২। মেকিং ক্যাপাসিটি।
৩। শর্ট টাইম ক্যাপাসিটি।
১। ব্রেকিং ক্যাপাসিটিঃ
একটি প্রদও রিকোভারি ভোল্টেজ এবং বিভিন্ন অবস্থায় যে পরিমাণ আরএমএস কারেন্ট সার্কিট ব্রেকার ব্রেকিং করতে সনর্থ হয়।
২। মেকিং ক্যাপাসিটিঃ
রেটেড ভোল্টেজে সার্কিট ব্রেকার বন্ধ করার আগ মুহুর্তে প্রথম সাইকেলের কারেন্ট সর্বোচচ মানকে সারকিট ব্রেকারের মেকিং ক্যাপাসিটি বলে।
৩। শর্ট টাইম ক্যাপাসিটিঃ
এটি একটি সময়, যে সময়ে সার্কিট ব্রেকার সার্কিট কে বিচ্ছিন্ন না করে ফল্ট কারেন্ট প্রবাহিত করে দেওয়ার ক্ষমতা রাখে।
সার্কিট ব্রেকারের অপারেটিং টাইম -০.১-০.৫ সেকেন্ড।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন